বুধবার | ১০ ডিসেম্বর ২০২৫ | হেমন্তকাল
শিরোনাম :
Logo টেকনাফে বিজিবির অভিযানে সাগর পথে মানব পাচারকালে দুই দালালসহ ৭ জন ভিকটিম উদ্ধার Logo দেশকে এগিয়ে নেয়ার ‘ডিটেইল প্ল্যানিং’ শুধু বিএনপির আছে: তারেক রহমান Logo রাশিয়াকে ভূখণ্ড ছেড়ে দেওয়ার কোনো অধিকার নেই কিয়েভের : জেলেনস্কি Logo তফসিল ঘোষণার পর বেআইনি ও অনুমোদনহীন জনসমাবেশ, আন্দোলন থেকে বিরত থাকার আহ্বান Logo চাঁদপুরে সোনালী ব্যাংকের সিবিএ নেতা আবদুস সামাদ মিয়ার ইন্তেকাল—সহকর্মীদের মাঝে গভীর শোক Logo পলাশবাড়ীতে পাক হানাদার মুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা Logo সুন্দরবন কয়রায় কোস্ট গার্ডের দুটি অভিযানে অস্ত্র উদ্ধার, জিম্মি জেলে মুক্ত ও হরিণের মাংসসহ শিকারি আটক Logo খুবিতে নতুন উদ্যোক্তাদের দিনব্যাপী ক্যাপাসিটি বিল্ডিং ট্রেনিং অনুষ্ঠিত Logo পলাশবাড়ীতে অফিসের হাটের বেদখল জায়গা উদ্ধারে জোর দাবি: আরইউটিডিপির বরাদ্দে আধুনিক স্থাপনা চায় পৌরবাসী Logo পলাশবাড়ী হানাদার মুক্ত দিবস আজ

টেকনাফে কথিত সাংবাদিকের ভাই দ্ইু হাজার ইয়াবাসহ আটক-৩ : নগদ টাকা ও বিয়ার উদ্ধার

  • Nil Kontho
  • আপডেট সময় : ১১:২৬:৫০ অপরাহ্ণ, রবিবার, ২০ আগস্ট ২০১৭
  • ৭৪৭ বার পড়া হয়েছে

জিয়াবুল হক , টেকনাফ:  টেকনাফে মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ২ হাজার পিস ইয়াবা ও নগদ আড়াই লক্ষ টাকাসহ দু’সহযোগি নিয়ে ধরা খেলেন আলোচিত গডফাদার ও কলেজ ছাত্র সাদ্দাম হোসেন।
পুলিশ সুত্রে জানা যায়, গতকাল ২০ আগষ্ট রোববার বিকাল সাড়ে ৫ টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের লেঙ্গুরবিল এলাকার নিজ বাড়ীর সামনের দোকান থেকে আটক করে পুলিশ। সে স্থানীয় মৌলভৗ নুরুল ইসলামের ছেলে। আটক অপর দু’জন হচ্ছে দক্ষিণ লেঙ্গুরবিল এলাকার মো. ইউনুছের ছেলে মাসুম ও হাবিরছড়া এলাকার মৌলভৗ আব্দুর রহিমের ছেলে মো. আতাউর রহমান।
পুলিশ সুত্রে আরো জানা যায়, টেকনাফ মডেল থানার এসআই নির্মল চাকমার নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা বেচাবিক্রির সময় অভিযান পরিচালনা করে আলোচিত ইয়াবা গডফাদার সাদ্দাম হোসেনকে অপর দু”সহযোগিসহ আটক করে। আটক অপর দু’জন দক্ষিণ লেঙ্গুরবিল গ্রামের মো. ইউনুছের ছেলে ও টেকনাফ বর্ডারগার্ড স্কুলের দশম শ্রেণীর ছাত্র মাসুম ও হাবিরছড়া গ্রামের মৌলভৗ আব্দুর রহিমের ছেলে মো. আতাউর রহমান টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র বলে জানা যায়। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ২ হাজার পিস ইয়াবা, আড়াই লক্ষ ইয়াবা বিক্রির নগদ টাকা ও ৪ ক্যান বিয়ার। আটক সাদ্দাম হোসেন লেঙ্গুর বিল গ্রামের মৌলভৗ নুরুল ইসলামের ছেলে এবং টেকনাফ সাংবাদিক ইউনিটির সদস্য এম, আমান উল্লাহ”র আপন সহোদর।
খোজঁ নিয়ে জানা যায়, আটক সাদ্দাম হোসেন উখিয়া ডিগ্রী কলেজের ¯œাতক প্রথম বর্ষের ছাত্র। স্কুলÑকলেজের ছাত্রদের বাহক হিসেবে ব্যবহার করে সে বেশ কয়েক বছর ধরে ইয়াবা কারবার চালিয়ে যাচ্ছে। গড়ে তুলেছে একটি সিন্ডিকেট। সে ইয়াবা ব্যবসা করে অর্জন করে প্রচুর অর্থ সম্পদ। ইতিমধ্যে সে টেকনাফ পৌর এলাকার মিল্কী রিসোর্টের উত্তর পার্শ্বে ১টি দোকান , ঢাকা হোটেলের পার্শ্বে কুলিং কর্ণার , মদিনা সিটি সেন্টারে কাপড়ের দোকান, শাকিলা প্লাজার মাকের্টে মুরগীর দোকান, ইয়াবা পাচার কাজে নিয়োজিত ২ টি ইঞ্জিন চালিত বোট, পাচারকাজে ব্যবহৃত ১টি চাদেঁর গাড়ী ও ৩ টি মোটর সাইকেলসহ বেশ জমিজমার মালিক বনে যান।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাইন উদ্দিন খান জানান, ইয়াবা ব্যবসায়ীরা দেশ ও জাতির শক্রু। বর্তমান সরকার ইয়াব পাচার রোধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। তাই পাচারকাজে নিয়োজিত কোন অপরাধীকে ছাড় দেওয়া হবে না। আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হয়েছে বলেও জানান তিনি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

