ঝিনাইদহ সংবাদদাতাঃ ঝিনাইদহ পৌর এলাকার ব্যাপারীপাড়ায় মঙ্গলবার দুপুরে পানিতে ডুবে সিরাজুল ইসলাম (৬৫) নামে এক প্রতিবন্ধির মৃত্যু হয়েছে। তিনি মহেশপুরের পুড়োপাড়া গ্রামের মৃত ইজ্জত আলীর ছেলে ও ব্যাপারীপাড়ার আনিছুর রহমানের শ্যালক। প্রতিবেশি সুত্রে জানা গেছে, দুপুর দুইটার দিকে সিরাজুল ইসলাম পার্শ্ববর্তী পুকুরে হাস খুঁজতে গিয়ে পানিতে পড়ে যান। এরপর তার লাশ উদ্ধার হয়। সিরাজুলের ভাগ্নে শাহেদ জানান, তার মামা যুদ্ধাহত মুক্তিযোদ্ধা। কিন্তু তালিকায় কোন নাম ওঠেনি। যুদ্ধের সময় মহেশপুর এলাকায় পাক বাহিনীর শেল বিদ্ধ হয়ে তার একটি পা উড়ে যায়। সেই থেকে তিনি ঝিনাইদহ শহরের ব্যাপারীপাড়ার ভগ্নিপতির বাড়িতে বসবাস করতেন। তার কোন স্ত্রী পুত্র ছিল না। খবরের সত্যতা স্বীকার করে স্থানীয় পৌর কাউন্সিলর সাইফুল ইসলাম মুধু জানান, মঙ্গলবার দুপুরে বাড়ির কাছে একটি পুকুরে ডুবে সিরাজুল ইসলামের মৃত্যু হয়েছে। বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হয়েছে বলেও মধু উল্লেখ করেন।
রবিবার
২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