শনিবার | ২৪ জানুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo চাঁদপুর-৩ আসনে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত মোমবাতি প্রতীকের প্রার্থী সাংবাদিক মাওলানা এএইচএম আহসান উল্লাহ চাঁদপুর পৌরসভার ১৫নং ওয়ার্ড এবং তরপুরচণ্ডী ইউনিয়নে ব্যাপক গণসংযোগ করেছেন Logo বীরগঞ্জের বিএনপি’র নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে ! Logo হাবিবুর রহমান ইসলামী যুব আন্দোলন চাঁদপুর জেলার যুগ্ম-সাধারণ সম্পাদক মনোনীত Logo খালেদা জিয়ার কবর জিয়ারতে নোবিপ্রবির গাড়ি ব্যবহার, শিক্ষার্থীদের ক্ষোভ Logo ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্থায়ী মন্দির নির্মাণের প্রতিশ্রুতি উপ-উপাচার্যের Logo কলারোয়ায় মিনি স্টেডিয়াম ও বাইপাস সড়ক নির্মাণের প্রতিশ্রুতি হাবিবুল ইসলাম হাবিবের Logo ভবিষ্যৎ নির্বাচনের মানদণ্ড স্থাপন করবে ১২ ফেব্রুয়ারির ভোট: মার্কিন রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা Logo হাদী হত্যা বিচারের দাবিতে খুবির কেমিস্ট্রি ডিসিপ্লিনের ভিন্নধর্মী প্রতিবাদ Logo খুবিতে এআই ব্যবহারে দক্ষতা অর্জনে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত Logo গণভোট উপলক্ষে চাঁদপুর ডিএনসির উদ্যোগে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

‘বাহুবলী-২’র রেকর্ড ভাঙবে অক্ষয়ের ‘ব্লকবাস্টার’ !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:১৭:৩৫ পূর্বাহ্ণ, রবিবার, ৪ জুন ২০১৭
  • ৭৭০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

বিশ্ব মানচিত্রে ভারতীয় চলচ্চিত্রকে অন্য মাত্রায় পৌঁছে দিয়েছে ‘বাহুবলী-২’ ছবির সাফল্য। ছবি মুক্তির মাস খানেক পরও বক্স অফিসে রমরমিয়ে ব্যবসা করছে এসএস রাজামৌলির এই ছবি। তবে সাফল্যের দিক থেকে ব্লকবাস্টার এই ছবিকেও ছাপিয়ে যাবে অক্ষয় কুমারের আপকামিং ছবি। ভারতীয় সিনেমা জগতে নয়া ইতিহাস রচনা করবেন জাতীয় পুরস্কার জয়ী বলিউড অভিনেতা। ভারতীয় বিভিন্ন গণমাধ্যম এমনটাই ইঙ্গিত দিচ্ছে।

ভাবছেন তো কোন ছবিটির কথা বলা হচ্ছে যা জোর টক্কর দিতে চলেছে ‘বাহুবলী: দ্য কনক্ল্যুশন’-কে? বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদনের উপর ভিত্তি করে বলা হচ্ছে, কিংবদন্তি অভিনেতা রজনীকান্তের ‘রোবট’ ছবির সিক্যুয়েল ‘2.0’ ছবিটিই বাহুবলীর রেকর্ডকে ভেঙে দেবে। যে ছবিতে নেগেটিভ চরিত্রে অভিনয় করেছেন খিলাড়ি কুমার।

গোটা বিশ্বে ইতিমধ্যেই ১৫০০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে প্রভাস-অনুষ্কা শেট্টি অভিনীত ‘বাহুবলী-২। ’ তা সত্ত্বেও মুক্তি পাওয়ার আগে থেকেই রজনীকান্তের ছবিকে কয়েকগুণ এগিয়ে রাখা হচ্ছে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে এমনটা কীভাবে সম্ভব? এর পিছনে বেশ কয়েকটি কারণও তুলে ধরা হয়েছে।

মোট ছটি ভাষায় মুক্তি পেয়েছিলন ‘বাহুবলী-২’। জানেন কি, ‘2.0’ কটি ভাষায় মুক্তি পেতে চলেছে? কমপক্ষে ১৫টি। সুতরাং অনেক বেশি ভাষাভাষির দর্শক এই ছবি দেখতে আগ্রহী হবেন বলেই মনে করা হচ্ছে। শুধু তাই নয়, গোটা বিশ্বে মোট ৯ হাজার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল বাহুবলী ছবির সিক্যুয়েল। সেখানে শুধুমাত্র ভারতেই মোট ৭০ হাজার সিনেমা হলে মুক্তি পেতে চলেছে ‘2.0। ’ তাই ‘2.0’-এর সামনে নিজের রেকর্ড কায়েম রাখা ‘বাহুবলী’-র পক্ষে সত্যির কষ্টসাধ্য এবং চ্যালেঞ্জিং।

প্রথমবার দক্ষিণী তারকা রজনীকান্তের সঙ্গে এক ছবিতে অভিনয় করতে দেখা যাবে অক্ষয় কুমারকে। দুইজনের খ্যাতিই বিশ্বজোড়া। স্টারডমের দিক থেকেও ‘বাহুবলী’র চেয়ে এগিয়ে ‘2.0’। আর এমন দুই অভিনেতা যে ছবিতে রয়েছেন, সেই ছবি থেকে দর্শকদের প্রত্যাশা তো আকাশ ছোঁয়া হবেই।

