শিরোনাম :
Logo আন্তর্জাতিক সেমিনারে যাচ্ছেন ইবি ভিসি Logo সিরাজগঞ্জে জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত Logo কচুয়ার পালাখাল রোস্তম আলী ডিগ্রী কলেজে নবীন বরণ ও ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত Logo শহীদ রুমি স্মৃতি পাঠাগারের সাময়িকী  ” মুক্তবাক” এর মোড়ক উন্মোচন Logo খুলনার কয়রায় প্রায় ১০৩ কেজি হরিণের মাংস, মাথা এবং হরিণ শিকারের ফাঁদসহ ১ জন হরিণ শিকারিকে আটক করেছে কোস্ট গার্ড Logo জসিম সভাপতি, ফখরুল সম্পাদক দীর্ঘ ছয় বছর পর চাঁদপুর জেলা সমিতি ইউকের নির্বাচন সম্পন্ন Logo নির্ধারিত ছয় মাসের আগেই নতুন বেতন কাঠামো চূড়ান্ত হবে: প্রধান উপদেষ্টাকে কমিশন চেয়ারম্যান Logo ইবি অভয়ারণ্যের শরৎ সম্ভাষণ: “গ্রামীণ ঐতিহ্যের ছোঁয়া ও বায়োস্কোপের রঙিন আবেশ” Logo চাঁদপুর সদরের ১৪ ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগে সেবা প্রার্থীদের হয়রানি ও ভোগান্তি কমেছে Logo চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসারের বদলী জনিত বিদায় সংবর্ধনা

এবার অস্কার প্যানেলে রয়েছেন সালমান-প্রিয়াঙ্কা !

  • amzad khan
  • আপডেট সময় : ০৫:৪৬:৪৭ অপরাহ্ণ, রবিবার, ২ জুলাই ২০১৭
  • ৭৪৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

সম্প্রতি ৫৭টি দেশ থেকে ৭৭৪ জনের নতুন প্যানেল তৈরি করেছে অ্যাকাডেমি অফ মোশন পিকচার্স। এরাই এবার নির্বাচন করবেন অস্কারের বিজেতাদের। এই তালিকায় ভারতবর্ষ থেকে আছেন- অমিতাভ-আমির-সালমান-প্রিয়াঙ্কা-দীপিকা-ঐশ্বরিয়া- গৌতম ঘোষ-বুদ্ধদেব দাশগুপ্ত প্রমুখ।

অমিতাভ বচ্চন, আমির খান, প্রিয়াঙ্কা চোপড়া, ঐশ্বরিয়া ছাড়াও গৌতম ঘোষ এবং বুদ্ধদেব দাশগুপ্ত হলেন সেই ৭৭৪ জনের কয়েকজন যাঁদের আমন্ত্রণ জানানো হয়েছে অ্যাকাডেমিতে যোগ দেওয়ার জন্য। যাতে অস্কার নির্বাচনে তাঁরা ভোট দিতে পারেন। দ্য অ্যাকাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস-এর ওয়েবসাইট অনুযায়ী ২০১৭ সালে আমন্ত্রিত সদস্যদের নেওয়া হয়েছে ৫৭টি দেশ থেকে যার মধ্যে ৩৯ শতাংশ মহিলা এবং ৩০ শতাংশ কৃষ্ণাঙ্গ।
বলিউড সুপারস্টার সালমান খান, ইরফান খান, দীপিকা পাড়ুকোন, ‘মনসুন ওয়েডিং’ ছবির কস্টিউম ডিজাইনার অর্জুন ভাসিন, লেখক সুনি তারাপোরওয়ালা এবং তথ্যচিত্র নির্মাতা আনন্দ পটবর্ধনও রয়েছেন ভারতবর্ষ থেকে প্রতিনিধি হিসেবে এই তালিকায়।

এক বিবৃতিতে অ্যাকাডেমি প্রেসিডেন্ট চেরিল বুন আইজ্যাকস বলেছেন,অ্যাকাডেমিতে নতুন প্রতিনিধিদের আমন্ত্রণ জানাতে পেরে আমি গর্বিত বোধ করছি। আমরা চেষ্টা করছি এইভাবে একটা সম্পূর্ণ মোশন পিকচার কমিউনিটি তৈরি করতে। গৌতম ঘোষ এই মুহূর্তে ব্যস্ত রয়েছেন তাঁর নতুন ইন্দো-ইটালিয়ান ছবি ‘লালা’র লোকেশন রেকিতে। তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে গৌতম জানালেন, এখনও পর্যন্ত সরকারিভাবে আমার কাছে কোন বার্তা আসেনি। তবে সংবাদ সংস্থার খবর যদি ঠিক হয় তাহলে আমি গর্ব অনুভব করছি। অ্যাকাডেমি অফ মোশন পিকচার্স-এর আমন্ত্রণে অবশ্যই আমি সাড়া দেব। আরেক পরিচালক বুদ্ধদেব দাশগুপ্ত জানালেন, আমার কাছে এখনও কোন আমন্ত্রণ আসেনি। এমন আমন্ত্রণ এলে আমি নিশ্চয়ই সাড়া দেব।

