মঙ্গলবার | ২৭ জানুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে দিনভর গণসংযোগ সুন্নীয়তের দাবি নিয়ে আসছি, মোমবাতিতে ভোট চাই -মোমবাতির প্রার্থী আহসান উল্লাহ  Logo লেডি দেহলভী বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ ক্রীড়া চর্চা শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে-অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উজালা রানী চাকমা। Logo আইনের ফাঁদে দুই প্রতিষ্ঠান: চাঁদপুরে ভোক্তা অধিকার ও যৌথ বাহিনীর অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা Logo সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, অর্ধ লক্ষাধিক টাকার মাদক ও চোরাচালানি মালামাল জব্দ Logo ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও প্রাথমিক শিক্ষক নিয়োগ মৌখিক পরীক্ষা বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় Logo গণভোট হ্যাঁ-কে জয়ী করতে বিশ্ববিদ্যালয়ে ব্যাপক প্রচারণা Logo শিক্ষকতা: নৈতিক অবস্থান ও মানবিক প্রতিশ্রুতি Logo পলাশবাড়ীতে ধানের শীর্ষের পক্ষে বিশাল নির্বাচনী গণমিছিল  Logo ঝালকাঠিতে ৬লিটার চোলাই মদ সহ নাসির ডিবির হাতে আটক  Logo পলাশবাড়ীতে জমি নিয়ে দ্বন্দ্বের জেরে হামলায় আহত ৪, অবরুদ্ধ ৯ পরিবার

জোড়া নয়, এবার শাকিব-মিমের হ্যাটট্রিক !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:১৪:০৫ অপরাহ্ণ, বুধবার, ২৬ জুলাই ২০১৭
  • ৭৬৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

আগেই জানা গিয়েছিল ‘আমি নেতা হব’ এবং ‘মামলা হামলা ঝামেলা’ ছবি দু’টিতে শাকিব খানের বিপরীতে দেখা যাবে বিদ্যা সিনহা মিমকে। এবার জানা গেল শাপলা মিডিয়ার ব্যানারে আরও একটি ছবিতে দেখা যাবে এই অভিনেত্রীকে। ‘কেউ কথা রাখে না’ শিরোনামের ওই ছবির নায়কও আবার শাকিব খান।

মঙ্গলবার সন্ধ্যায় শাকিব-মিমের এই হ্যাটট্রিক ছবির কথা জানিয়েছেন শাপলা মিডিয়ার প্রধান সেলিম খান। তিনি বলেন, শাপলা মিডিয়ায় যারা নীতি-নির্ধারক রয়েছেন, তারা সিদ্ধান্ত নিয়েছেন ‘কেউ কথা রাখে না’ শিরোনামের ছবিতেও শাকিব খানের নায়িকা হিসেবে দেখা যাবে মিমকে।

এ বিষয়ে জানতে চাইলে মিম বলেন, ইতোমধ্যে শাপলা মিডিয়ার দু’টি ছবির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছি। আর ‘কেউ কথা রাখে না’ ছবিটি নিয়ে প্রাথমিক কথা-বার্তা হয়েছে, তবে চূড়ান্ত হয়নি। চূড়ান্ত হলে পরবর্তীতে জানাবো।

এর আগে সেলিম খান জানিয়েছিলেন,  মঙ্গলবার ‘আমি নেতা হব’ এবং ‘মামলা হামলা ঝামেলা’ ছবি দুটির মহরত ও শ্যুটিং শুরুর পরিকল্পনা ছিল। কিন্তু বৈরী আবহাওয়া এবং মহরতে যিনি অতিথি থাকবেন বর্তমানে তিনি বিদেশে অবস্থান করায় পরিকল্পনা কিছুটা পিছিয়েছে। তবে ২৮ অথবা ৩১ জুলাই মহরতের প্রস্তুতি নিচ্ছি। এবং ওই দিন থেকেই শ্যুটিং শুরু হবে।

এছাড়া তাদের মিডিয়া থেকে আরও তিনটি ছবি নির্মিত হবে বলে জানালেন সেলিম খান। তিনি বলেন, ‘উত্তম আকাশের পরিচালনায় ‘স্বপ্নের বিদেশে’ এবং কাজী হায়াতের পরিচালনায় ‘তুমি কত দূরে’ ছবি দুটি  নির্মাণের প্রাথমিক কাজকর্ম সেরে ফেলেছি। তবে আমাদের ড্রিম প্রজেক্ট হবে ‘বাংলার বন্ধু’ ছবিটি। এটি বিগ বাজেটের এবং বড় আকারে নির্মাণের প্রস্তুতি নিচ্ছি। আপাতত এর বেশি বলতে চাচ্ছি না।

