শুক্রবার | ২৩ জানুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo খুবিতে এআই ব্যবহারে দক্ষতা অর্জনে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত Logo গণভোট উপলক্ষে চাঁদপুর ডিএনসির উদ্যোগে অবহিতকরণ সভা অনুষ্ঠিত Logo কয়রা ভূমি অফিসের সার্ভেয়ারের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলে পক্ষপাতিত্বের অভিযোগ Logo গাছতলা দরবার জিয়ারতের মধ্য দিয়ে প্রচারণা শুরু শাহজালাল শাহপরানের বাংলায় ওলী বিদ্বেষীদের ঠাঁই হবে না-মোমবাতির প্রার্থী আহসান উল্লাহ Logo নোবিপ্রবিতে ‘বর্ধিত সাদা দল’-এর আনুষ্ঠানিক পথচলা শুরু Logo বীরগঞ্জে আলেম সমাজের আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দোয়া অনুষ্ঠান হয়েছে Logo বীরগঞ্জে প্রশাসনের সহযোগিতা কামনা করে সংবাদ সম্মেলন Logo বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য বিকৃত করে জনমনে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা Logo ইবিতে নারী শিক্ষার্থীদের আত্মরক্ষা কৌশল ও আত্মবিশ্বাস উন্নয়ন কর্মশালা উদ্বোধন Logo নির্বাচনী নিরাপত্তায় কয়রায় বাংলাদেশ নৌবাহিনীর সচেতনতামূলক ফুট পেট্রোলিং

রজনীকান্তকে পেছনে ফেললেন প্রভাস !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:৫৮:০৪ অপরাহ্ণ, বুধবার, ৩ মে ২০১৭
  • ৭৭৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

এর আগে সালমান খান, ক্যাটরিনা কাইফের মতো বলিউডের অনেক তারকাই জায়গা নিয়েছেন মাদাম তুসোয়। এবার প্রথম দক্ষিণী অভিনেতা হিসেবে সেখানে জায়গা নিলেন প্রভাস। আর এই সম্মান পেলেন তিনি বাহুবলীর দুর্দান্ত সাফল্যের পুরস্কার হিসেবে।

এখনও সপ্তাহ শেষ হয়নি৷ আর তার আগেই সাফল্যের শিখর ছুঁয়েছে ‘বাহুবলী ২: দ্য কনক্ল্যুশন৷’ ইতোমধ্যে বক্স অফিসে ৪৫০ কোটির টাকারও বেশি ব্যবসা করে ফেলেছে ছবিটি৷ রিল লাইফে দুর্দান্ত সাফল্যের পুরস্কার রিয়েল লাইফে পেলেন অভিনেতা প্রভাস৷  এবার মাদাম তুসো জাদুঘরে শোভা পাবেন ‘বাহুবলী’ প্রভাস৷

সবচেয়ে বড় ঘটনা হলো- এ বিষয়ে কিংবদন্তি অভিনেতা রজনীকান্ত এবং কমল হাসানকেও পেছনে ফেলে দিলেন তিনি৷ প্রথম দক্ষিণী অভিনেতা হিসেবে এই সম্মান পেলেন প্রভাস৷ ভারতীয় চলচ্চিত্র জগৎকে এক অন্য মাত্রায় পৌঁছে দিয়েছেন এই তারকা৷ ‘সুলতান’, ‘দঙ্গল’-এর মতো সুপারহিট হিন্দি ছবিগুলিকেও মাত করে দিয়েছে বাহুবলী৷ ছবির কাহিনি থেকে গ্রাফিক্স, এডিটিং সব কিছুতেই বিশ্লেষকদের নজর কেড়েছে এসএস রাজামৌলির এই বিগ বাজেটের ছবি৷ আর সেই কারণেই এই বিশেষ সম্মান দেওয়া হল প্রভাসকে৷

ব্যাংককের জাদুঘরে শোভা পাচ্ছে মহাত্মা গান্ধী এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মোমের মূর্তি৷ এছাড়াও লন্ডনের মাদাম তুসোয় জায়গা করে নিয়েছেন শাহরুখ খান, সালমান খান, অমিতাভ বচ্চন, ঐশ্বর্য রাই বচ্চনের মতো হিন্দি সিনেমা জগতের তারকারা৷ সিনেপ্রেমীদের মনে প্রশ্ন জাগত, এত সাফল্য আর খ্যাতির পরও কেন দক্ষিণী সুপারস্টাররা জাদুঘরে জায়গা করে নিতে পারেননি? তাদের প্রতীক্ষার অবসান ঘটেছে৷ এবার সেখানে ঠাঁই পেল প্রভাসের মোমের মূর্তি।

