শৈলকুপায় ৩টি দোকানে ১০ লাখ টাকা মালামাল চুরি!

  • Nil Kontho
  • আপডেট সময় : ০৫:৪৮:৩২ অপরাহ্ণ, শনিবার, ১৭ জুন ২০১৭
  • ৭৫২ বার পড়া হয়েছে

ঝিনাইদহ প্রতিনিধিঃ  ঝিনাইদহের শৈলকুপা উপজেলার গাড়াগঞ্জ বাজারে শনিবার ভেন্টিলেটার ভেঙ্গে ৩ টি দোকান দুধর্ষ চুরি সংঘটিত হয়েছে। চোরেরা দোকান থেকে নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি করেছে। ব্যবসায়ীরা জানিয়েছেন, শনিবার ভোরের দিকে গাড়াগঞ্জ বাজারের চঞ্চল টেলিকম, এস এম ট্রেডার্স, ও হাবিব স্টোরে চুরি হয়।

এস এম ট্রেডার্সের মালিক গোলাম সরোয়ার জানান, রাতে তারা দোকান বন্ধ করে চলে যায়, সকালে দোকানে এসে দেখেন ডয়ার এলোমেলো, এরপর ভেন্টিলেটার ভাঙ্গা দেখতে পায়। তার দোকান থেকে নগদ ৫০ হাজার টাকা চুরি হয়েছে। এছাড়া চঞ্চল টেলিকম থেকে নগদ ৬ লাখ টাকা ও কিছু নতুন মোবাইল ফোন নিয়ে গেছে চোরেরা।

এদিকে হাবিব ষ্টোর থেকে দেড় লাখ টাকা ও লক্ষাধিক টাকার সোনা নিয়ে গেছে। বিষয়টি নিয়ে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম জানান, মৌখিক ভাবে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম। তবে এখনো পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেনি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে জুলাই শহিদ পরিবার ও যোদ্ধাদের মানববন্ধন

শৈলকুপায় ৩টি দোকানে ১০ লাখ টাকা মালামাল চুরি!

আপডেট সময় : ০৫:৪৮:৩২ অপরাহ্ণ, শনিবার, ১৭ জুন ২০১৭

ঝিনাইদহ প্রতিনিধিঃ  ঝিনাইদহের শৈলকুপা উপজেলার গাড়াগঞ্জ বাজারে শনিবার ভেন্টিলেটার ভেঙ্গে ৩ টি দোকান দুধর্ষ চুরি সংঘটিত হয়েছে। চোরেরা দোকান থেকে নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি করেছে। ব্যবসায়ীরা জানিয়েছেন, শনিবার ভোরের দিকে গাড়াগঞ্জ বাজারের চঞ্চল টেলিকম, এস এম ট্রেডার্স, ও হাবিব স্টোরে চুরি হয়।

এস এম ট্রেডার্সের মালিক গোলাম সরোয়ার জানান, রাতে তারা দোকান বন্ধ করে চলে যায়, সকালে দোকানে এসে দেখেন ডয়ার এলোমেলো, এরপর ভেন্টিলেটার ভাঙ্গা দেখতে পায়। তার দোকান থেকে নগদ ৫০ হাজার টাকা চুরি হয়েছে। এছাড়া চঞ্চল টেলিকম থেকে নগদ ৬ লাখ টাকা ও কিছু নতুন মোবাইল ফোন নিয়ে গেছে চোরেরা।

এদিকে হাবিব ষ্টোর থেকে দেড় লাখ টাকা ও লক্ষাধিক টাকার সোনা নিয়ে গেছে। বিষয়টি নিয়ে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম জানান, মৌখিক ভাবে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম। তবে এখনো পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেনি।