শিরোনাম :
Logo ঢাকাস্থ চাঁদপুর সমিতির’সাধারন সভা অনুষ্ঠিত চাঁদপুর জেলা হবে বাংলাদেশের মডেল এবং বুদ্ধি ভিত্তিক চর্চার প্রাণকেন্দ্র ……উপাধ্যক্ষ নূরুজ্জামান হীরা Logo বীরগঞ্জে জলবায়ু পরিবর্তন সচেতনতা বৃদ্ধিতে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo রাকসু নির্বাচনের আচরণবিধি প্রকাশিত Logo বিশুদ্ধ পানির চাহিদা পুরনের লক্ষে ১৩০টি টিউবওয়েল বিতরণ করেন মোঃ মতিউর রহমান Logo জকসু নিয়ে সাংবাদিকদের কোনো প্রশ্নের উত্তর দিতে আগ্রহী নন- জবি রেজিস্ট্রার Logo রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ফাইন আর্টস ক্লাবের নেতৃত্বে সুমন ও ফুয়াদ Logo আরও ৩ লাখ টাকা জব্দ রিয়াদের বাড্ডার বাসা থেকে Logo ডেঙ্গু আক্রান্ত ৩৮৬ রোগী হাসপাতালে ভর্তি, প্রাণহানি ২ জনের Logo শান্তিপ্রতিষ্ঠায় কলা ও মানবিক অনুষদের আন্তর্জাতিক সম্মেলন আয়োজন Logo পলাশবাড়ীতে দশ কেজি গাঁজাসহ গ্রেফতার দুই

রাজধানীর বনশ্রীতে গৃহকর্মীর মৃত্যু : বাড়ির মালিক-দারোয়ান কারাগারে !

  • amzad khan
  • আপডেট সময় : ০৬:০৮:০৫ অপরাহ্ণ, বুধবার, ৯ আগস্ট ২০১৭
  • ৭৫০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

রাজধানীর বনশ্রীতে গৃহকর্মী লাইলীকে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় গৃহকর্তা মুন্সী মইনউদ্দিন এবং দারোয়ান তোফাজ্জল হোসেন টিটুকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

তিন দিনের রিমান্ড শেষে আজ বুধবার আসামিদের আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা খিলগাঁও থানার সাব-ইন্সপেক্টর মনজুর রহমান। মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আসামিদের কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা।

অপরদিকে আসামিপক্ষের আইনজীবী শামীমা আক্তার জামিনের আবেদন করে শুনানি করেন।
উভয়পক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মাজহারুল হক জামিন নামঞ্জুর করে ওই দুজনকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে গত ৫ আগস্ট এ দুই আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

প্রসঙ্গত, গত ৪ আগস্ট সকালে বনশ্রীর জি-ব্লকের ৪ নম্বর রোডের ১৪ নম্বর ভবনের নিচতলায় মইনউদ্দিনের বাসায় গৃহকর্মী লাইলী ওরফে মরিয়মকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। পরে বাসার সদস্যরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এরপর লাইলীর স্বজনরা অভিযোগ তোলেন, ওই গৃহকর্মী আত্মহত্যা করেননি, তাকে হত্যা করা হয়েছে। গৃহকর্তা মইনউদ্দিন এটিকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছেন।

লাইলীর স্বজনদের সঙ্গে একাত্ম হয়ে মইনউদ্দিনের গ্রেপ্তার ও বিচার দাবিতে বিক্ষুব্ধ হয়ে ওঠে এলাকাবাসী। এ সময় তারা একটি গাড়ি পুড়িয়ে দেয়। তারা মইনউদ্দিনের বাসার ওই ভবনটি লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য সেখানে গেলে তারা বাধা দেয়। এক পর্যায়ে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বেধে যায়।

ওই ঘটনায় শুক্রবার দিবাগত রাতে খিলগাঁও থানায় পৃথক মামলা দুটি দায়ের করা হয়। গৃহকর্মী লাইলীর ভাসুর শহিদুল ইসলাম একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশের কাজে বাধা দেওয়ায় অপর মামলাটি করে পুলিশ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঢাকাস্থ চাঁদপুর সমিতির’সাধারন সভা অনুষ্ঠিত চাঁদপুর জেলা হবে বাংলাদেশের মডেল এবং বুদ্ধি ভিত্তিক চর্চার প্রাণকেন্দ্র ……উপাধ্যক্ষ নূরুজ্জামান হীরা

রাজধানীর বনশ্রীতে গৃহকর্মীর মৃত্যু : বাড়ির মালিক-দারোয়ান কারাগারে !

আপডেট সময় : ০৬:০৮:০৫ অপরাহ্ণ, বুধবার, ৯ আগস্ট ২০১৭

নিউজ ডেস্ক:

রাজধানীর বনশ্রীতে গৃহকর্মী লাইলীকে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় গৃহকর্তা মুন্সী মইনউদ্দিন এবং দারোয়ান তোফাজ্জল হোসেন টিটুকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

তিন দিনের রিমান্ড শেষে আজ বুধবার আসামিদের আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা খিলগাঁও থানার সাব-ইন্সপেক্টর মনজুর রহমান। মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আসামিদের কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা।

অপরদিকে আসামিপক্ষের আইনজীবী শামীমা আক্তার জামিনের আবেদন করে শুনানি করেন।
উভয়পক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মাজহারুল হক জামিন নামঞ্জুর করে ওই দুজনকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে গত ৫ আগস্ট এ দুই আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

প্রসঙ্গত, গত ৪ আগস্ট সকালে বনশ্রীর জি-ব্লকের ৪ নম্বর রোডের ১৪ নম্বর ভবনের নিচতলায় মইনউদ্দিনের বাসায় গৃহকর্মী লাইলী ওরফে মরিয়মকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। পরে বাসার সদস্যরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এরপর লাইলীর স্বজনরা অভিযোগ তোলেন, ওই গৃহকর্মী আত্মহত্যা করেননি, তাকে হত্যা করা হয়েছে। গৃহকর্তা মইনউদ্দিন এটিকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছেন।

লাইলীর স্বজনদের সঙ্গে একাত্ম হয়ে মইনউদ্দিনের গ্রেপ্তার ও বিচার দাবিতে বিক্ষুব্ধ হয়ে ওঠে এলাকাবাসী। এ সময় তারা একটি গাড়ি পুড়িয়ে দেয়। তারা মইনউদ্দিনের বাসার ওই ভবনটি লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য সেখানে গেলে তারা বাধা দেয়। এক পর্যায়ে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বেধে যায়।

ওই ঘটনায় শুক্রবার দিবাগত রাতে খিলগাঁও থানায় পৃথক মামলা দুটি দায়ের করা হয়। গৃহকর্মী লাইলীর ভাসুর শহিদুল ইসলাম একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশের কাজে বাধা দেওয়ায় অপর মামলাটি করে পুলিশ।