এবার দ্বৈত চরিত্রে সিদ্ধার্থ, খলনায়ক সুনীল শেঠি !

  • amzad khan
  • আপডেট সময় : ০১:৫৯:৪৮ অপরাহ্ণ, রবিবার, ১৬ জুলাই ২০১৭
  • ৭৪১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ ছবির মধ্যে দিয়ে বড় পর্দায় পা রেখেছিলেন সিদ্ধার্থ মালহোত্রা। প্রথম ছবি করেই ভীষণ জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। বহু ছবিতে কাজ করতেও দেখা গেছে তাকে। এরপর থেকেই বহুবার শিরোনামে এসেছেন এ অভিনেতা।

এবার তাঁর পরবর্তী প্রোজেক্ট অ্যা জেন্টেলম্যান ছবির কাজ শুরু করে দিয়েছেন জোড় কদমে। ছবিটিতে দ্বৈত ভূমিকায় দেখা যাবে তাকে। একজন চকোলেট বয় কে জেন্টেলম্যান হিসেবে দেখতে অবশ্যই ভালো লাগবে।

সবকিছুর মধ্যে আসল চমকটি তুলে ধরেছেন অভিনেতা সুনীল শেঠি। বিংশ শতাব্দীর মানুষ তাকে নায়ক হিসেবেই দেখে এসেছে। কিন্তু এই ছবিতে খলনায়কের চরিত্রে কাজ করবেন সুনীল।

অনেকেরই দাবী ২০১৪ সালে মুক্তি প্রাপ্ত ছবি “ব্যাং ব্যাং” এর দ্বিতীয় সংস্করণ হিসেবেই প্রকাশ্যে আসছে এই ছবিটি। আবার অনেকেই ছবিটিকে ‘ব্যাং ব্যাং ২’র আক্ষা দিতেও কুন্ঠাবোধ করছেন না। ব্যাং ব্যাং এর সঙ্গে মিলিয়েই ছবিটিতে থলি ভর্তি এক্সন সিকুয়েন্স ঢেলে সাজিয়েছেন ছবির যুগল পরিচালক।

ট্যাগস :

এবার দ্বৈত চরিত্রে সিদ্ধার্থ, খলনায়ক সুনীল শেঠি !

আপডেট সময় : ০১:৫৯:৪৮ অপরাহ্ণ, রবিবার, ১৬ জুলাই ২০১৭

নিউজ ডেস্ক:

‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ ছবির মধ্যে দিয়ে বড় পর্দায় পা রেখেছিলেন সিদ্ধার্থ মালহোত্রা। প্রথম ছবি করেই ভীষণ জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। বহু ছবিতে কাজ করতেও দেখা গেছে তাকে। এরপর থেকেই বহুবার শিরোনামে এসেছেন এ অভিনেতা।

এবার তাঁর পরবর্তী প্রোজেক্ট অ্যা জেন্টেলম্যান ছবির কাজ শুরু করে দিয়েছেন জোড় কদমে। ছবিটিতে দ্বৈত ভূমিকায় দেখা যাবে তাকে। একজন চকোলেট বয় কে জেন্টেলম্যান হিসেবে দেখতে অবশ্যই ভালো লাগবে।

সবকিছুর মধ্যে আসল চমকটি তুলে ধরেছেন অভিনেতা সুনীল শেঠি। বিংশ শতাব্দীর মানুষ তাকে নায়ক হিসেবেই দেখে এসেছে। কিন্তু এই ছবিতে খলনায়কের চরিত্রে কাজ করবেন সুনীল।

অনেকেরই দাবী ২০১৪ সালে মুক্তি প্রাপ্ত ছবি “ব্যাং ব্যাং” এর দ্বিতীয় সংস্করণ হিসেবেই প্রকাশ্যে আসছে এই ছবিটি। আবার অনেকেই ছবিটিকে ‘ব্যাং ব্যাং ২’র আক্ষা দিতেও কুন্ঠাবোধ করছেন না। ব্যাং ব্যাং এর সঙ্গে মিলিয়েই ছবিটিতে থলি ভর্তি এক্সন সিকুয়েন্স ঢেলে সাজিয়েছেন ছবির যুগল পরিচালক।