নিউজ ডেস্ক:
জঙ্গি হামলার ঘটনায় আলোচিত সেই হলি আর্টিজান রেস্তোরাঁটি আজ চার ঘণ্টার জন্য উন্মুক্ত থাকবে। হলি আর্টিজান ট্রাজেডির এক বছর পূর্তি উপলক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের জন্য এটি উন্মুক্ত রাখা হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
আজ সকাল ১০ থেকে দুপুর ২টা পর্যন্ত গুলশান-২ নম্বরের ৭৯ নম্বর সড়কের ৫ নম্বর প্লটের বাড়িটি সবার জন্য উন্মুক্ত থাকবে। এ ব্যাপারে হলি আর্টিজানের মালিকদের একজন সাদাত মেহেদী বলেন, যে কেউ এসে ভবনের সামনে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে পারবেন।