শিরোনাম :
Logo জরিমানার কবলে ওয়েস্ট ইন্ডিজ Logo কচুয়ায় প্রবাসী নেতা কামরুজ্জামানের স্বদেশ প্রত্যাবর্তনে সংবর্ধনা ও জার্সি বিতরণ Logo সাজিদের রহস্যজনক মৃত্যু: উত্তাল ক্যাম্পাস, উপাচার্যের আশ্বাসে আন্দোলন স্থগিত Logo রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘হেল্থ অ্যান্ড ফুড সেফটি অ্যাসোসিয়েশন এর নেতৃত্বে আরিফুল ও রাফি Logo ইবিতে তারুণ্যে’র ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo পিন্ডি ভেঙেছি দিল্লির দাসত্ব করার জন্য নয়: নাহিদ Logo ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া নিয়ে সংকট তৈরি হয়েছে: আখতার Logo ভারতে সড়ক দুর্ঘটনায় ১৮ তীর্থযাত্রী নিহত Logo গাজায় নিহতের সংখ্যা ৬০ হাজার ছাড়িয়েছে: স্বাস্থ্য মন্ত্রণালয় Logo বেইজিংয়ে ভারী বৃষ্টি ও বন্যায় ৩০ জনের মৃত্যু

শেখ হাসিনার শাসনকালেই তিস্তার সমাধান হবে: এরশাদ

  • আপডেট সময় : ১২:১০:৫৪ অপরাহ্ণ, সোমবার, ২৪ এপ্রিল ২০১৭
  • ৭৪০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনকালেই তিস্তার পানি বন্টন সমস্যা মিটতে পারে বলে আশা প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ। রবিবার ভারতের পশ্চিমবঙ্গের কুচবিহার জেলার দিনহাটায় নিজের পৈত্রিক ভিটাতে গিয়ে এ মন্তব্য করেছেন এরশাদ। বাংলাদেশের কৃষকদের স্বার্থের কথা বিবেচনা করেই ভারতের মোদি সরকার এই চুক্তি বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এরশাদ বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজেই আশা প্রকাশ করেছেন যে- শেখ হাসিনার সরকার থাকতে থাকতেই এই চুক্তির বাস্তবায়ন হবে। ভারতের উত্তরপ্রদেশে বিধানসভায় বিপুল জয়ের পর মোদির রাজনৈতিক শক্তিও যথেষ্ট বৃদ্ধি পেয়েছে। আমরা আশা করবো, উনি যে প্রতিশ্রুতি দিয়েছেন, তা তিনি রাখবেন।

এরশাদ আরও জানান, ২০১৫ সালের জুন মাসে ঢাকা সফরে এসে ভারতের প্রধানমন্ত্রী বলেছিলেন বাতাস, পাখি ও পানির কোনও সীমানা থাকতে পারে না। কিন্তু এখন বুঝতে পারছি যে, বাতাস ও পাখির সীমানা নেই, তবে পানির সীমানা আছে।

বাংলাদেশে আগামী সাধারণ নির্বাচনে জাতীয় পার্টি ৩০০ টি সংসদীয় কেন্দ্রে প্রতিনিধি দেবে বলেও এদিন জানান তিনি। পাঁচ দিনের সফরে রবিবার বিকালের দিকে ভারতের পশ্চিমবঙ্গের কুচবিহার জেলার দিনহাটায় নিজের পৈত্রিক ভিটাতে যান এরশাদ। মূলত পারিবারিক একটি অনুষ্ঠানে যোগ দিতেই তার পশ্চিমবঙ্গ সফর বলে জানা গেছে।

এ সময় এরশাদের সফরসঙ্গী হয়েছেন- এরশাদ পুত্র এরিক, জাতীয় পার্টির সেক্রেটারি জেনারেল রুহুল আমিন হাওলাদারসহ আরও কয়েকজন। ভারত সফর শেষ করে আগামী ২৭ এপ্রিল বাংলাদেশে ফিরে আসার কথা এরশাদের।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জরিমানার কবলে ওয়েস্ট ইন্ডিজ

শেখ হাসিনার শাসনকালেই তিস্তার সমাধান হবে: এরশাদ

আপডেট সময় : ১২:১০:৫৪ অপরাহ্ণ, সোমবার, ২৪ এপ্রিল ২০১৭

নিউজ ডেস্ক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনকালেই তিস্তার পানি বন্টন সমস্যা মিটতে পারে বলে আশা প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ। রবিবার ভারতের পশ্চিমবঙ্গের কুচবিহার জেলার দিনহাটায় নিজের পৈত্রিক ভিটাতে গিয়ে এ মন্তব্য করেছেন এরশাদ। বাংলাদেশের কৃষকদের স্বার্থের কথা বিবেচনা করেই ভারতের মোদি সরকার এই চুক্তি বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এরশাদ বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজেই আশা প্রকাশ করেছেন যে- শেখ হাসিনার সরকার থাকতে থাকতেই এই চুক্তির বাস্তবায়ন হবে। ভারতের উত্তরপ্রদেশে বিধানসভায় বিপুল জয়ের পর মোদির রাজনৈতিক শক্তিও যথেষ্ট বৃদ্ধি পেয়েছে। আমরা আশা করবো, উনি যে প্রতিশ্রুতি দিয়েছেন, তা তিনি রাখবেন।

এরশাদ আরও জানান, ২০১৫ সালের জুন মাসে ঢাকা সফরে এসে ভারতের প্রধানমন্ত্রী বলেছিলেন বাতাস, পাখি ও পানির কোনও সীমানা থাকতে পারে না। কিন্তু এখন বুঝতে পারছি যে, বাতাস ও পাখির সীমানা নেই, তবে পানির সীমানা আছে।

বাংলাদেশে আগামী সাধারণ নির্বাচনে জাতীয় পার্টি ৩০০ টি সংসদীয় কেন্দ্রে প্রতিনিধি দেবে বলেও এদিন জানান তিনি। পাঁচ দিনের সফরে রবিবার বিকালের দিকে ভারতের পশ্চিমবঙ্গের কুচবিহার জেলার দিনহাটায় নিজের পৈত্রিক ভিটাতে যান এরশাদ। মূলত পারিবারিক একটি অনুষ্ঠানে যোগ দিতেই তার পশ্চিমবঙ্গ সফর বলে জানা গেছে।

এ সময় এরশাদের সফরসঙ্গী হয়েছেন- এরশাদ পুত্র এরিক, জাতীয় পার্টির সেক্রেটারি জেনারেল রুহুল আমিন হাওলাদারসহ আরও কয়েকজন। ভারত সফর শেষ করে আগামী ২৭ এপ্রিল বাংলাদেশে ফিরে আসার কথা এরশাদের।