নিউজ ডেস্ক:
প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করার জন্য বাড়ি ফিরতে গিয়ে বেশ বেগ পেতে ঘরমুখো মানুষের। ঢাকা ছেড়ে যাওয়া বাসগুলোর শিডিউল বিপর্যয়েই এই ভোগান্তির সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার সকালে রাজধানীর আন্তঃজেলা বাস টার্মিনাল গাবতলী ও মাজার রোডে অবস্থিত বিভিন্ন কাউন্টার পরিদর্শন ও যাত্রীদের সঙ্গে কথা বলে এমন তথ্য পাওয়া গেছে।
কাউন্টারগুলোতে দেখা গেছে, ঘরমুখো যাত্রীর উপচে পড়া ভিড়। কানায় কানায় পূর্ণ কাউন্টারগুলোতে বসার জায়গা না পেয়ে বাইরে ও চায়ের দোকানে বসতে দেখা গেছে যাত্রীদের।
মহাসড়কে যানজটের কারণে কয়েকদিন থেকে গাবতলী থেকে ছেড়ে যাওয়া উত্তরবঙ্গের পরিবহনগুলোর শিডিউল বিপর্যয় ছিলো। আজকেও সেই বিপর্যয় অব্যাহত রয়েছে। রাজশাহী, রংপুর, নওগাঁ, নীলফামারী,বগুড়াসহ উত্তরাঞ্চলের কোনো বাস সময় মতো ঢাকা ছাড়তে পারছে না। এর ফলে নির্ধারিত সময়ে কাউন্টারে এসেও বাসের জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে তাদের।
এর মধ্যে আবার কাউন্টারগুলোতে নেই পর্যাপ্ত বসার স্থান। ফলে যারা ব্যাগ-বস্তা নিয়ে হাজির হয়েছেন সীমাহীন দুর্ভোগে পড়েছেন তারা।
এদিকে, বাড়ি ফেরার জন্য যারা অগ্রিম টিকিট কাটেননি তারা পড়েছেন মহা বিপদে। একেতো টিকিট নেই, তার মধ্যে যদিও কোথাও দু’একটা টিকিট পাওয়া যাচ্ছে তার দামও আকাশ ছোঁয়া।