সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কামারখন্দে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মে দিবস পালিত হয়েছে। সোমবার সকাল ১১টায় শ্রমিক সংগঠনের বিভিন্ন পর্যায়ের সংগঠন বর্ণ্যাঢ্য শোভাযাত্রা বের করে। শোভাযাত্রাটি উপজেলার গোডাউন মোড় এলাকা থেকে শুরু করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। গান বাজনা, রং ছিটানো, উৎসব আমেজের মধ্য দিয়ে দিনটি পালন করে বিভিন্ন শ্রমিক সংগঠন। উপজেলা শ্রমিকলীগের আয়োজনে বিকেল ৪টায় দলীয় কার্যালয়ের সামনে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা জাতীয় শ্রমিকলীগের সহ সভাপতি খন্দকার মো. মহসিন আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-২ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না। বিশেষ অতিথি হিসেবে সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান রিয়াজ উদ্দিন, কামারখন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মতিন চৌধুরী, জেলা জাতীয় শ্রমিকলীগের সভাপতি আব্দুল খালেক, সম্পাদক আব্দুল কাদের চাঁদ বক্তব্য রাখেন। উপজেলা জাতীয় শ্রমিকলীগের সাধারণ সম্পাদক সেলিম রেজা সেলিমের পরিচালনায় এসময় অনন্যদের মধ্যে জেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক ফরিদ আহম্মেদ চৌধুরী পিয়ার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন শেখ, জেলা পরিষদের সদস্য কামরুল হাসান আমিনুল, যুবলীগের আহবায়ক রফিকুল ইসলাম, মহিলা আওয়ামীলীগের সম্পাদক সম্পা রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
বুধবার
১৭ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
১৭ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