এন.আই.মিলন, দিনাজপুর প্রতিনিধি– দিনাজপুরের বীরগঞ্জে ১ গৃহবধুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে, পিতার দাবী হত্যা।
বীরগঞ্জ পৌর শহরের খানসামা রোডের পোষ্ঠ অফিস মোড় এলাকার খন্দকার নুরুল আফছার সুমনের স্ত্রী ১ সন্তানের জননী শাপলা বেগম মঙ্গলবার দুপুরে নিজ বাড়ীর শোওয়ার ঘরের ফ্যানের সাথে গলায় শাড়ী পেচিয়ে আত্মহত্যা করেছে। গৃহবধুর মৃত্যুতে জনমনে প্রশ্ন উঠেছে হত্যা না আত্মহত্যা।
সরজমিনে গেলে সুমনের মা মমতাজ বেগম জানায়, পুত্র খন্দকার নুরুল আফছার সুমন চাকুরীর কারনে জয়পুরহাট থাকায় বৌমা শাপলা বেগম দুপুরে তার ৬/৭ বছরের ছেলেকে স্কুল হতে নিয়ে এসে ঘরে ঢুকে ফ্যানের সাথে গলায় শাড়ী পেচিয়ে আত্মহত্যা করেছে। সে সময় দরজা ভেঙ্গে তাকে উদ্ধার করা হয়েছে।
অপর দিকে, মৃত গৃহবধু শাপলার পিতা উপজেলার মরিচা ইউনিয়নের সাতখামার গ্রামের মতিফুলের দাবী তার মেয়েকে হত্যা করে ফাঁস দিয়ে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছে তারা। তিনি অভিযোগ করে বলেন, তার শাশুড়ী দীর্ঘদিন ধরে তাকে অত্যাচার করে আসছিলো এবং তার শাশুড়ী দরজা ভেঙ্গে উদ্ধারের যে তথ্য দিয়েছে তার কোন ভিত্তি পাওয়া যায়নি।
এ ব্যপারে বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবু আককাছ আহমেদ জানান, ঘটনাটি আমি শুনেছি তবে আমাকে কেউ লিখিত অভিযোগ এখনো দেয়নি।