শুধু প্রবৃদ্ধি অর্জন দিয়ে দারিদ্র্য দূরীকরণ অসম্ভব : স্পিকার

  • amzad khan
  • আপডেট সময় : ১০:৫৯:২৯ পূর্বাহ্ণ, সোমবার, ৮ মে ২০১৭
  • ৭৪৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার (এমডিজি) চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ সফলতা অর্জন করেছে। ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) বাস্তবায়নের চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশের অগ্রগতি দৃশ্যমান। তবে শুধু প্রবৃদ্ধি অর্জনের মধ্য দিয়ে দারিদ্র্য দূর করা সম্ভব নয়। বরং বৈষম্যহীন ও  শোষণমুক্ত সমাজ বিনির্মাণই সবচেয়ে বড় কথা। টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে সরকারের সঙ্গে এমপিদের আরও ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সংসদ ভবনের শপথ কক্ষে গত শনিবার টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় ড. শিরীন শারমিন চৌধুরী এসব কথা বলেন।

সংসদ সচিবালয় ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মশালায় আরও বক্তব্য দেন ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া, চীফ হুইপ আ স ম ফিরোজ,  হুইপ মো. শহীদুজ্জামান সরকার এবং হুইপ মোছা. মাহবুব আরা বেগম গিনি। স্বাগত বক্তব্য দেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মূখ্য সমন্বয়ক মো. আবুল কালাম আজাদ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন পরিকল্পনা কমিশনের সদস্য (সিনিয়র সচিব) ড. শামসুল আলম।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

শুধু প্রবৃদ্ধি অর্জন দিয়ে দারিদ্র্য দূরীকরণ অসম্ভব : স্পিকার

আপডেট সময় : ১০:৫৯:২৯ পূর্বাহ্ণ, সোমবার, ৮ মে ২০১৭

নিউজ ডেস্ক:

স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার (এমডিজি) চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ সফলতা অর্জন করেছে। ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) বাস্তবায়নের চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশের অগ্রগতি দৃশ্যমান। তবে শুধু প্রবৃদ্ধি অর্জনের মধ্য দিয়ে দারিদ্র্য দূর করা সম্ভব নয়। বরং বৈষম্যহীন ও  শোষণমুক্ত সমাজ বিনির্মাণই সবচেয়ে বড় কথা। টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে সরকারের সঙ্গে এমপিদের আরও ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সংসদ ভবনের শপথ কক্ষে গত শনিবার টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় ড. শিরীন শারমিন চৌধুরী এসব কথা বলেন।

সংসদ সচিবালয় ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মশালায় আরও বক্তব্য দেন ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া, চীফ হুইপ আ স ম ফিরোজ,  হুইপ মো. শহীদুজ্জামান সরকার এবং হুইপ মোছা. মাহবুব আরা বেগম গিনি। স্বাগত বক্তব্য দেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মূখ্য সমন্বয়ক মো. আবুল কালাম আজাদ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন পরিকল্পনা কমিশনের সদস্য (সিনিয়র সচিব) ড. শামসুল আলম।