সোমবার | ৮ ডিসেম্বর ২০২৫ | হেমন্তকাল
শিরোনাম :
Logo সুন্দরবন কয়রায় কোস্ট গার্ডের দুটি অভিযানে অস্ত্র উদ্ধার, জিম্মি জেলে মুক্ত ও হরিণের মাংসসহ শিকারি আটক Logo খুবিতে নতুন উদ্যোক্তাদের দিনব্যাপী ক্যাপাসিটি বিল্ডিং ট্রেনিং অনুষ্ঠিত Logo পলাশবাড়ীতে অফিসের হাটের বেদখল জায়গা উদ্ধারে জোর দাবি: আরইউটিডিপির বরাদ্দে আধুনিক স্থাপনা চায় পৌরবাসী Logo পলাশবাড়ী হানাদার মুক্ত দিবস আজ Logo টেকনাফে গহীন পাহাড় থেকে নারী ও শিশুসহ ৭ জন উদ্ধার, আটক-৩ Logo কয়রায় জামায়াত নেতা আবুল কালাম আজাদের নির্বাচনী  গণসংযোগ Logo ইবিতে প্রশাসনের কমিটি থেকে পদত্যাগ বিএনপিপন্থী ৩ শিক্ষকের Logo খালেদা জিয়ার আশু সুস্থতা প্রত্যাশায় কয়রায় বিএনপির দোয়া মাহফিল Logo পলাশবাড়ীতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত  Logo পলাশবাড়ীতে ছাত্রলীগ কর্মীর চাইনিজ কুড়ালের আঘাতে জামায়াত নেতা আহত

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ শান্তির দেশে পরিণত হয়েছে – নাসিম

  • Nil Kontho
  • আপডেট সময় : ১১:৩৭:৩৪ অপরাহ্ণ, শনিবার, ১০ জুন ২০১৭
  • ৭৮৩ বার পড়া হয়েছে

রাকিবুল ইসলাম, সিরাজগঞ্জ প্রতিনিধি ঃ  বিএনপিকে উদ্দেশ্য করে আওয়ামীলীগ প্রেসিডিয়াম সদস্য, ১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন- ক্ষমতায় থেকে আওয়ামীলীগ হাওয়া ভবন সৃষ্টি করেনি, জঙ্গীবাদেরও সৃষ্টি করেনি। বরং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ শান্তির দেশে পরিণত হয়েছে। তাই জনগণকে আওয়ামীলীগ ভয় করে না । জনগণের ভালবাসা নিয়ে উন্নয়নের নেতা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আবারও নৌকার বিজয় হবে। তিনি শনিবার দুপুরে তাঁর নির্বাচনী এলাকা কাজীপুর উপজেলা পরিষদ মাঠে আয়োজিত এক জনসমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেছেন।

প্রায় পাঁচ কোটি টাকা ব্যয়ে কাজীপুর উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হলরুম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং উপজেলা পরিষদ ও কাজীপুর সদর ইউনিয়ন ডিজিটাল নেটওয়ার্ক স্থাপনের উদ্বোধন উপলক্ষে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শফিকুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শামীম আহম্মেদ, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম, উপজেলা চেয়ারম্যান মোজাম্মেল হক বকুল, উপজেলা আওয়ামীলীগের সভাপতি শওকত হোসেন, সাধারণ সম্পাদক খলিলুর রহমান এবং পৌর মেয়র হাজী নিজাম উদ্দিন। এর আগে তিনি কাজীপুর উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হলরুম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর ফলক এবং উপজেলা পরিষদ ও কাজীপুর সদর ইউনিয়ন ডিজিটাল নেটওয়ার্ক স্থাপনের আণুষ্ঠানিক উদ্বোধন ঘোষনা করেন।

পরে তিনি ডাক বাংলোতে দলীয় নেতা কর্মী ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে পৃথক পৃথক বৈঠক করেন এবং বিকেলে সিরাজগঞ্জ সদরের চার ইউনিয়ন রতনকান্দি, বাগবাটি ছোনগাছা ও মেছড়া ইউনিয়নের দলীয় নেতাকর্মীদের সাথে ছোনগাছা খেলার মাঠে ইফতার মাহফিলে অংশ গ্রহণ করেন। তিনি পাঁচ শ’ আসন বিশিষ্ট শহীদ এম মনসুর আলী অডিটোরিয়াম নির্মাণ কাজের অগ্রগতিও পরিদর্শন করেন।

