শিরোনাম :
Logo শেখ হাসিনা তরুনদের শরীরে ফ্যাসিবাদ বিরোধী ভ্যাকসিন দিয়ে গেছেন: ফারুক ওয়াসিফ Logo বিশ্ব বাণিজ্যে রূপান্তর ঘটাবে এআই: ডাব্লিউটিও Logo আফগানিস্তানকে টপকে নবম স্থানে বাংলাদেশ Logo বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩১ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে Logo ইউএনজিএ-তে যোগ দিতে ২২ সেপ্টেম্বর ঢাকা ত্যাগ করবেন প্রধান উপদেষ্টা: রোহিঙ্গা, সংস্কার ও গণতন্ত্র ইস্যু প্রাধান্য পাবে এজেন্ডায় Logo কয়রায় মিথ্যা মানববন্ধনের অভিযোগে সংবাদ সম্মেলন Logo পলাশবাড়ীতে ভেঙ্গেপড়া ব্রীজ দিয়ে ঝুঁকিপূর্ণভাবে চলাচল। Logo সিরাজগঞ্জে রেলওয়ে প্রকল্প থেকে রেলের শীট ও ভ্যান জব্দ, চুরি আতঙ্কে এলাকাবাসী Logo সিরাজগঞ্জে হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন Logo চাঁদপুরে নবাগত উপজেলা নির্বাহী অফিসার এস এম এন জামিউল হিকমা

শাকিব ছাড়া তুমি জিরো, মিশাকে ওমর সানি (ভিডিও) !

  • amzad khan
  • আপডেট সময় : ০১:৪৮:৪৮ অপরাহ্ণ, সোমবার, ১০ জুলাই ২০১৭
  • ৭৫০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

জনপ্রিয় অভিনেত্রী মৌসুমীকে ‘বয়স্ক অভিনেত্রী’ বলায় মিশা সওদাগরের উপর চটেছেন মৌসুমীর স্বামী ওমর সানি। এক ভিডিও বার্তায় ওমর সানি বলেন ‘শাকিব ছাড়া তুমি তো জিরো’।

প্রসঙ্গত, গত শনিবার সন্ধ্যায় এফডিসিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মৌসুমীকে ‘বয়স্ক অভিনেত্রী’ সম্বোধন করে কথা বলেন মিশা।

পরে অবশ্য মিশা জানিয়েছেন যে, তিনি মৌসুমীকে সম্মান জানিয়েই সিনিয়র বলতে গিয়ে এই সম্বোধন করেছেন। তবে তার এই ব্যাখ্যাকে যৌক্তিক মনে করেননি মৌসুমীর স্বামী চলচ্চিত্র অভিনেতা ওমর সানি। স্ত্রীকে বয়স্ক বলায় মিশার উপর বেশ চটেছেন তিনি।

রবিবার বিকেলে নিজের ফেসবুক লাইভে এসে মিশার উপর ক্ষোভ ঝেড়ে ওমর সানি বলেন, ‌মিশা তুমি মৌসুমীকে বয়স্ক বলেছো, এটাকে শিক্ষা বলে? তুমি কোন ক্লাসে পড়েছো, এটা আমার জানতে হবে। মৌসুমী যদি বয়স্ক হয়, তাহলে রোজিনা, অঞ্জনা, চম্পা আপার অবস্থান কোথায়? ববিতা বা শাবানা আপার কথা নাই বা বললাম। এই তোমার মানসিকতা?

তিনি আরও বলেন, আমি চলচ্চিত্র অভিনেতা উজ্জ্বল সাহেবকে বলেছিলাম- মিশাকে নিতে হবে। উজ্জ্বল সাহেব বলেছিলেন-মিশা আবার কে? আমি বলেছিলাম, একটা ছেলে আছে, ওকে ভিলেন হিসেবে নেন। তখন তোমার কি অবস্থান ছিলো মিশা? দশ হাজার টাকার আর্টিস্ট ছিলে না। আর তখন আমার আর মৌসুমীর অবস্থান কোথায়? তুমি (মিশা) বলেছো, তুমি ছাড়া চলচ্চিত্র অচল। তোমার গত দুই বছরে ‘লাভ ম্যারেজ’ ছাড়া কি হিট ছবি আছে? একটা ছবি দেখাতে পারবা? শাকিব ছাড়া তুমি তো জিরো। তুমি আমাকে বেকার বলেছো, গত তিন বছরে আমার কতগুলি ছবি রিলিজ হয়েছে?

 

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

শেখ হাসিনা তরুনদের শরীরে ফ্যাসিবাদ বিরোধী ভ্যাকসিন দিয়ে গেছেন: ফারুক ওয়াসিফ

শাকিব ছাড়া তুমি জিরো, মিশাকে ওমর সানি (ভিডিও) !

আপডেট সময় : ০১:৪৮:৪৮ অপরাহ্ণ, সোমবার, ১০ জুলাই ২০১৭

নিউজ ডেস্ক:

জনপ্রিয় অভিনেত্রী মৌসুমীকে ‘বয়স্ক অভিনেত্রী’ বলায় মিশা সওদাগরের উপর চটেছেন মৌসুমীর স্বামী ওমর সানি। এক ভিডিও বার্তায় ওমর সানি বলেন ‘শাকিব ছাড়া তুমি তো জিরো’।

প্রসঙ্গত, গত শনিবার সন্ধ্যায় এফডিসিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মৌসুমীকে ‘বয়স্ক অভিনেত্রী’ সম্বোধন করে কথা বলেন মিশা।

পরে অবশ্য মিশা জানিয়েছেন যে, তিনি মৌসুমীকে সম্মান জানিয়েই সিনিয়র বলতে গিয়ে এই সম্বোধন করেছেন। তবে তার এই ব্যাখ্যাকে যৌক্তিক মনে করেননি মৌসুমীর স্বামী চলচ্চিত্র অভিনেতা ওমর সানি। স্ত্রীকে বয়স্ক বলায় মিশার উপর বেশ চটেছেন তিনি।

রবিবার বিকেলে নিজের ফেসবুক লাইভে এসে মিশার উপর ক্ষোভ ঝেড়ে ওমর সানি বলেন, ‌মিশা তুমি মৌসুমীকে বয়স্ক বলেছো, এটাকে শিক্ষা বলে? তুমি কোন ক্লাসে পড়েছো, এটা আমার জানতে হবে। মৌসুমী যদি বয়স্ক হয়, তাহলে রোজিনা, অঞ্জনা, চম্পা আপার অবস্থান কোথায়? ববিতা বা শাবানা আপার কথা নাই বা বললাম। এই তোমার মানসিকতা?

তিনি আরও বলেন, আমি চলচ্চিত্র অভিনেতা উজ্জ্বল সাহেবকে বলেছিলাম- মিশাকে নিতে হবে। উজ্জ্বল সাহেব বলেছিলেন-মিশা আবার কে? আমি বলেছিলাম, একটা ছেলে আছে, ওকে ভিলেন হিসেবে নেন। তখন তোমার কি অবস্থান ছিলো মিশা? দশ হাজার টাকার আর্টিস্ট ছিলে না। আর তখন আমার আর মৌসুমীর অবস্থান কোথায়? তুমি (মিশা) বলেছো, তুমি ছাড়া চলচ্চিত্র অচল। তোমার গত দুই বছরে ‘লাভ ম্যারেজ’ ছাড়া কি হিট ছবি আছে? একটা ছবি দেখাতে পারবা? শাকিব ছাড়া তুমি তো জিরো। তুমি আমাকে বেকার বলেছো, গত তিন বছরে আমার কতগুলি ছবি রিলিজ হয়েছে?