টেকনাফে বিজিবির অভিযানে সাগর পথে মানব পাচারকালে দুই দালালসহ ৭ জন ভিকটিম উদ্ধার

টেকনাফে কথিত সাংবাদিকের ভাই দ্ইু হাজার ইয়াবাসহ আটক-৩ : নগদ টাকা ও বিয়ার উদ্ধার

আপডেট সময় : ১১:২৬:৫০ অপরাহ্ণ, রবিবার, ২০ আগস্ট ২০১৭

জিয়াবুল হক , টেকনাফ:  টেকনাফে মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ২ হাজার পিস ইয়াবা ও নগদ আড়াই লক্ষ টাকাসহ দু’সহযোগি নিয়ে ধরা খেলেন আলোচিত গডফাদার ও কলেজ ছাত্র সাদ্দাম হোসেন।
পুলিশ সুত্রে জানা যায়, গতকাল ২০ আগষ্ট রোববার বিকাল সাড়ে ৫ টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের লেঙ্গুরবিল এলাকার নিজ বাড়ীর সামনের দোকান থেকে আটক করে পুলিশ। সে স্থানীয় মৌলভৗ নুরুল ইসলামের ছেলে। আটক অপর দু’জন হচ্ছে দক্ষিণ লেঙ্গুরবিল এলাকার মো. ইউনুছের ছেলে মাসুম ও হাবিরছড়া এলাকার মৌলভৗ আব্দুর রহিমের ছেলে মো. আতাউর রহমান।
পুলিশ সুত্রে আরো জানা যায়, টেকনাফ মডেল থানার এসআই নির্মল চাকমার নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা বেচাবিক্রির সময় অভিযান পরিচালনা করে আলোচিত ইয়াবা গডফাদার সাদ্দাম হোসেনকে অপর দু”সহযোগিসহ আটক করে। আটক অপর দু’জন দক্ষিণ লেঙ্গুরবিল গ্রামের মো. ইউনুছের ছেলে ও টেকনাফ বর্ডারগার্ড স্কুলের দশম শ্রেণীর ছাত্র মাসুম ও হাবিরছড়া গ্রামের মৌলভৗ আব্দুর রহিমের ছেলে মো. আতাউর রহমান টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র বলে জানা যায়। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ২ হাজার পিস ইয়াবা, আড়াই লক্ষ ইয়াবা বিক্রির নগদ টাকা ও ৪ ক্যান বিয়ার। আটক সাদ্দাম হোসেন লেঙ্গুর বিল গ্রামের মৌলভৗ নুরুল ইসলামের ছেলে এবং টেকনাফ সাংবাদিক ইউনিটির সদস্য এম, আমান উল্লাহ”র আপন সহোদর।
খোজঁ নিয়ে জানা যায়, আটক সাদ্দাম হোসেন উখিয়া ডিগ্রী কলেজের ¯œাতক প্রথম বর্ষের ছাত্র। স্কুলÑকলেজের ছাত্রদের বাহক হিসেবে ব্যবহার করে সে বেশ কয়েক বছর ধরে ইয়াবা কারবার চালিয়ে যাচ্ছে। গড়ে তুলেছে একটি সিন্ডিকেট। সে ইয়াবা ব্যবসা করে অর্জন করে প্রচুর অর্থ সম্পদ। ইতিমধ্যে সে টেকনাফ পৌর এলাকার মিল্কী রিসোর্টের উত্তর পার্শ্বে ১টি দোকান , ঢাকা হোটেলের পার্শ্বে কুলিং কর্ণার , মদিনা সিটি সেন্টারে কাপড়ের দোকান, শাকিলা প্লাজার মাকের্টে মুরগীর দোকান, ইয়াবা পাচার কাজে নিয়োজিত ২ টি ইঞ্জিন চালিত বোট, পাচারকাজে ব্যবহৃত ১টি চাদেঁর গাড়ী ও ৩ টি মোটর সাইকেলসহ বেশ জমিজমার মালিক বনে যান।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাইন উদ্দিন খান জানান, ইয়াবা ব্যবসায়ীরা দেশ ও জাতির শক্রু। বর্তমান সরকার ইয়াব পাচার রোধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। তাই পাচারকাজে নিয়োজিত কোন অপরাধীকে ছাড় দেওয়া হবে না। আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হয়েছে বলেও জানান তিনি।