মাসুদ রানা, মেহেরপুর প্রতিনিধিঃ মেহেরপুর পৌর শহর এলাকায় পরিস্কার পরিচ্ছন অভিযান শুরু করেছে মেহেরপুর পৌরসভার নব নির্বাচিত পরিষদ। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টার দিকে গড় পুকুর এলাকা থেকে এ অভিযানের উদ্বোধন করেন পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন।
এসময় তিনি বলেন মেহেরপুর পৌরসভাকে একটি পরিচ্ছন্ন শহর হিসাবে গড়ে তোলা হবে। পৌর এলাকার সৌন্দর্য বৃদ্ধির লক্ষে পৌরসভার এ পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত থাকবে। এসময় সেখানে পৌরসভার কাউন্সিলর মীর জাহাঙ্গীর আলম, আল মামুন, সৈয়দ আবু আব্দুল্লাহ বাপ্পী, শাকিল রাব্বী ইভান, জাফর ইকবাল, শাহিনুর রহমান, নূরুল আশরাফ রাজীব, সৈয়দ মঞ্জুরুল কবীর রিপন ও সোহেল রানা এবং সংরক্ষিত কাউন্সিলর আলপনা খাতুন, শিউলী আক্তার ও হামিদা খাতুন ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।