মুরাদ হোসেন, চুয়াডাঙ্গা প্রতিনিধি ঃ চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী মোল্লাবাড়ি হটাৎপাড়া নামক স্থানে প্রায় আড়াই কেজি স্বর্ণের গহনা সহ সেন্টু শেখ (৩২) নামে এক চোরাচালানীকে আটক করেছে বিজিবি। আটককৃত স্বর্ণের মূল্য ১ কোটি ৪ হাজার ৬৯০ টাকা। আজ শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে এ ঘটনা ঘটে। আটককৃত সেন্টু দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর গ্রামের মৃত মজনু শেখের ছেলে।
বিজিবি সূত্রে জানা যায়, আজ শনিবার সকালে চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর লুতফুন কবির এর নেতৃত্বে সুলতানপুর বিজিবি ক্যাম্পের কোম্পানী কমান্ডার নায়েক সুবেদার তোতা মিয়া সঙ্গীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে দামুড়হুদা নাস্তিপর সীমান্ত থেকে ছেড়ে আসা জীবননগর গামী একটি ব্যাটারি চালিত ভ্যান কে গতিরোধ করে সেন্টু শেখ কে আটক করে। এরপর ভ্যানের নিচে তল্লাশি করে ৪ টি প্যাকেটে মোড়ানো ২ কেজি ৪শত ৪১ দশমিক ২ গ্রাম স্বর্ণের গহনা উদ্ধার করে।
চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক লুতফুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
শনিবার
২০শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২০শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