নিউজ ডেস্ক:
বিচ্ছেদের পর সিনেমা বাদে আবারও ফ্রেমবন্দি হলেন রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফ। ‘বরফি’ খ্যাত পরিচালক অনুরাগ বসুর জন্মদিনে সাবেক এই যুগলকে একই ফ্রেমে দেখা গেল।
পরিচালকের সঙ্গে কেক কাটার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন ক্যাটরিনা কাইফ। সেই ভিডিওটিতেই পরিচালকের জন্মদিনটি রণবীর-ক্যাটকে একসঙ্গে উদযাপন করতে দেখা যায়।
নির্মাতা অনুরাগ বসুর পরিচালনায় ‘জাগ্গা জাসুস’ ছবিটি এই বছর মুক্তির কথা থাকলেও রণবীর-ক্যাটরিনা একে অপরের ছায়া মাড়াতে চান না বলে আটকে গিয়েছিল ছবির কাজ। তাদের অভিনীত শেষ সিনেমাটি আগামী ১৪ জুলাই মুক্তি পেতে পারে।
সূত্র- ডেকান ক্রনিকলস




































