জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি ও মশাবাহিত রোগ ডেঙ্গু প্রতিরোধে চাঁদপুর শহরের ১০ নং ওয়ার্ডে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর)’সকালে চাঁদপুর সদর উপজেলা ব্র্যাকের আয়োজনে এই কর্মসূচির উদ্বোধন করেন চাঁদপুরের সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ নুর আলম দীন।
উদ্বোধনী বক্তব্যে চাঁদপুরের সিভিল সার্জন ডা. মোহাম্মদ নুর আলম দীন বলেন, “জলবায়ু পরিবর্তনের প্রভাবে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ আজ একটি বড় জনস্বাস্থ্য ঝুঁকিতে পরিণত হয়েছে। ডেঙ্গু প্রতিরোধে শুধু চিকিৎসা নয়, সবচেয়ে কার্যকর উপায় হলো প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ। এ ক্ষেত্রে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জনসচেতনতার কোনো বিকল্প নেই।”
তিনি আরও বলেন, “ডেঙ্গু মশা পরিষ্কার পানিতে জন্মায়। তাই বাড়ির আশপাশে কোথাও তিন দিনের বেশি পানি জমে থাকলে তা ডেঙ্গু বিস্তারের বড় কারণ হয়ে দাঁড়ায়। সকলকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল হয়ে জমে থাকা পানি অপসারণ, ব্যবহৃত টায়ার, বোতল, ডাবের খোসা ও পরিত্যক্ত সামগ্রী দ্রুত পরিষ্কার করতে হবে।”
তিনি ব্র্যাকের প্রশংসা করে বলেন,
“ব্র্যাকের মতো উন্নয়ন সংস্থা ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো সরকারের পাশাপাশি মাঠপর্যায়ে যেভাবে কাজ করছে, তা সত্যিই প্রশংসনীয়। এই সম্মিলিত উদ্যোগ অব্যাহত থাকলে ডেঙ্গু প্রতিরোধে আমরা অবশ্যই সফল হব।”
এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ মোঃ সাখাওয়াত হোসেন, ব্রাক জেলা সমন্বয়ক জিয়াউর রহমান, ব্র্যাক চাঁদপুর জেলা ব্যবস্থাপক গোলাম মোস্তফা, চাঁদপুর সদর ব্র্যাকের প্রোগ্রাম অফিসার আলমগীর হোসেন,
ব্র্যাক চাঁদপুরের সিসিএইচএ অফিসার বেলাল হোসেন, দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার চাঁদপুর জেলা প্রতিনিধি ও চাঁদপুর জেলা ফটো জানালিস্ট অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক সাইদ হোসেন অপু চৌধুরী, যুব রেড ক্রিসেন্টের যুব প্রতিনিধি ওমর বিন ইউসুফ চৌধুরী।


















































