মেহেরপুর সংবাদদাতা, মেহেরপুর॥ মেহেরপুর গাংনী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে বঙ্গবন্ধু ও বঙ্গবন্ধুমাতা ফজিলাতুন্নেছা প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল ৯টার সময় গাংনী মডেল প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য ও বীরমুক্তিযোদ্ধা মকবুল হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আরিফ-উজ-জামান।
গাংনী উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি পারভেজ সাজ্জাদ রাজার সঞ্চালনায় বক্তব্য রাখেন গাংনী উপজেলা শিক্ষা অফিসার ফারুক হোসেন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার এহসান হাবীব, মেহেরপুর জেলা জাতীয় পার্টির(জেপি) সভাপতি আব্দুল হালিম, গাংনী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শফি কামাল পলাশ,গাংনী প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক গোলাম হাসান।
এ সময় সেখানে প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় নেতা আমানুল্লাহ, জেলা শিক্ষক সমাজের সভাপতি নুরুজ্জামান সেলিম, গাংনী উপজেলা প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির সভাপতি মাসুম রেজা, গাংনী প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মাঝহারুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী খেলায় অংশ গ্রহণ করে গাংনী উপজেলার সাহারবাটি প্রাথমিক বিদ্যালয় ও বামন্দী ইউনিয়ন প্রাথমিক বিদ্যালয় (বালক) দল। খেলা পরিচালনা করেন বাওট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মাহবুবুর রহমান ও হিন্দা করমদী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক গোলাম মোস্তফা, আব্বাস আলী।