রাকিবুল ইসলাম, সিরাজগঞ্জ প্রতিনিধি : “আনন্দলোকে মঙ্গলালোকে, আনন্দ ধারা বহিছে ভুবনে”-রবীন্দ্র সুরের মূর্ছনায় সিরাজগঞ্জের শাহজাদপুরে শুরু হয়েছে তিন দিনব্যাপী রবীন্দ্র উৎসব। সোমবার বিশ্বকবির ১৫৬তম জন্মবার্ষিকী উপলক্ষে সকাল থেকেই শাহজাদপুরে কাছারিবাড়ী শত শত রবীন্দ্র অনুরাগীদের মিলনমেলায় পরিণত হয়েছে। দুর-দুড়ান্ত থেকে রবীন্দ্র ভক্তরা যোগ দিয়েছেন এ উৎসবে।
বেলা সাড়ে ১০ টায় কাচারিবাড়ী অডিটোরিয়ামে শাহজাদপুরের স্থানীয় শিল্পীদের দলীয় সঙ্গীত ও নৃত্য পরিবেশনার মধ্য দিয়ে রবীন্দ্র উৎসবের শুরু হয়।
জেলা প্রশাসনের আয়োজনে তিন দিনব্যাপী উৎসবের উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম। ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আবু নূর মোহাম্মদ শামছুজ্জামানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে হাসিবুর রহমান স্বপন এমপি,গাজী ম ম আমজাদ হোসেন মিলন এমপি, অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না এমপি, আব্দুল মজিদ মন্ডল এমপি ও সেলিনা বেগম স্বপ্না এমপি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর আব্দুল খালেক ও পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ প্রমূখ উপস্থিত ছিলেন।
বিকেল থেকে রাত পর্যন্ত আলোচনা সভা ও স্থানীয় এবং জেলার বিভিন্ন শিল্পীদের অংশ গ্রহনে সাংষ্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এছাড়াও শাহজাদপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে গ্রামীন ঐতিয্য মেলার আয়োজন করা হয়েছে।




































