বারাদি প্রতিনিধিঃ মেহেরপুর সদর উপজেলা রাজনগর গ্রামে শ্যালো ইঞ্জিন চালিত নসিমনের চাকায় গলার ওড়না জড়িয়ে শারমিন আক্তার (১৪) নামে এক স্কুল ছাত্রী গুরুতর আহত হয়েছে। গতকাল সোমবার দুপুরে স্কুল থেকে বাড়ি ফেরার পথে রাজনগর গ্রামের ঘোড়ামারা ব্রিজের কাছে এ ঘটনা ঘটে। শারমিন আক্তার রাজনগর গ্রামের লুৎফর রহমানের মেয়ে। সে নবম শ্রেণীর ছাত্রী।
স্থানীয়রা জানান, শারমিন আক্তার মোমিনপুর নি¤œ মাধ্যমিক বিদ্যালয়ে ছাত্রী। স্কুল ছুটির পর বাড়ি ফিরছিল এসময় পথিমধ্যে রাজনগর গ্রামের ঘোড়ামারা ব্রিজের কাছে পৌছালে তার গলার ওড়না নসিমনের চাকার সাথে জড়িয়ে যায়। এসময় সে রাস্তার উপরে ছিটকে পড়ে জ্ঞান হারায় এবং সেই সাথে আরো দুজন কে নিয়ে পড়ে। স্থানীয়রা তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। তার আবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল হাসপাতালে রির্ফাড করেন কর্তব্যরত চিকিৎসক।























































