শিরোনাম :
Logo কচুয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত অন্তত ১০ Logo সিরাজগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন Logo রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দেশের প্রথম ক্যাশলেস ক্যাম্পাস Logo ইবি উপাচার্যের বক্তৃতায় মুখরিত মালয়েশিয়ার আন্তর্জাতিক সেমিনার Logo শেখ হাসিনা তরুনদের শরীরে ফ্যাসিবাদ বিরোধী ভ্যাকসিন দিয়ে গেছেন: ফারুক ওয়াসিফ Logo বিশ্ব বাণিজ্যে রূপান্তর ঘটাবে এআই: ডাব্লিউটিও Logo আফগানিস্তানকে টপকে নবম স্থানে বাংলাদেশ Logo বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩১ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে Logo ইউএনজিএ-তে যোগ দিতে ২২ সেপ্টেম্বর ঢাকা ত্যাগ করবেন প্রধান উপদেষ্টা: রোহিঙ্গা, সংস্কার ও গণতন্ত্র ইস্যু প্রাধান্য পাবে এজেন্ডায় Logo কয়রায় মিথ্যা মানববন্ধনের অভিযোগে সংবাদ সম্মেলন

লাভগুরু খ্যাত আরজে তামিম হাসানের প্রেমে পরীমনি !

  • amzad khan
  • আপডেট সময় : ০৬:১১:০০ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০১৭
  • ৭৫১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

রুপালি জগতে পা রাখার আগে থেকেই মিডিয়াপাড়ায় আলোচনায় চলে আসেন। এক বছরের মধ্যেই প্রায় দুই ডজন ছবিতে চুক্তিবদ্ধ হয়ে সবার নজর কাড়েন। তর্ক বা বিতর্ক  যা-ই হোক না কেন, বরাবরই আলোচনায় থাকেন এ লাস্যময়ী। ইতিমধ্যে ১১টি ছবি মুক্তি পেয়েছে। সেন্সর বোর্ড পাড়ি দিয়ে মুক্তির দরজায় কড়া নাড়ছে আরও ছয় থেকে সাতটি ছবি। আর কাজ চলছে প্রায় অর্ধডজনের। তিনি আর কেউ নন- বলছি পরীমণির কথা।

বৃহস্পতিবার সকাল থেকে আবারও ফোকাস পয়েন্টে চলে এসেছেন এই অভিনেত্রী। মূলত সাংবাদিক ও লাভগুরু খ্যাত আরজে তামিম হাসানের ফেসবুক স্ট্যাটাসে নড়েচড়ে ওঠে রঙিন দুনিয়ার অনেকে। সেখানে তামিম হাসান লেখেন ‘ইন অ্যা রিলেশনশিপ উইথ পরীমণি’। এরপর থেকে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশ পায়  যে, পরীমণির মনের মানুষ তামিম হাসান। কেউ কেউ এটাও লিখেছেন, ‘সম্পর্কটা বেশ গভীর তাদের মাঝে।

সুতরাং, যাকে নিয়ে এত উচ্চবাচ্য সেই পরীমণিকেই প্রশ্ন করা হলো বিষয়টি নিয়ে।  তিনি বলেন, রিলেশনশিপ বলতে যা বোঝায় সেটাই বুঝে নিন। মুখের কথা শেষ না হতেই পাল্টা প্রশ্ন ছোড়া হলো রিলেশনশিপ  তো অনেক ধরনের হয়ে থাকে। প্রেমিক হতে পারে, বাগদত্তা হতে পারে আবার স্বামীও। আপনার কোনটা? হা. হা.. হা… আপনারা পারেনও বটে। বলতে পারেন প্রেম করছি। তাছাড়া প্রেম করাতো আর অপরাধ না। আমার কাছে এটি একটি স্বর্গীয় ব্যাপার। এটা নিয়ে কৌতূহলের কিছু নেই। এক কথায়- প্রেম করেছি, বেশ করেছি। হা. হা.. হা…।

