শিরোনাম :
Logo জুলাই শহীদদের রক্ত শুধু অতীত নয়, পথচলার অঙ্গীকার : জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন Logo গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে দিনব্যাপী কর্মসূচি পালন নতুন বাংলাদেশে নব্য ফ্যাসিবাদের ঠাঁই হবে না : হাফেজ মাওলানা মাকসুদুর রহমান Logo জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে কচুয়ায় জামায়াতের গণমিছিল ও সমাবেশ Logo লস্কর সিনেমার গুরুত্বপূর্ণ চরিত্রে তরুণ ও মেধাবী অভিনেতা জাহাঙ্গীর রাজু Logo পঞ্চগড়ের বোদা উপজেলায় জুলাই অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে জামায়াতে ইসলামীর গণমিছিল Logo তালাকের ক্ষোভে জামাতার বিরুদ্ধে শাশুড়ির ধর্ষণ মামলা Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৫: কচুয়ায় শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া Logo ইবিতে জুলাই অভ্যুত্থান দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা Logo সেনাবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ দুই চাঁদাবাজ আটক চুয়াডাঙ্গা শহরে Logo চুয়াডাঙ্গা জেলার কয়রাডাঙ্গা গ্রামে শহীদ মাসুদ এবং শহীদ শুভ উভয়ের কবরস্থানে পুষ্পমাল্য অর্পণ

জাতীয় নির্বাচনে প্রয়োজনীয় সহযোগিতা দেবে ভারত: হর্ষবর্ধন শ্রিংলা !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:০২:১০ পূর্বাহ্ণ, বুধবার, ২৪ মে ২০১৭
  • ৭৪৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের চাহিদা অনুযায়ী বন্ধুপ্রতিম প্রতিবেশি হিসেবে ভারত প্রয়োজনীয় সহযোগিতা দেবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা।

গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে কূটনীতিক সাংবাদিকদের সংগঠন ডিক্যাব আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ভারতীয় হাই কমিশনার বলেন, বাংলাদেশের কী প্রয়োজন তা আমরা নির্ধারণ করব না। বাংলাদেশের প্রয়োজনের কথা আমাদের জানাবে। আমরা সে অনুযায়ী এগিয়ে আসব। উদাহরণ টেনে শ্রিংলা বলেন, জঙ্গি হামলার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করে কী ধরনের সহযোগিতা প্রয়োজন তা জানতে চেয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পরে বাংলাদেশের চাহিদা অনুযায়ী সহযোগিতা করে ভারত। একইভাবে আসন্ন জাতীয় নির্বাচনেও বন্ধুপ্রতিম প্রতিবেশি হিসেবে ভারত প্রয়োজনীয় সহযোগিতা দেবে। কিন্তু বাংলাদেশের কাছ থেকেই অনুরোধ আসতে হবে।

যেকোনো সময়ের চেয়ে দুদেশের মধ্যকার সম্পর্ক এখন সর্বোচ্চ পর্যায়ে রয়েছে জানিয়ে তিনি দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

এসময় তিস্তা চুক্তি সম্পর্কে হর্ষবর্ধন শ্রিংলা বলেন, তিস্তা চুক্তি সম্পন্ন হলে যে পরিমাণ পানি বাংলাদেশের পাওয়ার কথা এখন তার চেয়ে বেশি পাচ্ছে। তবে তিস্তা চুক্তি হওয়া প্রয়োজন। আসছে জাতীয় নির্বাচনের আগে তিস্তা চুক্তি হবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা সাধারণত বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি থেকে দূরে থাকতে চাই। তিস্তার পানি চুক্তি হবে কিনা বা কিভাবে হবে সেটি জানা নেই। তবে আমি এটুকু বলতে পারি, আমাদের পক্ষ থেকে যত দ্রুত সম্ভব, চু্ক্তিটি করা হবে।  তিস্তা ছাড়াও ফেনী, কুশিয়ারাসহ অন্যান্য নদীর পানি বণ্টন ব্যবস্থা করার প্রতি গুরুত্ব দেন তিনি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জুলাই শহীদদের রক্ত শুধু অতীত নয়, পথচলার অঙ্গীকার : জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

জাতীয় নির্বাচনে প্রয়োজনীয় সহযোগিতা দেবে ভারত: হর্ষবর্ধন শ্রিংলা !

আপডেট সময় : ১১:০২:১০ পূর্বাহ্ণ, বুধবার, ২৪ মে ২০১৭

নিউজ ডেস্ক:

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের চাহিদা অনুযায়ী বন্ধুপ্রতিম প্রতিবেশি হিসেবে ভারত প্রয়োজনীয় সহযোগিতা দেবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা।

গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে কূটনীতিক সাংবাদিকদের সংগঠন ডিক্যাব আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ভারতীয় হাই কমিশনার বলেন, বাংলাদেশের কী প্রয়োজন তা আমরা নির্ধারণ করব না। বাংলাদেশের প্রয়োজনের কথা আমাদের জানাবে। আমরা সে অনুযায়ী এগিয়ে আসব। উদাহরণ টেনে শ্রিংলা বলেন, জঙ্গি হামলার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করে কী ধরনের সহযোগিতা প্রয়োজন তা জানতে চেয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পরে বাংলাদেশের চাহিদা অনুযায়ী সহযোগিতা করে ভারত। একইভাবে আসন্ন জাতীয় নির্বাচনেও বন্ধুপ্রতিম প্রতিবেশি হিসেবে ভারত প্রয়োজনীয় সহযোগিতা দেবে। কিন্তু বাংলাদেশের কাছ থেকেই অনুরোধ আসতে হবে।

যেকোনো সময়ের চেয়ে দুদেশের মধ্যকার সম্পর্ক এখন সর্বোচ্চ পর্যায়ে রয়েছে জানিয়ে তিনি দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

এসময় তিস্তা চুক্তি সম্পর্কে হর্ষবর্ধন শ্রিংলা বলেন, তিস্তা চুক্তি সম্পন্ন হলে যে পরিমাণ পানি বাংলাদেশের পাওয়ার কথা এখন তার চেয়ে বেশি পাচ্ছে। তবে তিস্তা চুক্তি হওয়া প্রয়োজন। আসছে জাতীয় নির্বাচনের আগে তিস্তা চুক্তি হবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা সাধারণত বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি থেকে দূরে থাকতে চাই। তিস্তার পানি চুক্তি হবে কিনা বা কিভাবে হবে সেটি জানা নেই। তবে আমি এটুকু বলতে পারি, আমাদের পক্ষ থেকে যত দ্রুত সম্ভব, চু্ক্তিটি করা হবে।  তিস্তা ছাড়াও ফেনী, কুশিয়ারাসহ অন্যান্য নদীর পানি বণ্টন ব্যবস্থা করার প্রতি গুরুত্ব দেন তিনি।