সালমান খানের ‘টিউবলাইটে’ অতিথি শাহরুখ

  • আপডেট সময় : ০১:০২:৫৯ অপরাহ্ণ, বুধবার, ২১ জুন ২০১৭
  • ৭৫১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

আর কয়দিন পরেই মুক্তি পাবে সালমান খান অভিনীত সিনেমা ‘টিউবলাইট’। আর এ সিনেমায় ফের সালমানের সঙ্গে দেখা যাবে বলিউড বাদশাহ শাহরুখ খানকে।

জানা গেছে, টিউবলাইটে অতিথি চরিত্রে অভিনয় করছেন শাহরুখ। আর সালমানের এক কথাতেই নাকি এ চরিত্রে অভিনয়ের জন্য রাজি হন বলিউড বাদশা।

বর্তমানে টিউবলাইট সিনেমার প্রচারণা নিয়ে ব্যস্ত সালমান। সম্প্রতি একটি প্রচারণা অনুষ্ঠানে হাজির হয়ে শাহরুখ খানকে অতিথি চরিত্রে অভিনয় করানোর বিষয়টি স্বীকার করেন তিনি।

সল্লু ভাইজান বলেন, “পরিচালক কবির খান যখন আমাকে সিনেমার বিষয়বস্তু শুনিয়েছেন তখনই তিনি জানান চরিত্রটির জন্য আমাদের শাহরুখকে নিতে হবে। এরপর আমি শাহরুখকে ফোন করি এবং জানাই, টিউবলাইট সিনেমায় একটি ছোট চরিত্র রয়েছে, আমি চাইছি আপনি এতে অভিনয় করুন। আমার কথা শেষ না হতেই শাহরুখ বলেন, ‘আমি এতে অভিনয় করব। ’ এভাবেই আমরা তাকে সিনেমায় নিই। ”

১৯৬২ সালের ইন্দো-চীন যুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত সিনেমা টিউবলাইট। সালমান খান ছাড়াও টিউবলাইট সিনেমাটির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন ঝু ঝু ও সোহেল খান। আগামী ২৩ জুন মুক্তি পাবে সিনেমাটি।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সালমান খানের ‘টিউবলাইটে’ অতিথি শাহরুখ

আপডেট সময় : ০১:০২:৫৯ অপরাহ্ণ, বুধবার, ২১ জুন ২০১৭

নিউজ ডেস্ক:

আর কয়দিন পরেই মুক্তি পাবে সালমান খান অভিনীত সিনেমা ‘টিউবলাইট’। আর এ সিনেমায় ফের সালমানের সঙ্গে দেখা যাবে বলিউড বাদশাহ শাহরুখ খানকে।

জানা গেছে, টিউবলাইটে অতিথি চরিত্রে অভিনয় করছেন শাহরুখ। আর সালমানের এক কথাতেই নাকি এ চরিত্রে অভিনয়ের জন্য রাজি হন বলিউড বাদশা।

বর্তমানে টিউবলাইট সিনেমার প্রচারণা নিয়ে ব্যস্ত সালমান। সম্প্রতি একটি প্রচারণা অনুষ্ঠানে হাজির হয়ে শাহরুখ খানকে অতিথি চরিত্রে অভিনয় করানোর বিষয়টি স্বীকার করেন তিনি।

সল্লু ভাইজান বলেন, “পরিচালক কবির খান যখন আমাকে সিনেমার বিষয়বস্তু শুনিয়েছেন তখনই তিনি জানান চরিত্রটির জন্য আমাদের শাহরুখকে নিতে হবে। এরপর আমি শাহরুখকে ফোন করি এবং জানাই, টিউবলাইট সিনেমায় একটি ছোট চরিত্র রয়েছে, আমি চাইছি আপনি এতে অভিনয় করুন। আমার কথা শেষ না হতেই শাহরুখ বলেন, ‘আমি এতে অভিনয় করব। ’ এভাবেই আমরা তাকে সিনেমায় নিই। ”

১৯৬২ সালের ইন্দো-চীন যুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত সিনেমা টিউবলাইট। সালমান খান ছাড়াও টিউবলাইট সিনেমাটির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন ঝু ঝু ও সোহেল খান। আগামী ২৩ জুন মুক্তি পাবে সিনেমাটি।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া