পরিচালক এস শঙ্করের এই ছবিতে অক্ষয়-রজনী ছাড়াও রয়েছেন এমি জ্যাকসন। ছবির সংগীত পরিচালনা করেছেন কিংবদন্তি সুরকার এ আর রহমান। আগামী বছর ২৫ জানুয়ারি মুক্তি পাওয়ার কথা এই ছবির। তখনই জানা যাবে ‘বাহুবলী-২’র রেকর্ড এই ছবি ভাঙতে পারল কিনা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুর-৩ আসনে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত মোমবাতি প্রতীকের প্রার্থী সাংবাদিক মাওলানা এএইচএম আহসান উল্লাহ চাঁদপুর পৌরসভার ১৫নং ওয়ার্ড এবং তরপুরচণ্ডী ইউনিয়নে ব্যাপক গণসংযোগ করেছেন

‘বাহুবলী-২’র রেকর্ড ভাঙবে অক্ষয়ের ‘ব্লকবাস্টার’ !

আপডেট সময় : ১১:১৭:৩৫ পূর্বাহ্ণ, রবিবার, ৪ জুন ২০১৭

নিউজ ডেস্ক:

বিশ্ব মানচিত্রে ভারতীয় চলচ্চিত্রকে অন্য মাত্রায় পৌঁছে দিয়েছে ‘বাহুবলী-২’ ছবির সাফল্য। ছবি মুক্তির মাস খানেক পরও বক্স অফিসে রমরমিয়ে ব্যবসা করছে এসএস রাজামৌলির এই ছবি। তবে সাফল্যের দিক থেকে ব্লকবাস্টার এই ছবিকেও ছাপিয়ে যাবে অক্ষয় কুমারের আপকামিং ছবি। ভারতীয় সিনেমা জগতে নয়া ইতিহাস রচনা করবেন জাতীয় পুরস্কার জয়ী বলিউড অভিনেতা। ভারতীয় বিভিন্ন গণমাধ্যম এমনটাই ইঙ্গিত দিচ্ছে।

ভাবছেন তো কোন ছবিটির কথা বলা হচ্ছে যা জোর টক্কর দিতে চলেছে ‘বাহুবলী: দ্য কনক্ল্যুশন’-কে? বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদনের উপর ভিত্তি করে বলা হচ্ছে, কিংবদন্তি অভিনেতা রজনীকান্তের ‘রোবট’ ছবির সিক্যুয়েল ‘2.0’ ছবিটিই বাহুবলীর রেকর্ডকে ভেঙে দেবে। যে ছবিতে নেগেটিভ চরিত্রে অভিনয় করেছেন খিলাড়ি কুমার।

গোটা বিশ্বে ইতিমধ্যেই ১৫০০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে প্রভাস-অনুষ্কা শেট্টি অভিনীত ‘বাহুবলী-২। ’ তা সত্ত্বেও মুক্তি পাওয়ার আগে থেকেই রজনীকান্তের ছবিকে কয়েকগুণ এগিয়ে রাখা হচ্ছে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে এমনটা কীভাবে সম্ভব? এর পিছনে বেশ কয়েকটি কারণও তুলে ধরা হয়েছে।

মোট ছটি ভাষায় মুক্তি পেয়েছিলন ‘বাহুবলী-২’। জানেন কি, ‘2.0’ কটি ভাষায় মুক্তি পেতে চলেছে? কমপক্ষে ১৫টি। সুতরাং অনেক বেশি ভাষাভাষির দর্শক এই ছবি দেখতে আগ্রহী হবেন বলেই মনে করা হচ্ছে। শুধু তাই নয়, গোটা বিশ্বে মোট ৯ হাজার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল বাহুবলী ছবির সিক্যুয়েল। সেখানে শুধুমাত্র ভারতেই মোট ৭০ হাজার সিনেমা হলে মুক্তি পেতে চলেছে ‘2.0। ’ তাই ‘2.0’-এর সামনে নিজের রেকর্ড কায়েম রাখা ‘বাহুবলী’-র পক্ষে সত্যির কষ্টসাধ্য এবং চ্যালেঞ্জিং।

প্রথমবার দক্ষিণী তারকা রজনীকান্তের সঙ্গে এক ছবিতে অভিনয় করতে দেখা যাবে অক্ষয় কুমারকে। দুইজনের খ্যাতিই বিশ্বজোড়া। স্টারডমের দিক থেকেও ‘বাহুবলী’র চেয়ে এগিয়ে ‘2.0’। আর এমন দুই অভিনেতা যে ছবিতে রয়েছেন, সেই ছবি থেকে দর্শকদের প্রত্যাশা তো আকাশ ছোঁয়া হবেই।

পরিচালক এস শঙ্করের এই ছবিতে অক্ষয়-রজনী ছাড়াও রয়েছেন এমি জ্যাকসন। ছবির সংগীত পরিচালনা করেছেন কিংবদন্তি সুরকার এ আর রহমান। আগামী বছর ২৫ জানুয়ারি মুক্তি পাওয়ার কথা এই ছবির। তখনই জানা যাবে ‘বাহুবলী-২’র রেকর্ড এই ছবি ভাঙতে পারল কিনা।