স্টাফ রিপোর্টার,ঝিনাইদহঃ ঝিনাইদহের নবাগত সদ্য যোগদাকৃত জেলা প্রশাসক মোঃ জাকির হোসেন এর সাথে সেবামূলক যুব সংগঠন ‘দুরন্ত’র কার্যনির্বাহী সদস্যদের সাথে সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়েছে। ১৪ মে রবিবার ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ে দুরন্ত’র সভাপতি ফৌজিয়া হক জুঁই, প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক ইঞ্জিঃ মিরাজ জামান রাজ পিভিএম-সেবা নবাগত জেলা প্রশাসক মোঃ জাকির হোসেন এর সাথে সৌজন্য সাক্ষাত করেছেন।
দুরন্ত পরিবারের পক্ষ থেকে সভাপতি ও সাধারণ সম্পাদক জেলা প্রশাসক মোঃ জাকির হোসেন কে শুভেচ্ছা জানান ও জেলাপ্রশাসককে ‘ঝিনাইদহ জেলার ইতিহাস পরিক্রমা’ নামক ২ খন্ডে ১২০০ পৃষ্ঠার দুইটি বই উপহার দেন। এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আব্দুর রউফ মন্ডল, শৈলকুপা উপজেলা নির্বাহী অফিসার উসমান গণি ও দুরন্ত’র কার্যনির্বাহী সদস্যবৃন্দ। ইঞ্জিঃ মিরাজ জামান রাজ সেবামূলক ও যুবদের উন্নয়নে দুরন্ত কর্তৃক বাস্তবায়িত বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জেলা প্রশাসককে অবহিত করেন। জেলা প্রশাসক ‘দুরন্ত’র উন্নয়ন মূলক কার্যক্রমে সার্বিক সহযোগীতা করার আশ^াস দেন। সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে সেতু বিভাগের অতিরিক্ত পরিচালক হতে ঝিনাইদহ জেলা প্রশাসক হিসেবে তিনি বদলী হয়ে এসেছেন।