চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার দামুড়হুদায় বিদ্যুৎস্পৃষ্টে এক গৃহবধূ নিহত হয়েছেন। গতকাল দুপুরে উপজেলার হেমায়েতপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূ খাদিজা খাতুন গ্রামের আবদুর রহমানের স্ত্রী। মিটারের সঙ্গে টানা দেয়া তারে হাত দিলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।
পুলিশ ও এলাকাসূত্রে জানা গেছে, খাদিজা খাতুন (৫০) বেলা ১১টার দিকে নিজের ঘরের দেয়ালের সঙ্গে হেলান দিয়ে দাঁড়িয়ে ছিলেন। এ সময় মিটারের সঙ্গে সংযুক্ত আর্থিং তারে অসতর্কতাবশত তিনি হাত দেন। সঙ্গে সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি মাটিতে পড়ে যান। তাকে চিৎলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত ডা. মোহাম্মদ ইমরান তাকে মৃত বলে ঘোষণা করেন।
শনিবার
১৩ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
১৩ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