শিরোনাম :

বাহুবলীর বাহুবল দেখে চুপ ৩ খান !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:১১:২২ অপরাহ্ণ, মঙ্গলবার, ৯ মে ২০১৭
  • ৭৪৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

বাহুবলীর নজিরবিহীন সাফল্য কি তিন খানের অস্বস্তির কারণ হয়ে দাঁড়াল?‌ ‌এমনটাই মনে করছেন অনেকে। ভারত জুড়ে যখন বাহুবলী ২ নিয়ে উচ্ছ্বসিত তখন কোনও প্রতিক্রিয়া আসেনি শাহরুখ খান, আমির খান এবং সালমান খানের কাছ থেকে। আর সেটা নিয়েই চলছে প্রবল জল্পনা।

প্রভাস–তামান্নাদের মহাকাব্যিক ফিল্ম পিছনে ফেলে দিয়েছে ভারতের ইতিহাসে সবচেয়ে আলোচিত ছবি আমির খানের ‘পিকে’–কে। সেটি ৭৯২ কোটি টাকার ব্যবসা করেছিল। মুক্তি পাওয়ার মাত্র ১০ দিনের মধ্যে ‘বাহুবলী ২’ ১ হাজার কোটি টাকার ব্যবসা ছাড়িয়েছে। এর মধ্যে শুধুমাত্র ভারতেই ব্যবসা করেছে ৮০০ কোটি টাকার।

সিনেমাটির পরিবেশক করণ জোহারের সংস্থা ধর্মা প্রোডাকশন। এর আগে যে কোনো সিনেমা এত টাকার ব্যবসা করতে পারেনি বলে ট্যুইট করেছেন করণ। কিন্তু করণ জোহারের ঘনিষ্ঠ শাহরুখ খান এখনও পর্যন্ত একটি শব্দও খরচ করেননি। শুধু শাহরুখ নন, সালমান ও আমিরও চুপচাপ।

ট্যাগস :

হাসনাতের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ইবিতে বিক্ষোভ

বাহুবলীর বাহুবল দেখে চুপ ৩ খান !

আপডেট সময় : ১২:১১:২২ অপরাহ্ণ, মঙ্গলবার, ৯ মে ২০১৭

নিউজ ডেস্ক:

বাহুবলীর নজিরবিহীন সাফল্য কি তিন খানের অস্বস্তির কারণ হয়ে দাঁড়াল?‌ ‌এমনটাই মনে করছেন অনেকে। ভারত জুড়ে যখন বাহুবলী ২ নিয়ে উচ্ছ্বসিত তখন কোনও প্রতিক্রিয়া আসেনি শাহরুখ খান, আমির খান এবং সালমান খানের কাছ থেকে। আর সেটা নিয়েই চলছে প্রবল জল্পনা।

প্রভাস–তামান্নাদের মহাকাব্যিক ফিল্ম পিছনে ফেলে দিয়েছে ভারতের ইতিহাসে সবচেয়ে আলোচিত ছবি আমির খানের ‘পিকে’–কে। সেটি ৭৯২ কোটি টাকার ব্যবসা করেছিল। মুক্তি পাওয়ার মাত্র ১০ দিনের মধ্যে ‘বাহুবলী ২’ ১ হাজার কোটি টাকার ব্যবসা ছাড়িয়েছে। এর মধ্যে শুধুমাত্র ভারতেই ব্যবসা করেছে ৮০০ কোটি টাকার।

সিনেমাটির পরিবেশক করণ জোহারের সংস্থা ধর্মা প্রোডাকশন। এর আগে যে কোনো সিনেমা এত টাকার ব্যবসা করতে পারেনি বলে ট্যুইট করেছেন করণ। কিন্তু করণ জোহারের ঘনিষ্ঠ শাহরুখ খান এখনও পর্যন্ত একটি শব্দও খরচ করেননি। শুধু শাহরুখ নন, সালমান ও আমিরও চুপচাপ।