শিরোনাম :
Logo সবচেয়ে টেকসই টেলিকম কোম্পানির স্বীকৃতি পেল গ্রামীণফোন Logo বর্ষায় মসলা সংরক্ষণের ৫ উপায় Logo ৫ আগস্ট বন্ধ থাকবে ব্যাংক Logo ইসলামী বিশ্ববিদ্যালয়ের পুকুরে মিলল শিক্ষার্থীর মরদেহ Logo সিরাজগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে অবৈধ স্থাপনা উচ্ছেদ Logo অর্থের বিনিময়ে পলাশবাড়ীর খাদ্যবান্ধব ডিলার নিয়োগ দিয়ে লাপাত্তা টিসিএফ Logo ডেঙ্গুতে আক্রান্ত হয়ে শিক্ষার্থীর মৃত্যু; শিক্ষার্থীরা রাবি মেডিকেলের নাম দিল নাপা সেন্টার Logo জাতির উন্নতির জন্য জাতীয় ঐক্য প্রয়োজন – মির্জা গালিব Logo গোপালগঞ্জে চলমান কারফিউ’র মেয়াদ বাড়লো Logo লেডি দেহলভী বালিকা উচ্চ বিদ্যালয়ে মাদক বিরোধী সচেতনতামূলক সভা মাদক সমাজ ও জাতিকে ধ্বংসের মুখে ঠেলে দেয় ………….সাখাওয়াত জামিল সৈকত

যে ১২ খাবার কমাবে ক্লান্তি ও রক্তচাপ !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:৪০:০৪ অপরাহ্ণ, শনিবার, ১৭ জুন ২০১৭
  • ৭৫৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

আপনি কি উচ্চ রক্তচাপে ভুগছেন? অল্প পরিশ্রমেই পেশি ক্লান্ত হয়ে পড়ে বা, রক্ত ক্লট করার মতো সমস্যা রয়েছে? হাতের কাছে থাকা এই এক ডজন খাবারে, সহজেই কাটিয়ে উঠতে পারেন এ ধরনের শারীরিক সমস্যা বা অসুখ। উপরে উল্লিখিত সবক’টি সমস্যার অন্যতম কারণ শরীরে ম্যাগনেসিয়ামের ঘাটতি। ফলে, আপনার দৈনন্দিন খাদ্য তালিকায় ম্যাগনেসিয়াম সমৃদ্ধ খাবার রাখতে হবে।

১) কলা: মাঝারি মাপের একটি কলা চাহিদার ৮% জোগান দেয়।

২) ব্রাউন রাইস: রোজের চাহিদার ২১% মেলে এক কাপ ব্রাউন রাইসে।

৩) ঢেঁড়স: এককাপ সেদ্ধ ঢেঁড়সে আপনি পাবেন চাহিদার ১৪%।

৪) মসুর ডাল: এক কাপ মসুর ডালে রয়েছে চাহিদার ১৮%।

৫) কুমড়ার দানা: খাদ্য উপাদানের দিক থেকে কুমড়ার দানা কিন্তু হেলাফেলার নয়। কুমড়ার দানা না-ফেল, শুকিয়ে রেখে দিন। পরে তরকারিতে খান। এক আউন্স কুমড়ো দানায় আপনি পাবেন প্রয়োজনের ১৯% ম্যাগনেসিয়াম।

৬) ডার্ক চকোলেট: শুধু ডার্ক চকোলেটেই আছে চাহিদার অর্ধেকেরও বেশি ম্যাগনেসিয়াম। ৫৮ শতাংশ।

৭) পালং শাক: এক কাপ পালংশাক প্রয়োজনের ৩৯% জোগান দেয়।

৮) কাজু: এক আউন্স কাজু দৈনন্দিন চাহিদার ২০% পূরণ করে।

৯) সয়াবিন দানা: চাহিদার অর্ধেক পূরণ হয় হাফ কাপ রোস্টেড সয়াবিনে।

১০) অ্যামন্ড: এক আউন্স (২৮.৩৪ গ্রাম) অ্যামন্ডে দৈনন্দিন চাহিদার ১৯% পূর্ণ হবে।

১১) আভোকাডো: একটি আভোকাডোতেই রয়েছে প্রয়োজনীয় ম্যাগনেসিয়ামের ১৫%।

১২) ডুমুর: বাজারে সস্তা হলেও ডুমুর নিয়ে একেবারেই হেলাফেলা করবেন না। এক কাপ ডুমুরে আছে চাহিদার ২৫% ম্যাগনেসিয়াম।