চেরিল বুন আইজ্যাকস আরো বলেছেন, আমাদের প্রত্যেকের নিশ্চিত করা উচিত যে নতুন নতুন মুখ এবং নতুন নতুন কণ্ঠস্বর যাতে দেখা এবং শোনা যায়। আমাদের পরবর্তী প্রজন্মের কাছে একটা উদাহরণ এইভাবে তৈরি হতে পারে। এই নতুন তালিকায় সব থেকে তরুণ যিনি, তিনি হলেন এল ফ্যানিং। তাঁর বয়স ১৯। সব থেকে বয়স্ক যিনি তিনি হলেন বেটি হোয়াইট। তাঁর বয়স ৯৫। অর্থাৎ শুধু নানা দেশের মানুষই নয়, নানা বয়সের মানুষের সিদ্ধান্ত এবার থেকে নেওয়া হবে অস্কার নির্বাচনে।

সূত্র: এই সময়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

আন্তর্জাতিক সেমিনারে যাচ্ছেন ইবি ভিসি

এবার অস্কার প্যানেলে রয়েছেন সালমান-প্রিয়াঙ্কা !

আপডেট সময় : ০৫:৪৬:৪৭ অপরাহ্ণ, রবিবার, ২ জুলাই ২০১৭

নিউজ ডেস্ক:

সম্প্রতি ৫৭টি দেশ থেকে ৭৭৪ জনের নতুন প্যানেল তৈরি করেছে অ্যাকাডেমি অফ মোশন পিকচার্স। এরাই এবার নির্বাচন করবেন অস্কারের বিজেতাদের। এই তালিকায় ভারতবর্ষ থেকে আছেন- অমিতাভ-আমির-সালমান-প্রিয়াঙ্কা-দীপিকা-ঐশ্বরিয়া- গৌতম ঘোষ-বুদ্ধদেব দাশগুপ্ত প্রমুখ।

অমিতাভ বচ্চন, আমির খান, প্রিয়াঙ্কা চোপড়া, ঐশ্বরিয়া ছাড়াও গৌতম ঘোষ এবং বুদ্ধদেব দাশগুপ্ত হলেন সেই ৭৭৪ জনের কয়েকজন যাঁদের আমন্ত্রণ জানানো হয়েছে অ্যাকাডেমিতে যোগ দেওয়ার জন্য। যাতে অস্কার নির্বাচনে তাঁরা ভোট দিতে পারেন। দ্য অ্যাকাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস-এর ওয়েবসাইট অনুযায়ী ২০১৭ সালে আমন্ত্রিত সদস্যদের নেওয়া হয়েছে ৫৭টি দেশ থেকে যার মধ্যে ৩৯ শতাংশ মহিলা এবং ৩০ শতাংশ কৃষ্ণাঙ্গ।
বলিউড সুপারস্টার সালমান খান, ইরফান খান, দীপিকা পাড়ুকোন, ‘মনসুন ওয়েডিং’ ছবির কস্টিউম ডিজাইনার অর্জুন ভাসিন, লেখক সুনি তারাপোরওয়ালা এবং তথ্যচিত্র নির্মাতা আনন্দ পটবর্ধনও রয়েছেন ভারতবর্ষ থেকে প্রতিনিধি হিসেবে এই তালিকায়।

এক বিবৃতিতে অ্যাকাডেমি প্রেসিডেন্ট চেরিল বুন আইজ্যাকস বলেছেন,অ্যাকাডেমিতে নতুন প্রতিনিধিদের আমন্ত্রণ জানাতে পেরে আমি গর্বিত বোধ করছি। আমরা চেষ্টা করছি এইভাবে একটা সম্পূর্ণ মোশন পিকচার কমিউনিটি তৈরি করতে। গৌতম ঘোষ এই মুহূর্তে ব্যস্ত রয়েছেন তাঁর নতুন ইন্দো-ইটালিয়ান ছবি ‘লালা’র লোকেশন রেকিতে। তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে গৌতম জানালেন, এখনও পর্যন্ত সরকারিভাবে আমার কাছে কোন বার্তা আসেনি। তবে সংবাদ সংস্থার খবর যদি ঠিক হয় তাহলে আমি গর্ব অনুভব করছি। অ্যাকাডেমি অফ মোশন পিকচার্স-এর আমন্ত্রণে অবশ্যই আমি সাড়া দেব। আরেক পরিচালক বুদ্ধদেব দাশগুপ্ত জানালেন, আমার কাছে এখনও কোন আমন্ত্রণ আসেনি। এমন আমন্ত্রণ এলে আমি নিশ্চয়ই সাড়া দেব।

চেরিল বুন আইজ্যাকস আরো বলেছেন, আমাদের প্রত্যেকের নিশ্চিত করা উচিত যে নতুন নতুন মুখ এবং নতুন নতুন কণ্ঠস্বর যাতে দেখা এবং শোনা যায়। আমাদের পরবর্তী প্রজন্মের কাছে একটা উদাহরণ এইভাবে তৈরি হতে পারে। এই নতুন তালিকায় সব থেকে তরুণ যিনি, তিনি হলেন এল ফ্যানিং। তাঁর বয়স ১৯। সব থেকে বয়স্ক যিনি তিনি হলেন বেটি হোয়াইট। তাঁর বয়স ৯৫। অর্থাৎ শুধু নানা দেশের মানুষই নয়, নানা বয়সের মানুষের সিদ্ধান্ত এবার থেকে নেওয়া হবে অস্কার নির্বাচনে।

সূত্র: এই সময়।