‘ভিআইপি থ্রি’-তেও ধানুশের নায়িকা কাজল !

  • amzad khan
  • আপডেট সময় : ০১:১৩:২৯ অপরাহ্ণ, সোমবার, ১০ জুলাই ২০১৭
  • ৭৫১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

দীর্ঘ ২০ বছর পর ‘ভেল্লাইল্লা পাত্তাধারি’র সিক্যুয়েলের মধ্য দিয়ে তামিল ভাষার সিনেমায় ফিরেন বলিউড অভিনেত্রী কাজল। ওই সিনেমায় কাজলের বিপরীতে ছিলেন ধানুশ। সুপারহিট এ তামিল সিনেমার নির্মাতা সৌন্দর্য্য রজনীকান্ত। তবে এবার নতুন খবর হচ্ছে, ভিআইপি থ্রি’ সিনেমাতেও অভিনয় করবেন কাজল।

সম্প্রতি ‘ভিআইপি টু’ সিনেমা নিয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে ধানুশ বলেন, ‘‘আমি নিশ্চিত করে বলছি, কাজল ‘ভিআইপি থ্রি’ সিনেমার অংশ হবেন। তবে ‘ভিআইপি ফোর’ সিনেমায় উনি থাকবেন কিনা তা আমি জানি না। ’’

তিনি আরো বলেন, ‘‘দীর্ঘ ২০ বছর পর তামিল সিনেমায় ফিরলেন কাজল।  এজন্য আমরা খুবই গর্বিত। তিনি কিংবদন্তি। তার অভিনীত ‘মিনসারা কানাভু’ সিনেমাটি বড় পর্দায় দেখার পর স্তব্ধ হয়ে গিয়েছিলাম। ‘ভেন্নিলাভ ভেন্নিলাভ’ গানে তার পারফরম্যান্সের কথা ভুলতে পারিনি।  সত্যি তার সঙ্গে স্ক্রিন শেয়ার করতে পেরে আনন্দিত। তার সঙ্গে অভিনয় করার জন্য আমি অপেক্ষায় ছিলাম। ’’

ধানুশের সঙ্গে অভিনয়ের অভিজ্ঞতা জানিয়ে কাজল বলেন, ‘ধানুশ খুবই ভালো অভিনেতা। তার সঙ্গে এ যাত্রা খুব ভালো হয়েছে। ’ সিনেমাটির চিত্রনাট্য, সংলাপ রচনা করেছেন ধানুশ। প্রযোজনাও করছেন এই অভিনেতা।  আগামী ২৮ জুলাই মুক্তি পাবে সিনেমাটি।

ট্যাগস :

‘ভিআইপি থ্রি’-তেও ধানুশের নায়িকা কাজল !

আপডেট সময় : ০১:১৩:২৯ অপরাহ্ণ, সোমবার, ১০ জুলাই ২০১৭

নিউজ ডেস্ক:

দীর্ঘ ২০ বছর পর ‘ভেল্লাইল্লা পাত্তাধারি’র সিক্যুয়েলের মধ্য দিয়ে তামিল ভাষার সিনেমায় ফিরেন বলিউড অভিনেত্রী কাজল। ওই সিনেমায় কাজলের বিপরীতে ছিলেন ধানুশ। সুপারহিট এ তামিল সিনেমার নির্মাতা সৌন্দর্য্য রজনীকান্ত। তবে এবার নতুন খবর হচ্ছে, ভিআইপি থ্রি’ সিনেমাতেও অভিনয় করবেন কাজল।

সম্প্রতি ‘ভিআইপি টু’ সিনেমা নিয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে ধানুশ বলেন, ‘‘আমি নিশ্চিত করে বলছি, কাজল ‘ভিআইপি থ্রি’ সিনেমার অংশ হবেন। তবে ‘ভিআইপি ফোর’ সিনেমায় উনি থাকবেন কিনা তা আমি জানি না। ’’

তিনি আরো বলেন, ‘‘দীর্ঘ ২০ বছর পর তামিল সিনেমায় ফিরলেন কাজল।  এজন্য আমরা খুবই গর্বিত। তিনি কিংবদন্তি। তার অভিনীত ‘মিনসারা কানাভু’ সিনেমাটি বড় পর্দায় দেখার পর স্তব্ধ হয়ে গিয়েছিলাম। ‘ভেন্নিলাভ ভেন্নিলাভ’ গানে তার পারফরম্যান্সের কথা ভুলতে পারিনি।  সত্যি তার সঙ্গে স্ক্রিন শেয়ার করতে পেরে আনন্দিত। তার সঙ্গে অভিনয় করার জন্য আমি অপেক্ষায় ছিলাম। ’’

ধানুশের সঙ্গে অভিনয়ের অভিজ্ঞতা জানিয়ে কাজল বলেন, ‘ধানুশ খুবই ভালো অভিনেতা। তার সঙ্গে এ যাত্রা খুব ভালো হয়েছে। ’ সিনেমাটির চিত্রনাট্য, সংলাপ রচনা করেছেন ধানুশ। প্রযোজনাও করছেন এই অভিনেতা।  আগামী ২৮ জুলাই মুক্তি পাবে সিনেমাটি।