অতএব, চেষ্টা করুন উল্লিখিত খাবারগুলো ঘুরিয়ে ফিরিয়ে খাদ্যতালিকায় রাখায়। এমনভাবে রাখুন, যাতে চাহিদার ১০০% পূরণ হয়ে যায়। সুস্থ থাকুন, ভালো থাকুন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সবচেয়ে টেকসই টেলিকম কোম্পানির স্বীকৃতি পেল গ্রামীণফোন

যে ১২ খাবার কমাবে ক্লান্তি ও রক্তচাপ !

আপডেট সময় : ১২:৪০:০৪ অপরাহ্ণ, শনিবার, ১৭ জুন ২০১৭

নিউজ ডেস্ক:

আপনি কি উচ্চ রক্তচাপে ভুগছেন? অল্প পরিশ্রমেই পেশি ক্লান্ত হয়ে পড়ে বা, রক্ত ক্লট করার মতো সমস্যা রয়েছে? হাতের কাছে থাকা এই এক ডজন খাবারে, সহজেই কাটিয়ে উঠতে পারেন এ ধরনের শারীরিক সমস্যা বা অসুখ। উপরে উল্লিখিত সবক’টি সমস্যার অন্যতম কারণ শরীরে ম্যাগনেসিয়ামের ঘাটতি। ফলে, আপনার দৈনন্দিন খাদ্য তালিকায় ম্যাগনেসিয়াম সমৃদ্ধ খাবার রাখতে হবে।

১) কলা: মাঝারি মাপের একটি কলা চাহিদার ৮% জোগান দেয়।

২) ব্রাউন রাইস: রোজের চাহিদার ২১% মেলে এক কাপ ব্রাউন রাইসে।

৩) ঢেঁড়স: এককাপ সেদ্ধ ঢেঁড়সে আপনি পাবেন চাহিদার ১৪%।

৪) মসুর ডাল: এক কাপ মসুর ডালে রয়েছে চাহিদার ১৮%।

৫) কুমড়ার দানা: খাদ্য উপাদানের দিক থেকে কুমড়ার দানা কিন্তু হেলাফেলার নয়। কুমড়ার দানা না-ফেল, শুকিয়ে রেখে দিন। পরে তরকারিতে খান। এক আউন্স কুমড়ো দানায় আপনি পাবেন প্রয়োজনের ১৯% ম্যাগনেসিয়াম।

৬) ডার্ক চকোলেট: শুধু ডার্ক চকোলেটেই আছে চাহিদার অর্ধেকেরও বেশি ম্যাগনেসিয়াম। ৫৮ শতাংশ।

৭) পালং শাক: এক কাপ পালংশাক প্রয়োজনের ৩৯% জোগান দেয়।

৮) কাজু: এক আউন্স কাজু দৈনন্দিন চাহিদার ২০% পূরণ করে।

৯) সয়াবিন দানা: চাহিদার অর্ধেক পূরণ হয় হাফ কাপ রোস্টেড সয়াবিনে।

১০) অ্যামন্ড: এক আউন্স (২৮.৩৪ গ্রাম) অ্যামন্ডে দৈনন্দিন চাহিদার ১৯% পূর্ণ হবে।

১১) আভোকাডো: একটি আভোকাডোতেই রয়েছে প্রয়োজনীয় ম্যাগনেসিয়ামের ১৫%।

১২) ডুমুর: বাজারে সস্তা হলেও ডুমুর নিয়ে একেবারেই হেলাফেলা করবেন না। এক কাপ ডুমুরে আছে চাহিদার ২৫% ম্যাগনেসিয়াম।

অতএব, চেষ্টা করুন উল্লিখিত খাবারগুলো ঘুরিয়ে ফিরিয়ে খাদ্যতালিকায় রাখায়। এমনভাবে রাখুন, যাতে চাহিদার ১০০% পূরণ হয়ে যায়। সুস্থ থাকুন, ভালো থাকুন।