নিউজ ডেস্ক:
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া বলেছেন, ‘যেখানে স্বচ্ছতা আছে সেখানে উন্নয়ন আছে। বাংলাদেশে যে ব্যাপক উন্নয়ন সাধিত হচ্ছে তা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের স্বচ্ছতার জন্যই সম্ভব হচ্ছে।
গতকাল শুক্রবার বিকেলে রাজধানীর তোপখানা রোডস্থ ‘বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ’ মিলনায়তনে ঢাকাস্থ গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলা সমিতির দ্বিবার্ষিক সাধারণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি। ডেপুটি স্পিকার বলেন, দেশের প্রতিটি সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠান, সংগঠনের স্বচ্ছতা ও জবাবদিহিতা থাকলে অতি দ্রুত সময়েই বাংলাদেশ উন্নত বিশ্বের কাতারে নাম লেখাতে সক্ষম হবে।
সংগঠনের সভাপতি মোকছুদার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, গাইবান্ধা-৩ আসনের সংসদ সদস্য ডা. ইউনুস আলী সরকার, বাংলাদেশ জুট কর্পোরশনের চেয়ারম্যান কফিল উদ্দিন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক ফরিদ আহম্মদ, সংগঠনের সহ-সভাপতি শামসুল জোহা রাঙ্গা প্রমুখ।