বুধবার | ২১ জানুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo ইবিতে নারী শিক্ষার্থীদের আত্মরক্ষা কৌশল ও আত্মবিশ্বাস উন্নয়ন কর্মশালা উদ্বোধন Logo নির্বাচনী নিরাপত্তায় কয়রায় বাংলাদেশ নৌবাহিনীর সচেতনতামূলক ফুট পেট্রোলিং Logo কচুয়ার কাদলা-দরবেশগঞ্জ সমাজকল্যাণ খেলা ঘরের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ Logo আলেম-ওলামাদের সঙ্গে বিএনপির প্রার্থীর মতবিনিময়, খালেদা জিয়ার জন্য দোয়া হ্যাঁ ভোটের পক্ষে থাকার আহ্বান Logo প্রতীক বরাদ্দের পর নেতা-কর্মীদের উচ্ছ্বাস সুফিবাদী সমাজ ও আধিপত্যবাদমুক্ত বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধ হোন — মোমবাতি মার্কার প্রার্থী সাংবাদিক আহসান উল্লাহ Logo কচুয়ার কাদলা-দরবেশগঞ্জ সমাজকল্যাণ খেলা ঘরের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ Logo সাতক্ষীরার ৪টি আসনে ২০ চূড়ান্ত প্রার্থীর প্রতীক বরাদ্দ Logo খুবিতে ফ্যাক্টচেকিং এন্ড ডিজিটাল ভেরিফিকেশন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত Logo প্রতীক পেলেন চাঁদপুরের পাঁচ আসনের ৩৫ প্রার্থী, জমে উঠছে নির্বাচনী মাঠ Logo সংসদ নির্বাচন: ৩০৫ জনের প্রার্থিতা প্রত্যাহার, লড়াইয়ে ১,৯৬৭ প্রার্থী

জাতীয় নির্বাচনে প্রয়োজনীয় সহযোগিতা দেবে ভারত: হর্ষবর্ধন শ্রিংলা !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:০২:১০ পূর্বাহ্ণ, বুধবার, ২৪ মে ২০১৭
  • ৭৮১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের চাহিদা অনুযায়ী বন্ধুপ্রতিম প্রতিবেশি হিসেবে ভারত প্রয়োজনীয় সহযোগিতা দেবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা।

গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে কূটনীতিক সাংবাদিকদের সংগঠন ডিক্যাব আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ভারতীয় হাই কমিশনার বলেন, বাংলাদেশের কী প্রয়োজন তা আমরা নির্ধারণ করব না। বাংলাদেশের প্রয়োজনের কথা আমাদের জানাবে। আমরা সে অনুযায়ী এগিয়ে আসব। উদাহরণ টেনে শ্রিংলা বলেন, জঙ্গি হামলার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করে কী ধরনের সহযোগিতা প্রয়োজন তা জানতে চেয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পরে বাংলাদেশের চাহিদা অনুযায়ী সহযোগিতা করে ভারত। একইভাবে আসন্ন জাতীয় নির্বাচনেও বন্ধুপ্রতিম প্রতিবেশি হিসেবে ভারত প্রয়োজনীয় সহযোগিতা দেবে। কিন্তু বাংলাদেশের কাছ থেকেই অনুরোধ আসতে হবে।

যেকোনো সময়ের চেয়ে দুদেশের মধ্যকার সম্পর্ক এখন সর্বোচ্চ পর্যায়ে রয়েছে জানিয়ে তিনি দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

এসময় তিস্তা চুক্তি সম্পর্কে হর্ষবর্ধন শ্রিংলা বলেন, তিস্তা চুক্তি সম্পন্ন হলে যে পরিমাণ পানি বাংলাদেশের পাওয়ার কথা এখন তার চেয়ে বেশি পাচ্ছে। তবে তিস্তা চুক্তি হওয়া প্রয়োজন। আসছে জাতীয় নির্বাচনের আগে তিস্তা চুক্তি হবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা সাধারণত বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি থেকে দূরে থাকতে চাই। তিস্তার পানি চুক্তি হবে কিনা বা কিভাবে হবে সেটি জানা নেই। তবে আমি এটুকু বলতে পারি, আমাদের পক্ষ থেকে যত দ্রুত সম্ভব, চু্ক্তিটি করা হবে।  তিস্তা ছাড়াও ফেনী, কুশিয়ারাসহ অন্যান্য নদীর পানি বণ্টন ব্যবস্থা করার প্রতি গুরুত্ব দেন তিনি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইবিতে নারী শিক্ষার্থীদের আত্মরক্ষা কৌশল ও আত্মবিশ্বাস উন্নয়ন কর্মশালা উদ্বোধন

জাতীয় নির্বাচনে প্রয়োজনীয় সহযোগিতা দেবে ভারত: হর্ষবর্ধন শ্রিংলা !

আপডেট সময় : ১১:০২:১০ পূর্বাহ্ণ, বুধবার, ২৪ মে ২০১৭

নিউজ ডেস্ক:

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের চাহিদা অনুযায়ী বন্ধুপ্রতিম প্রতিবেশি হিসেবে ভারত প্রয়োজনীয় সহযোগিতা দেবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা।

গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে কূটনীতিক সাংবাদিকদের সংগঠন ডিক্যাব আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ভারতীয় হাই কমিশনার বলেন, বাংলাদেশের কী প্রয়োজন তা আমরা নির্ধারণ করব না। বাংলাদেশের প্রয়োজনের কথা আমাদের জানাবে। আমরা সে অনুযায়ী এগিয়ে আসব। উদাহরণ টেনে শ্রিংলা বলেন, জঙ্গি হামলার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করে কী ধরনের সহযোগিতা প্রয়োজন তা জানতে চেয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পরে বাংলাদেশের চাহিদা অনুযায়ী সহযোগিতা করে ভারত। একইভাবে আসন্ন জাতীয় নির্বাচনেও বন্ধুপ্রতিম প্রতিবেশি হিসেবে ভারত প্রয়োজনীয় সহযোগিতা দেবে। কিন্তু বাংলাদেশের কাছ থেকেই অনুরোধ আসতে হবে।

যেকোনো সময়ের চেয়ে দুদেশের মধ্যকার সম্পর্ক এখন সর্বোচ্চ পর্যায়ে রয়েছে জানিয়ে তিনি দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

এসময় তিস্তা চুক্তি সম্পর্কে হর্ষবর্ধন শ্রিংলা বলেন, তিস্তা চুক্তি সম্পন্ন হলে যে পরিমাণ পানি বাংলাদেশের পাওয়ার কথা এখন তার চেয়ে বেশি পাচ্ছে। তবে তিস্তা চুক্তি হওয়া প্রয়োজন। আসছে জাতীয় নির্বাচনের আগে তিস্তা চুক্তি হবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা সাধারণত বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি থেকে দূরে থাকতে চাই। তিস্তার পানি চুক্তি হবে কিনা বা কিভাবে হবে সেটি জানা নেই। তবে আমি এটুকু বলতে পারি, আমাদের পক্ষ থেকে যত দ্রুত সম্ভব, চু্ক্তিটি করা হবে।  তিস্তা ছাড়াও ফেনী, কুশিয়ারাসহ অন্যান্য নদীর পানি বণ্টন ব্যবস্থা করার প্রতি গুরুত্ব দেন তিনি।