মাসুদ রানা, মেহেরপুর প্রতিনিধিঃ মেহেরপুর সদর উপজেলা নারী উন্নয়ন ফোরামের উদ্যোগে ছাত্রীদের মাঝে স্যানিটেশন সামগ্রী বিতরণ করা হয়। গতকাল বৃহস্পতিবার সকালে মেহেরপুর বালিকা বিদ্যালয় ও বিএম কলেজ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নারী উন্নয়ন ফোরামের সভানেত্রী ও মহিলা ভাইস চেয়রম্যান রোমানা আহম্মেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শেখ ফরিদ আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর মেহেরপুর বালিকা বিদ্যালয় ও বিএম কলেজের অধ্যক্ষ আতারুজ্জামান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন নারী উন্নয়ন ফোরামের সদস্য রেহেনা আক্তার, লুবনা ইয়াসমিন, লামিয়া খাতুন, মায়া, কানন প্রমূখ। পরে ৭০ জন ছাত্রীদের মাঝে স্যানিটেশন সামগ্রী বিতরণ করা হয়।