মেহেরপুরে ঢাকা ট্যোবাকো কোম্পানি লিমিটেডের বিরুদ্ধে চাষিদের স্মারকলিপি প্রদান

  • Nil Kontho
  • আপডেট সময় : ০৪:৩৮:২০ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০১৭
  • ৭৪৯ বার পড়া হয়েছে

মেহেরপুর প্রতিনিধি:  মেহেরপুরে ঢাকা ট্যোবাকো কোম্পানি লিমিটেডের বিরুদ্ধে তামাক চাষীদের হয়রানী না করার প্রতিকার চেয়ে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছে এলাকার চাষীরা। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে তামাক চাষী মতিয়ার রহমানের নেতৃত্বে জেলার বিভিন্ন গ্রামের প্রায় দুই শতাধিক চাষী জেলা প্রশাসক পরিমল সিংহ-এর কাছে স্মারকলিপি প্রদান করেন। এ সময় গাংনী উপজেলা চেয়ারম্যান মুরাদ আলী, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল হালিমসহ এলাকার তামাক চাষীরা উপস্থিত ছিলেন।
স্মারকলিপিতে বলা হয়েছে, চুক্তি অনুযায়ী এলাকার ৩০০ চাষীকে ঢাকা ট্যোবাকো কোম্পানি লিমিটেড তামাক চাষের প্রয়োজনীয় উপকরন ও লোন ঋন প্রদান করেন। অথচ চাষীদের ঋনের টাকা পরিশোদ বাবদ তামাক ক্রয় করলেও বাকি তামাক ক্রয় করছে না কোম্পানিটি। এ অবস্থায় চাষীরা অর্থনৈতিকভাবে ব্যাপক ক্ষতিগ্রস্থ হবে। ফলে জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তামাক চাষীরা ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

মেহেরপুরে ঢাকা ট্যোবাকো কোম্পানি লিমিটেডের বিরুদ্ধে চাষিদের স্মারকলিপি প্রদান

আপডেট সময় : ০৪:৩৮:২০ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০১৭

মেহেরপুর প্রতিনিধি:  মেহেরপুরে ঢাকা ট্যোবাকো কোম্পানি লিমিটেডের বিরুদ্ধে তামাক চাষীদের হয়রানী না করার প্রতিকার চেয়ে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছে এলাকার চাষীরা। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে তামাক চাষী মতিয়ার রহমানের নেতৃত্বে জেলার বিভিন্ন গ্রামের প্রায় দুই শতাধিক চাষী জেলা প্রশাসক পরিমল সিংহ-এর কাছে স্মারকলিপি প্রদান করেন। এ সময় গাংনী উপজেলা চেয়ারম্যান মুরাদ আলী, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল হালিমসহ এলাকার তামাক চাষীরা উপস্থিত ছিলেন।
স্মারকলিপিতে বলা হয়েছে, চুক্তি অনুযায়ী এলাকার ৩০০ চাষীকে ঢাকা ট্যোবাকো কোম্পানি লিমিটেড তামাক চাষের প্রয়োজনীয় উপকরন ও লোন ঋন প্রদান করেন। অথচ চাষীদের ঋনের টাকা পরিশোদ বাবদ তামাক ক্রয় করলেও বাকি তামাক ক্রয় করছে না কোম্পানিটি। এ অবস্থায় চাষীরা অর্থনৈতিকভাবে ব্যাপক ক্ষতিগ্রস্থ হবে। ফলে জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তামাক চাষীরা ।