স্টাফ রিপোর্টার,ঝিনাইদহঃ ঝিনাইদহের মহেশপুর উপজেলার কানাইডাঙ্গা গ্রামের মাঠ থেকে পুলিশ অজ্ঞাত (৪৫) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে। বুধবার দুপুরে জীবননগর থানার পুলিশ লাশটি উদ্ধার করে। তাকে শ্বাসরোধ করে হত্যা করা েেহছ বলে পুলিশ প্রাথমিক ভাবে মনে করছে। মহেশপুর থানার ওসি আহম্মদ কবীর জানান, লাশটি মহেশপুর ও জীবননগর উপজেলার মাঝামাঝি স্থানে পড়ে ছিল কাই জীবননগর থানা উদ্ধার করে নিয়ে গেছে। জীবননগর থানার ওসি এনামুল হক জানান, অজ্ঞাত লোকটিকে শ্বাসরোধ করে হত্যার পর দুর্বৃত্তরা মহেশপুরের মধ্যেই ফেলে রেখে যায়। তিনি জানান স্পটটি মহেশপুর হলেও জমিটি জীবননগর উপজেলার হাসাদাহ এলাকার মানুষের বলে লাশটি আমারাই উদ্ধার করে ময়না তদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার
৭ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
৭ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