নিউজ ডেস্ক:
আসন্ন রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ। তিনি বলেন, সৌদি আরব ও মালয়েশিয়াসহ মুসলিম দেশগুলোতে রোজার সময় পণ্যের দাম কমে যায়। আর বাংলাদেশে বাড়ে। ইতোমধ্যে ছোলাসহ বিভিন্ন পণ্যের দাম বেড়ে গেছে। এই অবস্থা দূরীকরণে তিনি প্রধানমন্ত্রী পদক্ষেপ কামনা করেন।
দশম জাতীয় সংসদের ১৫তম অধিবেশনে গতকাল সোমবারের সমাপনী ভাষণে তিনি এসব কথা বলেন। এদিন, বক্তব্যের শুরুতেই তিনি জানান, শারীরীকভাবে অসুস্থতা নিয়ে সংসদের গুরুত্ব বিবেচনা করে তিনি আজ সিএমইচ থেকে সংসদে এসেছেন।
প্রসঙ্গত, স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের অধিবেশন গতকাল বিকাল ৫টায় শুরু হয়।