নিউজ ডেস্ক:
নীতি-নৈতিকতাহীন বা হলুদ সাংবাদিকতা দেশের কল্যাণ করতে পারে না বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এ ধরনের সাংবাদিকতা কারো কাছেই কাম্য নয়।
গতকাল রবিবার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) আয়োজিত ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী আরো বলেন, নীতিহীন বা হলুদ সাংবাদিকতা জাতি, মানুষ ও রাষ্ট্রের ক্ষতি করে। শুধু তাই নয়; নীতিহীন রাজনীতিও দেশে কল্যাণ করতে পারে না।