শিরোনাম :
Logo ঝটিকা মিছিলের বিষয়ে ‘মনিটরিং’ জোরদার করবে সরকার, নেবে কঠোর ব্যবস্থা : প্রেস সচিব Logo ভোলার মুহাদ্দিস নোমানী হত্যার বিচারে ইবিতে মানববন্ধন Logo নজরুল বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসের ভিতরে ছিনতাই, শঙ্কিত শিক্ষার্থীরা Logo আজকের ৪টি দ্বিতল বাসের যাত্রা নবদিগন্তের সূচনা : ইবি উপাচার্য Logo সিরাজগঞ্জে জাতীয় নৌকা বাইচ প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo চাঁদপুর সদর হাসপাতালের সম্প্রসারিত পোস্ট অপারেটিভ ওয়ার্ডের উদ্বোধন Logo শেখহাসিনার ছাত্রলীগ যেই দুঃসাহস করতে পারেনি, সেই দুঃসাহস ২৪-পরবর্তী বাংলাদেশে এখন ছাত্রদল করা শুরু করেছে, পঞ্চগড়ে -সারজিস Logo আশিকাটি ইউনিয়নে বিভিন্ন ওয়ার্ড বিএনপির প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায় কর্মসূচীর উদ্বোধন Logo মেধাভিত্তিক নিয়োগ হলে নিয়োগপ্রাপ্ত সকলেই দেশের সম্পদ হবে : আসিফ মাহমুদ Logo অস্ট্রেলিয়ার সিডনিতে হাঙরের আক্রমণে নিহত ১

উত্তাপ ছড়াচ্ছে রুবিনার ছবি, নেটদুনিয়া তোলপাড় !

  • amzad khan
  • আপডেট সময় : ০১:১৮:৪৮ অপরাহ্ণ, সোমবার, ১৯ জুন ২০১৭
  • ৭৪৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

ছোটপর্দায় গৃহিণীর চরিত্রে অভিনয় করে মন কেড়েছেন জনপ্রিয় এই অভিনেত্রী। ‘শক্তি’, ‘হিটলার দিদি’ ও ‘দিয়া আউর বাতি হম’ এর মতো একাধিক জনপ্রিয় সিরিয়ালের মাধ্যমে পৌঁছে গিয়েছেন পরিচিতির শীর্ষে। তবে চিরপরিচিত সেই সাধারণ, নম্র ও সংসারী রুবিনা দিলাইক হঠাৎ হয়ে উঠলেন হিট। চোখে না দেখলে বিশ্বাসই করা যাবে না যে প্রজাপতির মতো খোলস ছেড়ে অভিনব রূপে আত্মপ্রকাশ করেছেন ওই অভিনেত্রী।

সম্প্রতি প্রেমিকের সঙ্গে সমুদ্রের তীরে কয়েকটি ‘বোল্ড’ ছবি তোলেন রুবিনা। শুক্রবার প্রেমিকের তোলা ওই ছবিগুলো ইনস্টাগ্রামে পোস্ট করেন তিনি। প্রায় সঙ্গে সঙ্গেই তোলপাড় শুরু হয় নেটদুনিয়ায়। একদিনেরও কম সময়ে প্রায় ৩৫ হাজারেরও বেশি লাইক পড়ে তার ছবিগুলিতে। বয়ে যায় কমেন্টের বন্যা।

ভারতীয় এক সংবাদ মাধ্যমকে রুবিনা জানান, ছবিগুলো তার প্রেমিক অভিনব শুক্লার তোলা। ছবিগুলোতে দেখা যাচ্ছে যেন সাগরের তীরে বালুকাবেলায় ঝলমলে পোশাকে রামধনুর রং ছড়িয়ে দিয়েছেন তিনি। বিভিন্ন ভঙ্গিমায় ফুটিয়ে তুলেছেন এক মোহময়ী রূপ।

