নিউজ ডেস্ক:
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে আগামী নির্বাচনে অংশ নেয়ার আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় সুইডেনের রাজধানী স্টকহোমের সিটি কনফারেন্স সেন্টারে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।
খালেদা জিয়াকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী বলেন, হত্যা, লুটপাট ও দুর্নীতির রাজনীতি বাদ দিয়ে আগামী নির্বাচনে অংশ নিন। আমরা চাই গণতন্ত্রের ধারা অব্যাহত থাকুক। আমরা চাই তারা (বিএনপি) পুনরায় নির্বাচন থেকে সরে যাওয়ার মতো ভুল না করুক। বরং আমরা চাই তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে এবং জনগণ বিচার করবে কারা ক্ষমতায় আসবে।