২০১৩-১৪ সালে ওরা মানুষকে পুড়িয়ে মেরেছে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম জনসমাবেশে বলেছেন- তাদের আমলেই জঙ্গীবাদের সৃষ্টি হয়েছে। হাওয়াভবন সৃষ্টি করে দেশের সম্পদ লুটপাট করা হয়েছে। ওরা ক্ষমতায় এলে দেশের সার্বিক উন্নয়ন স্থবির হয়ে যাবে। তাই দেশের স্বার্থে জনগণের স্বার্থে উন্নযন ও জঙ্গী দমনের সফল নেতা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সরকারকে ক্ষমতায় রাখতে হবে। এ জন্য জনগণকে সহযোগিতা করারও আহবান জানান স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি সিরাজগঞ্জসহ কাজীপুরের সামগ্রিক উন্নযনের চিত্র তুলে ধরে আগামী এক বছরের মধ্যে সকল উন্নয়ন কাজ শেষ করার জন্য সংশ্লিস্ট সকলের প্রতি আহবান জানিয়েছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সুন্দরবন কয়রায় কোস্ট গার্ডের দুটি অভিযানে অস্ত্র উদ্ধার, জিম্মি জেলে মুক্ত ও হরিণের মাংসসহ শিকারি আটক

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ শান্তির দেশে পরিণত হয়েছে – নাসিম

আপডেট সময় : ১১:৩৭:৩৪ অপরাহ্ণ, শনিবার, ১০ জুন ২০১৭

রাকিবুল ইসলাম, সিরাজগঞ্জ প্রতিনিধি ঃ  বিএনপিকে উদ্দেশ্য করে আওয়ামীলীগ প্রেসিডিয়াম সদস্য, ১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন- ক্ষমতায় থেকে আওয়ামীলীগ হাওয়া ভবন সৃষ্টি করেনি, জঙ্গীবাদেরও সৃষ্টি করেনি। বরং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ শান্তির দেশে পরিণত হয়েছে। তাই জনগণকে আওয়ামীলীগ ভয় করে না । জনগণের ভালবাসা নিয়ে উন্নয়নের নেতা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আবারও নৌকার বিজয় হবে। তিনি শনিবার দুপুরে তাঁর নির্বাচনী এলাকা কাজীপুর উপজেলা পরিষদ মাঠে আয়োজিত এক জনসমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেছেন।

প্রায় পাঁচ কোটি টাকা ব্যয়ে কাজীপুর উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হলরুম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং উপজেলা পরিষদ ও কাজীপুর সদর ইউনিয়ন ডিজিটাল নেটওয়ার্ক স্থাপনের উদ্বোধন উপলক্ষে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শফিকুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শামীম আহম্মেদ, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম, উপজেলা চেয়ারম্যান মোজাম্মেল হক বকুল, উপজেলা আওয়ামীলীগের সভাপতি শওকত হোসেন, সাধারণ সম্পাদক খলিলুর রহমান এবং পৌর মেয়র হাজী নিজাম উদ্দিন। এর আগে তিনি কাজীপুর উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হলরুম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর ফলক এবং উপজেলা পরিষদ ও কাজীপুর সদর ইউনিয়ন ডিজিটাল নেটওয়ার্ক স্থাপনের আণুষ্ঠানিক উদ্বোধন ঘোষনা করেন।

পরে তিনি ডাক বাংলোতে দলীয় নেতা কর্মী ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে পৃথক পৃথক বৈঠক করেন এবং বিকেলে সিরাজগঞ্জ সদরের চার ইউনিয়ন রতনকান্দি, বাগবাটি ছোনগাছা ও মেছড়া ইউনিয়নের দলীয় নেতাকর্মীদের সাথে ছোনগাছা খেলার মাঠে ইফতার মাহফিলে অংশ গ্রহণ করেন। তিনি পাঁচ শ’ আসন বিশিষ্ট শহীদ এম মনসুর আলী অডিটোরিয়াম নির্মাণ কাজের অগ্রগতিও পরিদর্শন করেন।

২০১৩-১৪ সালে ওরা মানুষকে পুড়িয়ে মেরেছে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম জনসমাবেশে বলেছেন- তাদের আমলেই জঙ্গীবাদের সৃষ্টি হয়েছে। হাওয়াভবন সৃষ্টি করে দেশের সম্পদ লুটপাট করা হয়েছে। ওরা ক্ষমতায় এলে দেশের সার্বিক উন্নয়ন স্থবির হয়ে যাবে। তাই দেশের স্বার্থে জনগণের স্বার্থে উন্নযন ও জঙ্গী দমনের সফল নেতা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সরকারকে ক্ষমতায় রাখতে হবে। এ জন্য জনগণকে সহযোগিতা করারও আহবান জানান স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি সিরাজগঞ্জসহ কাজীপুরের সামগ্রিক উন্নযনের চিত্র তুলে ধরে আগামী এক বছরের মধ্যে সকল উন্নয়ন কাজ শেষ করার জন্য সংশ্লিস্ট সকলের প্রতি আহবান জানিয়েছেন।