মেহেরপুর সংবাদদাতা, মেহেরপুর, ০৪ মে ॥ শিক্ষকদের পদোন্নতি ও বেতন স্কেল বৃদ্ধির দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছে মেহেরপুর জেলা শাখা প্রাথমিক শিক্ষক সমিতি। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে জেলা প্রশাসক-এর কার্যালয়ে জেলা প্রশাসক পরিমল সিংহের কাছে ওই স্মারকলিপি প্রদান করা হয়। এসময় প্রাথমিক শিক্ষক সমিতি মেহেরপুর জেলা শাখার সভাপতি হাফিজুর রহমান, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক আল-এমরান, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ আমানুল্লাহ, বাংলাদেশ প্রাথমিক সহকারি শিক্ষক সমাজের জেলা শাখার সভাপতি নূরুজ্জামান সেলিম, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, প্রাথমিক শিক্ষক সমিতি জেলা শাখার সহ-সম্পাদক মনোয়ার হোসেন সহ অন্যান্য শিক্ষক নেতারা সেখানে উপস্থিত ছিলেন।
স্মারকলিপিতে বলা হয়েছে সহকারি শিক্ষক ও প্রধান শিক্ষকদের শতভাগ পদোন্নতি, সহকারি শিক্ষকদের বেতন স্কেল প্রধান শিক্ষকদের বেতন স্কেলের এক ধাপ নীচে প্রদান করা এবং প্রধান শিক্ষকদের বেতন স্কেল ১০ম সহ ক্রসপন্ডিং স্কেল প্রদান করার দাবি জানান তারা।
উল্লেখ্য, স্বারকলিপিতে আরো বলা হয়েছে ২০০৯ সাল থেকে দীর্ঘ ৮ বছর সহকারি শিক্ষকদের প্রধান শিক্ষক পদে পদোন্নতি বন্ধ ছিল ফলে সারা দেশে প্রায় ২১ হাজার প্রধান শিক্ষকের পদ শূণ্য হয়ে যায়। জাতীয় শিক্ষানীতি ২০১০ এ শিক্ষকদের পদোন্নতির কথা বলা হয় কিন্তু অদ্যবধি তা বাস্তবায়ন না হওয়ায় শিক্ষকদের মাঝে হতাশা ও ক্ষোভ বিরাজ করছে। তাই অবিলম্বে শিক্ষকদের দাবি বাস্তবায়নের জন্য সরকারের দৃষ্টি আকর্ষন করেন তারা।