শিরোনাম :

অস্ট্রিয়ার উদ্দেশে প্রধানমন্ত্রীর ঢাকা ত্যাগ !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:০৪:০৩ পূর্বাহ্ণ, সোমবার, ২৯ মে ২০১৭
  • ৭৫২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) সম্মেলনে অংশ নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে তিন দিনের সরকারি সফরে অস্ট্রিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন । বাংলাদেশের কোনো সরকারপ্রধানের এটাই প্রথম অস্ট্রিয়া সফর। সে হিসেবে কূটনৈতিক পরিমণ্ডলে ‘গ্রাউন্ড ব্রেকিং’ সফর হিসেবে এটিকে দেখা হচ্ছে।

আজ সোমবার সকাল ৯টা ১০ মিনিটে বিমান বাংলাদেশের এয়ারলাইন্সের বিজি-১০১১ ভিভিআইপি ফ্লাইটে প্রধানমন্ত্রী অস্ট্রিয়ার ভিয়েনার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। স্থানীয় সময় বিকাল আড়াইটায় সেখানে পৌঁছার কথা রয়েছে।

রাজধানী ভিয়েনায় আন্তর্জাতিক সম্মেলনে অংশ নেওয়ার পাশাপাশি দ্বিপক্ষীয় বৈঠকও করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইতিমধ্যে এ সফরকে দ্বিপক্ষীয় হিসেবে মর্যাদা দিয়েছে ঢাকা-ভিয়েনা। সফর উপলক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী জানিয়েছেন, প্রতিষ্ঠার ৬০ বছর পূর্তি উপলক্ষে আইএইএ ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন দ্য টেকনিক্যাল কো-অপারেশন প্রোগ্রাম’ শীর্ষক এ সম্মেলনের আয়োজন করেছে।

সফরসূচি অনুসারে, প্রধানমন্ত্রী সোমবার সকালে বাংলাদেশ বিমানের বিশেষ বিমানে ভিয়েনার উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। তিনি আগামীকাল ‘আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার টেকনিক্যাল সহযোগিতা কর্মসূচি : ৬০ বছর পেরিয়ে উন্নয়নে অবদান’ শীর্ষক সম্মেলনে উদ্বোধনী অধিবেশনে যোগ দেবেন। সেখানে ভাষণও দেবেন প্রধানমন্ত্রী। পরে তিনি বৈঠক করবেন অস্ট্রিয়ার ফেডারেল চ্যান্সেলর ক্রিশ্চিয়ান কার্ন এবং অস্ট্রিয়ান ফেডারেল প্রেসিডেন্ট আলেকজান্ডার ভ্যানডার বিলেনের সঙ্গে।

এ ছাড়াও আইএইএ মহাপরিচালক ইয়োকিয়া আমানোর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত হবে এ দিনই। পরে প্রধানমন্ত্রী ভিয়েনায় বাংলাদেশি কমিউনিটির এক ইফতার অনুষ্ঠানে যোগ দেবেন। প্রধানমন্ত্রীর আগামী বুধবার সকালে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

যুবকদের কর্মসংস্থানে নতুন সম্ভাবনা-কয়রায় প্রশিক্ষণ সংলাপ 

অস্ট্রিয়ার উদ্দেশে প্রধানমন্ত্রীর ঢাকা ত্যাগ !

আপডেট সময় : ১১:০৪:০৩ পূর্বাহ্ণ, সোমবার, ২৯ মে ২০১৭

নিউজ ডেস্ক:

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) সম্মেলনে অংশ নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে তিন দিনের সরকারি সফরে অস্ট্রিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন । বাংলাদেশের কোনো সরকারপ্রধানের এটাই প্রথম অস্ট্রিয়া সফর। সে হিসেবে কূটনৈতিক পরিমণ্ডলে ‘গ্রাউন্ড ব্রেকিং’ সফর হিসেবে এটিকে দেখা হচ্ছে।

আজ সোমবার সকাল ৯টা ১০ মিনিটে বিমান বাংলাদেশের এয়ারলাইন্সের বিজি-১০১১ ভিভিআইপি ফ্লাইটে প্রধানমন্ত্রী অস্ট্রিয়ার ভিয়েনার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। স্থানীয় সময় বিকাল আড়াইটায় সেখানে পৌঁছার কথা রয়েছে।

রাজধানী ভিয়েনায় আন্তর্জাতিক সম্মেলনে অংশ নেওয়ার পাশাপাশি দ্বিপক্ষীয় বৈঠকও করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইতিমধ্যে এ সফরকে দ্বিপক্ষীয় হিসেবে মর্যাদা দিয়েছে ঢাকা-ভিয়েনা। সফর উপলক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী জানিয়েছেন, প্রতিষ্ঠার ৬০ বছর পূর্তি উপলক্ষে আইএইএ ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন দ্য টেকনিক্যাল কো-অপারেশন প্রোগ্রাম’ শীর্ষক এ সম্মেলনের আয়োজন করেছে।

সফরসূচি অনুসারে, প্রধানমন্ত্রী সোমবার সকালে বাংলাদেশ বিমানের বিশেষ বিমানে ভিয়েনার উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। তিনি আগামীকাল ‘আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার টেকনিক্যাল সহযোগিতা কর্মসূচি : ৬০ বছর পেরিয়ে উন্নয়নে অবদান’ শীর্ষক সম্মেলনে উদ্বোধনী অধিবেশনে যোগ দেবেন। সেখানে ভাষণও দেবেন প্রধানমন্ত্রী। পরে তিনি বৈঠক করবেন অস্ট্রিয়ার ফেডারেল চ্যান্সেলর ক্রিশ্চিয়ান কার্ন এবং অস্ট্রিয়ান ফেডারেল প্রেসিডেন্ট আলেকজান্ডার ভ্যানডার বিলেনের সঙ্গে।

এ ছাড়াও আইএইএ মহাপরিচালক ইয়োকিয়া আমানোর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত হবে এ দিনই। পরে প্রধানমন্ত্রী ভিয়েনায় বাংলাদেশি কমিউনিটির এক ইফতার অনুষ্ঠানে যোগ দেবেন। প্রধানমন্ত্রীর আগামী বুধবার সকালে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।