অন্যদিকে, জাকির হোসেন রাজুর পরিচালনায় প্রথমবারের মতো জুটিবদ্ধ হয়ে সিনেমায় অভিনয় করেন শাকিব খান ও  বিদ্যা সিনহা মিম। ‘আমার প্রাণের প্রিয়া’ শিরোনামের সেই ছবিটি মুক্তি পায় ২০০৯ সালে এবং ব্যবসা সফলও হয়। দীর্ঘ সময় বিরতি দিয়ে ফের বড় পর্দায় ফিরছে শাকিব-মিম জুটি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে দিনভর গণসংযোগ সুন্নীয়তের দাবি নিয়ে আসছি, মোমবাতিতে ভোট চাই -মোমবাতির প্রার্থী আহসান উল্লাহ 

জোড়া নয়, এবার শাকিব-মিমের হ্যাটট্রিক !

আপডেট সময় : ১২:১৪:০৫ অপরাহ্ণ, বুধবার, ২৬ জুলাই ২০১৭

নিউজ ডেস্ক:

আগেই জানা গিয়েছিল ‘আমি নেতা হব’ এবং ‘মামলা হামলা ঝামেলা’ ছবি দু’টিতে শাকিব খানের বিপরীতে দেখা যাবে বিদ্যা সিনহা মিমকে। এবার জানা গেল শাপলা মিডিয়ার ব্যানারে আরও একটি ছবিতে দেখা যাবে এই অভিনেত্রীকে। ‘কেউ কথা রাখে না’ শিরোনামের ওই ছবির নায়কও আবার শাকিব খান।

মঙ্গলবার সন্ধ্যায় শাকিব-মিমের এই হ্যাটট্রিক ছবির কথা জানিয়েছেন শাপলা মিডিয়ার প্রধান সেলিম খান। তিনি বলেন, শাপলা মিডিয়ায় যারা নীতি-নির্ধারক রয়েছেন, তারা সিদ্ধান্ত নিয়েছেন ‘কেউ কথা রাখে না’ শিরোনামের ছবিতেও শাকিব খানের নায়িকা হিসেবে দেখা যাবে মিমকে।

এ বিষয়ে জানতে চাইলে মিম বলেন, ইতোমধ্যে শাপলা মিডিয়ার দু’টি ছবির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছি। আর ‘কেউ কথা রাখে না’ ছবিটি নিয়ে প্রাথমিক কথা-বার্তা হয়েছে, তবে চূড়ান্ত হয়নি। চূড়ান্ত হলে পরবর্তীতে জানাবো।

এর আগে সেলিম খান জানিয়েছিলেন,  মঙ্গলবার ‘আমি নেতা হব’ এবং ‘মামলা হামলা ঝামেলা’ ছবি দুটির মহরত ও শ্যুটিং শুরুর পরিকল্পনা ছিল। কিন্তু বৈরী আবহাওয়া এবং মহরতে যিনি অতিথি থাকবেন বর্তমানে তিনি বিদেশে অবস্থান করায় পরিকল্পনা কিছুটা পিছিয়েছে। তবে ২৮ অথবা ৩১ জুলাই মহরতের প্রস্তুতি নিচ্ছি। এবং ওই দিন থেকেই শ্যুটিং শুরু হবে।

এছাড়া তাদের মিডিয়া থেকে আরও তিনটি ছবি নির্মিত হবে বলে জানালেন সেলিম খান। তিনি বলেন, ‘উত্তম আকাশের পরিচালনায় ‘স্বপ্নের বিদেশে’ এবং কাজী হায়াতের পরিচালনায় ‘তুমি কত দূরে’ ছবি দুটি  নির্মাণের প্রাথমিক কাজকর্ম সেরে ফেলেছি। তবে আমাদের ড্রিম প্রজেক্ট হবে ‘বাংলার বন্ধু’ ছবিটি। এটি বিগ বাজেটের এবং বড় আকারে নির্মাণের প্রস্তুতি নিচ্ছি। আপাতত এর বেশি বলতে চাচ্ছি না।

অন্যদিকে, জাকির হোসেন রাজুর পরিচালনায় প্রথমবারের মতো জুটিবদ্ধ হয়ে সিনেমায় অভিনয় করেন শাকিব খান ও  বিদ্যা সিনহা মিম। ‘আমার প্রাণের প্রিয়া’ শিরোনামের সেই ছবিটি মুক্তি পায় ২০০৯ সালে এবং ব্যবসা সফলও হয়। দীর্ঘ সময় বিরতি দিয়ে ফের বড় পর্দায় ফিরছে শাকিব-মিম জুটি।