তাহলে কী জানতে পারি এ প্রেমের সফল সমাপ্তি কখন ঘটবে? ও আচ্ছা, বিয়ের কথা জিজ্ঞেস করছেন। আগে এই প্রাথমিক অবস্থা পাড়ি দিই। তারপর না হয় বলা যাবে। আরেকটা কথা না বললেই নয়। এটা নিয়ে গুঞ্জন বা ফিসফাসের কিছু নেই। সবার কাছে অনুরোধ, বিষয়টাকে যেন দৈনন্দিন জীবনের অংশ হিসেবেই দেখা হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত অন্তত ১০

লাভগুরু খ্যাত আরজে তামিম হাসানের প্রেমে পরীমনি !

আপডেট সময় : ০৬:১১:০০ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০১৭

নিউজ ডেস্ক:

রুপালি জগতে পা রাখার আগে থেকেই মিডিয়াপাড়ায় আলোচনায় চলে আসেন। এক বছরের মধ্যেই প্রায় দুই ডজন ছবিতে চুক্তিবদ্ধ হয়ে সবার নজর কাড়েন। তর্ক বা বিতর্ক  যা-ই হোক না কেন, বরাবরই আলোচনায় থাকেন এ লাস্যময়ী। ইতিমধ্যে ১১টি ছবি মুক্তি পেয়েছে। সেন্সর বোর্ড পাড়ি দিয়ে মুক্তির দরজায় কড়া নাড়ছে আরও ছয় থেকে সাতটি ছবি। আর কাজ চলছে প্রায় অর্ধডজনের। তিনি আর কেউ নন- বলছি পরীমণির কথা।

বৃহস্পতিবার সকাল থেকে আবারও ফোকাস পয়েন্টে চলে এসেছেন এই অভিনেত্রী। মূলত সাংবাদিক ও লাভগুরু খ্যাত আরজে তামিম হাসানের ফেসবুক স্ট্যাটাসে নড়েচড়ে ওঠে রঙিন দুনিয়ার অনেকে। সেখানে তামিম হাসান লেখেন ‘ইন অ্যা রিলেশনশিপ উইথ পরীমণি’। এরপর থেকে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশ পায়  যে, পরীমণির মনের মানুষ তামিম হাসান। কেউ কেউ এটাও লিখেছেন, ‘সম্পর্কটা বেশ গভীর তাদের মাঝে।

সুতরাং, যাকে নিয়ে এত উচ্চবাচ্য সেই পরীমণিকেই প্রশ্ন করা হলো বিষয়টি নিয়ে।  তিনি বলেন, রিলেশনশিপ বলতে যা বোঝায় সেটাই বুঝে নিন। মুখের কথা শেষ না হতেই পাল্টা প্রশ্ন ছোড়া হলো রিলেশনশিপ  তো অনেক ধরনের হয়ে থাকে। প্রেমিক হতে পারে, বাগদত্তা হতে পারে আবার স্বামীও। আপনার কোনটা? হা. হা.. হা… আপনারা পারেনও বটে। বলতে পারেন প্রেম করছি। তাছাড়া প্রেম করাতো আর অপরাধ না। আমার কাছে এটি একটি স্বর্গীয় ব্যাপার। এটা নিয়ে কৌতূহলের কিছু নেই। এক কথায়- প্রেম করেছি, বেশ করেছি। হা. হা.. হা…।

তাহলে কী জানতে পারি এ প্রেমের সফল সমাপ্তি কখন ঘটবে? ও আচ্ছা, বিয়ের কথা জিজ্ঞেস করছেন। আগে এই প্রাথমিক অবস্থা পাড়ি দিই। তারপর না হয় বলা যাবে। আরেকটা কথা না বললেই নয়। এটা নিয়ে গুঞ্জন বা ফিসফাসের কিছু নেই। সবার কাছে অনুরোধ, বিষয়টাকে যেন দৈনন্দিন জীবনের অংশ হিসেবেই দেখা হয়।