গত বছরই মূর্তির জন্য প্রভাসের মুখের মাপজোক নেওয়া হয়েছিল৷ তখন অভিনেতা জানিয়েছিলেন, “মাদাম তুসো আমায় বেছে নেওয়ায় আমি উচ্ছ্বসিত৷ আমার অগণিত ভক্তদের জন্যই এটা সম্ভব হয়েছে৷ তাদের ভালবাসা আর সমর্থনের জন্য আমি কৃতজ্ঞ৷ বাহুবলীর মতো বড় ভেনচারের সঙ্গে আমায় যুক্ত করায় গুরু রাজামৌলীর কাছেও আমি কৃতজ্ঞ৷”

সূত্র: সংবাদ প্রতিদিন

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুবিতে এআই ব্যবহারে দক্ষতা অর্জনে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

রজনীকান্তকে পেছনে ফেললেন প্রভাস !

আপডেট সময় : ১২:৫৮:০৪ অপরাহ্ণ, বুধবার, ৩ মে ২০১৭

নিউজ ডেস্ক:

এর আগে সালমান খান, ক্যাটরিনা কাইফের মতো বলিউডের অনেক তারকাই জায়গা নিয়েছেন মাদাম তুসোয়। এবার প্রথম দক্ষিণী অভিনেতা হিসেবে সেখানে জায়গা নিলেন প্রভাস। আর এই সম্মান পেলেন তিনি বাহুবলীর দুর্দান্ত সাফল্যের পুরস্কার হিসেবে।

এখনও সপ্তাহ শেষ হয়নি৷ আর তার আগেই সাফল্যের শিখর ছুঁয়েছে ‘বাহুবলী ২: দ্য কনক্ল্যুশন৷’ ইতোমধ্যে বক্স অফিসে ৪৫০ কোটির টাকারও বেশি ব্যবসা করে ফেলেছে ছবিটি৷ রিল লাইফে দুর্দান্ত সাফল্যের পুরস্কার রিয়েল লাইফে পেলেন অভিনেতা প্রভাস৷  এবার মাদাম তুসো জাদুঘরে শোভা পাবেন ‘বাহুবলী’ প্রভাস৷

সবচেয়ে বড় ঘটনা হলো- এ বিষয়ে কিংবদন্তি অভিনেতা রজনীকান্ত এবং কমল হাসানকেও পেছনে ফেলে দিলেন তিনি৷ প্রথম দক্ষিণী অভিনেতা হিসেবে এই সম্মান পেলেন প্রভাস৷ ভারতীয় চলচ্চিত্র জগৎকে এক অন্য মাত্রায় পৌঁছে দিয়েছেন এই তারকা৷ ‘সুলতান’, ‘দঙ্গল’-এর মতো সুপারহিট হিন্দি ছবিগুলিকেও মাত করে দিয়েছে বাহুবলী৷ ছবির কাহিনি থেকে গ্রাফিক্স, এডিটিং সব কিছুতেই বিশ্লেষকদের নজর কেড়েছে এসএস রাজামৌলির এই বিগ বাজেটের ছবি৷ আর সেই কারণেই এই বিশেষ সম্মান দেওয়া হল প্রভাসকে৷

ব্যাংককের জাদুঘরে শোভা পাচ্ছে মহাত্মা গান্ধী এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মোমের মূর্তি৷ এছাড়াও লন্ডনের মাদাম তুসোয় জায়গা করে নিয়েছেন শাহরুখ খান, সালমান খান, অমিতাভ বচ্চন, ঐশ্বর্য রাই বচ্চনের মতো হিন্দি সিনেমা জগতের তারকারা৷ সিনেপ্রেমীদের মনে প্রশ্ন জাগত, এত সাফল্য আর খ্যাতির পরও কেন দক্ষিণী সুপারস্টাররা জাদুঘরে জায়গা করে নিতে পারেননি? তাদের প্রতীক্ষার অবসান ঘটেছে৷ এবার সেখানে ঠাঁই পেল প্রভাসের মোমের মূর্তি।

গত বছরই মূর্তির জন্য প্রভাসের মুখের মাপজোক নেওয়া হয়েছিল৷ তখন অভিনেতা জানিয়েছিলেন, “মাদাম তুসো আমায় বেছে নেওয়ায় আমি উচ্ছ্বসিত৷ আমার অগণিত ভক্তদের জন্যই এটা সম্ভব হয়েছে৷ তাদের ভালবাসা আর সমর্থনের জন্য আমি কৃতজ্ঞ৷ বাহুবলীর মতো বড় ভেনচারের সঙ্গে আমায় যুক্ত করায় গুরু রাজামৌলীর কাছেও আমি কৃতজ্ঞ৷”

সূত্র: সংবাদ প্রতিদিন