ওই ছবি নিয়ে প্রশ্ন করা হলে একে অপরের প্রতিভার প্রশংসা করেছেন ওই যুগল। অনুভবের মতে, রুবিনাকে কোনো নির্দেশ দেওয়ার প্রয়োজন নেই। ছবিতে নিজেকে তুলে ধরার প্রতিভা তার মধ্যে সম্পূর্ণ বিকশিত। আর রুবিনার কাছে অনুভব হচ্ছে ‘পেন্ডোরাস বক্স’।

‘ছোটি বহু-সিন্দুর বিন সূহাগন’ নামের একটি সিরিয়ালের মাধ্যমে ২০০৮ সালে নিজের কেরিয়ার শুরু করেন রুবিনা। তারপর আর পিছন ফিরে তাকাতে হয়নি তাকে। একের পর এক সিরিয়ালে অভিনয় করে পৌঁছে গিয়েছেন খ্যাতির শীর্ষে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঝটিকা মিছিলের বিষয়ে ‘মনিটরিং’ জোরদার করবে সরকার, নেবে কঠোর ব্যবস্থা : প্রেস সচিব

উত্তাপ ছড়াচ্ছে রুবিনার ছবি, নেটদুনিয়া তোলপাড় !

আপডেট সময় : ০১:১৮:৪৮ অপরাহ্ণ, সোমবার, ১৯ জুন ২০১৭

নিউজ ডেস্ক:

ছোটপর্দায় গৃহিণীর চরিত্রে অভিনয় করে মন কেড়েছেন জনপ্রিয় এই অভিনেত্রী। ‘শক্তি’, ‘হিটলার দিদি’ ও ‘দিয়া আউর বাতি হম’ এর মতো একাধিক জনপ্রিয় সিরিয়ালের মাধ্যমে পৌঁছে গিয়েছেন পরিচিতির শীর্ষে। তবে চিরপরিচিত সেই সাধারণ, নম্র ও সংসারী রুবিনা দিলাইক হঠাৎ হয়ে উঠলেন হিট। চোখে না দেখলে বিশ্বাসই করা যাবে না যে প্রজাপতির মতো খোলস ছেড়ে অভিনব রূপে আত্মপ্রকাশ করেছেন ওই অভিনেত্রী।

সম্প্রতি প্রেমিকের সঙ্গে সমুদ্রের তীরে কয়েকটি ‘বোল্ড’ ছবি তোলেন রুবিনা। শুক্রবার প্রেমিকের তোলা ওই ছবিগুলো ইনস্টাগ্রামে পোস্ট করেন তিনি। প্রায় সঙ্গে সঙ্গেই তোলপাড় শুরু হয় নেটদুনিয়ায়। একদিনেরও কম সময়ে প্রায় ৩৫ হাজারেরও বেশি লাইক পড়ে তার ছবিগুলিতে। বয়ে যায় কমেন্টের বন্যা।

ভারতীয় এক সংবাদ মাধ্যমকে রুবিনা জানান, ছবিগুলো তার প্রেমিক অভিনব শুক্লার তোলা। ছবিগুলোতে দেখা যাচ্ছে যেন সাগরের তীরে বালুকাবেলায় ঝলমলে পোশাকে রামধনুর রং ছড়িয়ে দিয়েছেন তিনি। বিভিন্ন ভঙ্গিমায় ফুটিয়ে তুলেছেন এক মোহময়ী রূপ।

ওই ছবি নিয়ে প্রশ্ন করা হলে একে অপরের প্রতিভার প্রশংসা করেছেন ওই যুগল। অনুভবের মতে, রুবিনাকে কোনো নির্দেশ দেওয়ার প্রয়োজন নেই। ছবিতে নিজেকে তুলে ধরার প্রতিভা তার মধ্যে সম্পূর্ণ বিকশিত। আর রুবিনার কাছে অনুভব হচ্ছে ‘পেন্ডোরাস বক্স’।

‘ছোটি বহু-সিন্দুর বিন সূহাগন’ নামের একটি সিরিয়ালের মাধ্যমে ২০০৮ সালে নিজের কেরিয়ার শুরু করেন রুবিনা। তারপর আর পিছন ফিরে তাকাতে হয়নি তাকে। একের পর এক সিরিয়ালে অভিনয় করে পৌঁছে গিয়েছেন খ্যাতির শীর্ষে।