নিউজ ডেস্ক:
খারাপ আচরণের কারণে ২৩ বছর বয়সী পপ তারকা জাস্টিন বিবারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে চীনে। বেইজিংস মিউনিসিপ্যাল ব্যুরো অব কালচার এই তথ্য নিশ্চিত করেছে। যার ফলে সংগীত পরিবেশনের জন্য আর চীনে যেতে পারবেন না যেতে পারবেন না কানাডিয়ান এই পপতারকা
বেইজিংস মিউনিসিপ্যাল ব্যুরো অব কালচার এক বিবৃতিতে জানিয়েছে, জাস্টিন বিবার সহজাত শিল্পী। কিন্তু একই সঙ্গে তিনি বিতর্কিত তরুণ বিদেশি গায়ক। আমরা যতদূর জানি, সামাজিক জীবনে ও চীনে চার বছর আগে সংগীত পরিবেশনের সময় ধারাবাহিক খারাপ আচরণের অভিযোগ আছে তার বিরুদ্ধে। এসব আচরণ জনসাধারণের মধ্যে অসন্তোষ সৃষ্টি করেছে।
বিবৃতিতে আরও বলা হয়, ‘পরিণত হওয়ার মধ্য দিয়ে জাস্টিন বিবারের কথাবার্তা ও চলাফেরায় উন্নতি ঘটবে বলে আমরা আশা করি। তখনই তিনি সাধারণ মানুষের প্রিয় গায়ক হয়ে উঠবেন।
যদিও বেইজিং সংস্কৃতি ব্যুরোর ওয়েবসাইটে এ নিষেধাজ্ঞা ঘোষণার সিদ্ধান্ত জানানোর পর প্রশ্ন উপস্থাপন করেছেন এক ভক্ত। তার ভাষ্য, ‘জাস্টিন বিবার অনেক পুরস্কার জিতেছেন। তার অবশ্যই প্রতিভা আছে। চীনা ভক্তরা কেন তার প্রশংসা করার অধিকার পাবে না ?