চোরের চরিত্রে চঞ্চল !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:৫৮:০৬ পূর্বাহ্ণ, রবিবার, ৩০ জুলাই ২০১৭
  • ৭৫১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

‘রসু চোর’ শিরোনামে একটি নাটকে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। বৃন্দাবন দাসের রচনায় নাটকটি পরিচালনা করছেন তাইফুর জাহান আশিক। গলায় মাদুলি, কাঁচাপাকা চুল, চেহারায় ক্লান্তির ছাপ, গায়ে সাদা ছেঁড়াফাটা গেঞ্জি- এমন রূপে চঞ্চল হাজির হচ্ছেন রসু চোর হিসেবে।

চঞ্চল চৌধুরী বলেন, একজন চোর ও তার নিজস্ব নীতি নিয়েই নাটকের কাহনী। রসু চোর কখনো নিজের গ্রামে চুরি করে না। বেশ মজার একটি গল্প হলেও নাটকটি মাধ্যমে দর্শক কিছু বার্তা পাবেন।

‘রসু চোর’ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন শাহানাজ খুশি, আ খ ম হাসান, প্রাণ রায়, আল মুনসুর প্রমুখ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চোরের চরিত্রে চঞ্চল !

আপডেট সময় : ১১:৫৮:০৬ পূর্বাহ্ণ, রবিবার, ৩০ জুলাই ২০১৭

নিউজ ডেস্ক:

‘রসু চোর’ শিরোনামে একটি নাটকে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। বৃন্দাবন দাসের রচনায় নাটকটি পরিচালনা করছেন তাইফুর জাহান আশিক। গলায় মাদুলি, কাঁচাপাকা চুল, চেহারায় ক্লান্তির ছাপ, গায়ে সাদা ছেঁড়াফাটা গেঞ্জি- এমন রূপে চঞ্চল হাজির হচ্ছেন রসু চোর হিসেবে।

চঞ্চল চৌধুরী বলেন, একজন চোর ও তার নিজস্ব নীতি নিয়েই নাটকের কাহনী। রসু চোর কখনো নিজের গ্রামে চুরি করে না। বেশ মজার একটি গল্প হলেও নাটকটি মাধ্যমে দর্শক কিছু বার্তা পাবেন।

‘রসু চোর’ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন শাহানাজ খুশি, আ খ ম হাসান, প্রাণ রায়, আল মুনসুর প্রমুখ।