মাসুদ রানা, মেহেরপুর প্রতিনিধিঃ
মেহেরপুর পৌরসভা নির্বাচনে ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর হলেন নুরুল আশরাফ রাজিব। উট পাখি প্রতীকে তিনি পেয়েছেন ৯৫০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইলিয়াস হোসেন গাজর প্রতীকে পেয়েছেন ৬৬৬ ভোট। এছাড়াও সেলিম খাঁন পানির বোতল প্রতীকে পেয়েছেন ৪২৪ ভোট, নাহিদ হাসান খাঁন রনি টেবিল ল্যাম্প প্রতীকে পেয়েছেন ৩০৮ ভোট, মনিরুল ইসলাম ঢেড়স প্রতীকে পেয়েছেন ২৮৯, আরিফ খাঁন ডালিম প্রতীকে ১৯৯, ফিরাজুল ইসলাম পাঞ্জাবী প্রতীকে ১২৬, হাবিবুর রহমান সোনা ব্রীজ প্রতীকে ৭২ ও দুখু মিয়া ব্লাক বোর্ড প্রতীকে পেয়েছেন ৪২ ভোট।