স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ ঝিনাইদহ সদর উপজেলার আড়ুয়াডাঙ্গা গ্রামে সোমবার ববি সুলতানা (২৬) নামে এক নারী কাউন্সিলর গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন। ঝিনাইদহের পোড়াহাটী ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর ববি একই গ্রামের নাছির উদ্দীনের স্ত্রী।
পুলিশ জানিয়েছে পারিবারিক কলহের কারণে ববি ঘরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন। প্রতিবেশিদের ভাষ্যমতে ববি সুলতানার একাধিক জায়গায় বিয়ে হয়। সেখান থেকে বর্তমান স্বামী ফিরিয়ে আনার কারণে তিনি এই পন্থা বেছে নেন। পোড়াহাটী ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম হিরণ জানান, আমি ঢাকায় ছিলাম। বাড়ি এসে শুনি ববি সুলাতানা আত্মহত্যা করেছে। পারিবারিক অশান্তির কারণে ববি আত্মহত্যা করেছে বলে চেয়ারম্যান জানান। এ বিষয়ে ঝিনাইদহ সদর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।





















































