বুধবার | ২১ জানুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo কচুয়ার কাদলা-দরবেশগঞ্জ সমাজকল্যাণ খেলা ঘরের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ Logo সাতক্ষীরার ৪টি আসনে ২০ চূড়ান্ত প্রার্থীর প্রতীক বরাদ্দ Logo খুবিতে ফ্যাক্টচেকিং এন্ড ডিজিটাল ভেরিফিকেশন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত Logo প্রতীক পেলেন চাঁদপুরের পাঁচ আসনের ৩৫ প্রার্থী, জমে উঠছে নির্বাচনী মাঠ Logo সংসদ নির্বাচন: ৩০৫ জনের প্রার্থিতা প্রত্যাহার, লড়াইয়ে ১,৯৬৭ প্রার্থী Logo নোবিপ্রবিতে শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে ও নোকসু নির্বাচনের দাবিতে মানববন্ধন Logo অর্ধশত মিউজিক ভিডিওতে মডেল হলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী রানা বাপ্পী Logo বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের আনকাট ছাড়পত্র পেল ‘অফিসার’ Logo নির্বাচনী নিরাপত্তায় কয়রায় বাংলাদেশ নৌবাহিনীর সচেতনতামূলক ফুট পেট্রোলিং Logo ক্যান্সারে আক্রান্ত হয়ে থমকে গেছে খুবি ছাত্রের শিক্ষক হওয়ার স্বপ্ন, চিকিৎসায় সহায়তা চায় পরিবার

পানির ন্যায্য হিস্যার দাবিতে জাতিসংঘে যান : মির্জা ফখরুল

  • amzad khan
  • আপডেট সময় : ১১:০৭:১১ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০১৭
  • ৮০০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে প্রয়োজনে জাতিসংঘে যেতে সরকারকে পরামর্শ দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

গতকাল বুধবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ পরামর্শ দেন। মুক্তিযুদ্ধ ও জিয়াউর রহমান গবেষণা পরিষদের প্রকাশনা উৎসব ও ওয়েবসাইট উদ্বোধন উপলক্ষে এ সভার আয়োজন করা হয়।

মির্জা ফখরুল বলেন, আজকে হাওরের পানির ঢল নেমে আসছে। কোথা থেকে আসছে? উজান থেকে আসছে। ভারত উজানে বাঁধ দিয়েছে। এখানে কোনো বাঁধ দেয়ার ব্যবস্থা নেই। কোনো প্রকল্প নেই আমাদের। যখন প্রবল বৃষ্টি হয় তখন তারা পানি ছেড়ে দেয়। আমরা তলিয়ে যাই।

এটা তো হতে পারে না। অভিন্ন নদীর পানি বন্টনের ক্ষেত্রে আন্তর্জাতিক আইন আছে। এর জন্য প্রয়োজনে জাতিসংঘে যান। যাতে করে আমরা আমাদের ন্যায্য হিস্যা পেতে পারি। বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা পাওনার কথা বললেই ভারতবিরোধী হয়ে গেলাম। আমরা কখনোই ভারতবিরোধী নই, ভারতের জনগণের বিরুদ্ধে নই। সেটা আমার অধিকার যদি হরণ করে না হয়।

তিনি বলেন, আমাদের নেতৃত্ব যদি আমাদের অধিকার রক্ষা করতে না পারে, তাহলে অবশ্যই আমরা সমালোচনা করবো। যারা সরকারে আছেন তাদের দায়িত্ব আমাদের স্বার্থ রক্ষা করা। তারা সেই স্বার্থ রক্ষা করতে পারেননি। বাংলাদেশের মানুষের স্বার্থ রক্ষার্থে এই সরকার ব্যর্থ হয়েছে।

তিনি বলেন, আমরা নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন চাই। অন্য কোনো মাধ্যমে নয়। কিন্তু সে নির্বাচন দেয়ার জন্য তো ক্ষেত্র তৈরি করতে হবে। সেই নির্বাচন করার জন্য আমাকে জায়গা দিতে হবে। আয়োজক পরিষদের সভাপতি মাহতাব উদ্দিন জিমির সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. ইব্রাহিম, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ প্রমুখ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ার কাদলা-দরবেশগঞ্জ সমাজকল্যাণ খেলা ঘরের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

পানির ন্যায্য হিস্যার দাবিতে জাতিসংঘে যান : মির্জা ফখরুল

আপডেট সময় : ১১:০৭:১১ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০১৭

নিউজ ডেস্ক:

অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে প্রয়োজনে জাতিসংঘে যেতে সরকারকে পরামর্শ দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

গতকাল বুধবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ পরামর্শ দেন। মুক্তিযুদ্ধ ও জিয়াউর রহমান গবেষণা পরিষদের প্রকাশনা উৎসব ও ওয়েবসাইট উদ্বোধন উপলক্ষে এ সভার আয়োজন করা হয়।

মির্জা ফখরুল বলেন, আজকে হাওরের পানির ঢল নেমে আসছে। কোথা থেকে আসছে? উজান থেকে আসছে। ভারত উজানে বাঁধ দিয়েছে। এখানে কোনো বাঁধ দেয়ার ব্যবস্থা নেই। কোনো প্রকল্প নেই আমাদের। যখন প্রবল বৃষ্টি হয় তখন তারা পানি ছেড়ে দেয়। আমরা তলিয়ে যাই।

এটা তো হতে পারে না। অভিন্ন নদীর পানি বন্টনের ক্ষেত্রে আন্তর্জাতিক আইন আছে। এর জন্য প্রয়োজনে জাতিসংঘে যান। যাতে করে আমরা আমাদের ন্যায্য হিস্যা পেতে পারি। বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা পাওনার কথা বললেই ভারতবিরোধী হয়ে গেলাম। আমরা কখনোই ভারতবিরোধী নই, ভারতের জনগণের বিরুদ্ধে নই। সেটা আমার অধিকার যদি হরণ করে না হয়।

তিনি বলেন, আমাদের নেতৃত্ব যদি আমাদের অধিকার রক্ষা করতে না পারে, তাহলে অবশ্যই আমরা সমালোচনা করবো। যারা সরকারে আছেন তাদের দায়িত্ব আমাদের স্বার্থ রক্ষা করা। তারা সেই স্বার্থ রক্ষা করতে পারেননি। বাংলাদেশের মানুষের স্বার্থ রক্ষার্থে এই সরকার ব্যর্থ হয়েছে।

তিনি বলেন, আমরা নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন চাই। অন্য কোনো মাধ্যমে নয়। কিন্তু সে নির্বাচন দেয়ার জন্য তো ক্ষেত্র তৈরি করতে হবে। সেই নির্বাচন করার জন্য আমাকে জায়গা দিতে হবে। আয়োজক পরিষদের সভাপতি মাহতাব উদ্দিন জিমির সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. ইব্রাহিম, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ প্রমুখ।