শিরোনাম :
Logo চাঁদপুরে কল্যাণ ট্রাস্টের চেক পেয়েছেন ১৯ সাংবাদিক Logo কাল চাঁদপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিশাল সমাবেশ Logo খানপুর ইয়ং স্টার ক্লাবের উদ্যোগে আট দলীয় ফুটবল টুর্নামেন্টে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। Logo পাইকোশায় ধানের চাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় মিথ্যা মামলার অভিযোগে সংবাদ সম্মেলন Logo চাঁদপুর সদরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ Logo ইবিতে দুর্গাপূজার মধ্যে পরীক্ষা না নেয়ার দাবিতে শিক্ষার্থীদের স্মারকলিপি Logo চাঁদপুর সিভিল সার্জন কার্যালয়ে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন Logo কয়রা হরিণের মাংস উদ্ধার Logo শিক্ষক নিয়োগের দাবিতে ইবির চারুকলা বিভাগের শিক্ষার্থীদের মানববন্ধন Logo পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজে নবগঠিত গভর্নিংবডি পরিচিতি ও মতবিনিময়ে ভরপুর ছিলো প্রাণের উচ্ছ্বাস

সোনুর টুইট বিতর্কে এবার মুখ খুললেন কঙ্গনা !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:১৫:০৯ পূর্বাহ্ণ, রবিবার, ২৩ এপ্রিল ২০১৭
  • ৭৫৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

আজান বিতর্কে গায়ক সোনু নিগমের পাশে এসে দাঁড়িয়েছিল বলিউড পাড়ার একাংশ। কেউ কেউ অবশ্য সোনুর বক্তব্যের সঙ্গে সহমত হননি। এবার সোনুকে সমর্থন জোগালেন জাতীয় পুরস্কারজয়ী অভিনেত্রী কঙ্গনা রানাউত। তিনি জানালেন, আজান শুনতে তার ভালই লাগে। তবে সোনু যা বলেছেন তাও বিবেচনা করা উচিত বলেই মনে করেন তিনি।

ধর্মস্থানে লাউড স্পিকারের ব্যবহার নিয়ে মুখ খুলেছিলেন সোনু। তবে সব ছাপিয়ে আজানই বেশি গুরুত্ব পেয়ে যায়। তার জেরে জারি করা হয় ফতোয়া। নজিরবিহীনভাবে মাথা কামিয়ে তার জবাবও দেন সোনু। এবার সে প্রসঙ্গে মুখ খুললেন কঙ্গনা রানাওয়াত।

কিছুদিন আগেই সোনুর মন্তব্যের জবাবে প্রিয়াঙ্কা চোপড়ার একটি ভিডিও সামনে এনেছিলেন নেটিজেনরা। সেখানে প্রিয়াঙ্কা জানিয়েছিলেন, ভোপালে থাকার সময় তার সবথেকে ভাল লাগত আজানের শব্দ৷ সন্ধার সময় একসঙ্গে অনেক মসজিদ থেকে আজান ভেসে আসত। সূর্যাস্তের সেই মুহূর্তটা ছিল তাঁর সবথেকে প্রিয়। এই ভিডিও প্রকাশ হবার পর থেকেই অনেকে বলেছিলেন, সোনুর এ থেকে শিক্ষা নেওয়া উচিত৷

এবার কঙ্গনাও জানালেন, আজানের শব্দ শুনতে তার ভালই লাগে। তাঁর স্মৃতিতে ঘোরাফেরা করছে ‘তনু ওয়েডস মানু’ ছবির শুটিংয়ের স্মৃতি। সে সময় শুটিং করতে করতেই পেতেন আজানের শব্দ। এবং সে শব্দ ভালই লাগত তার।

কঙ্গনার মতে মসজিদ হোক বা গুরুদ্বার, গীতাপাঠ হোক বা আজান- যে কোনও ধর্মীয় স্থান ও রীতিই তার পছন্দের। তবে সেটা একান্তই তার নিজের বিশ্বাস। অন্য কারও বিশ্বাস সম্পর্কে তিনি বলতে পারবেন না। তবে সোনু যা বলছেন, যে বিষয়টি তুলে আনতে চাইছেন, তাও শোনা উচিত ও বিবেচনা করা উচিত বলেই মনে করছেন অভিনেত্রী।

তার মতে, প্রত্যেকর মতামত বিশ্বাস আলাদা। আর তাই তিনি আজানের শব্দ শুনতে ভালবাসেন বলেই সোনু যা বলেছেন, তা শোনা উচিত নয় এমনটা মনে করেন না। বরং সোনুর মতামতকেও শ্রদ্ধা জানানো উচিত বলেই মত অভিনেত্রীর।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে কল্যাণ ট্রাস্টের চেক পেয়েছেন ১৯ সাংবাদিক

সোনুর টুইট বিতর্কে এবার মুখ খুললেন কঙ্গনা !

আপডেট সময় : ১১:১৫:০৯ পূর্বাহ্ণ, রবিবার, ২৩ এপ্রিল ২০১৭

নিউজ ডেস্ক:

আজান বিতর্কে গায়ক সোনু নিগমের পাশে এসে দাঁড়িয়েছিল বলিউড পাড়ার একাংশ। কেউ কেউ অবশ্য সোনুর বক্তব্যের সঙ্গে সহমত হননি। এবার সোনুকে সমর্থন জোগালেন জাতীয় পুরস্কারজয়ী অভিনেত্রী কঙ্গনা রানাউত। তিনি জানালেন, আজান শুনতে তার ভালই লাগে। তবে সোনু যা বলেছেন তাও বিবেচনা করা উচিত বলেই মনে করেন তিনি।

ধর্মস্থানে লাউড স্পিকারের ব্যবহার নিয়ে মুখ খুলেছিলেন সোনু। তবে সব ছাপিয়ে আজানই বেশি গুরুত্ব পেয়ে যায়। তার জেরে জারি করা হয় ফতোয়া। নজিরবিহীনভাবে মাথা কামিয়ে তার জবাবও দেন সোনু। এবার সে প্রসঙ্গে মুখ খুললেন কঙ্গনা রানাওয়াত।

কিছুদিন আগেই সোনুর মন্তব্যের জবাবে প্রিয়াঙ্কা চোপড়ার একটি ভিডিও সামনে এনেছিলেন নেটিজেনরা। সেখানে প্রিয়াঙ্কা জানিয়েছিলেন, ভোপালে থাকার সময় তার সবথেকে ভাল লাগত আজানের শব্দ৷ সন্ধার সময় একসঙ্গে অনেক মসজিদ থেকে আজান ভেসে আসত। সূর্যাস্তের সেই মুহূর্তটা ছিল তাঁর সবথেকে প্রিয়। এই ভিডিও প্রকাশ হবার পর থেকেই অনেকে বলেছিলেন, সোনুর এ থেকে শিক্ষা নেওয়া উচিত৷

এবার কঙ্গনাও জানালেন, আজানের শব্দ শুনতে তার ভালই লাগে। তাঁর স্মৃতিতে ঘোরাফেরা করছে ‘তনু ওয়েডস মানু’ ছবির শুটিংয়ের স্মৃতি। সে সময় শুটিং করতে করতেই পেতেন আজানের শব্দ। এবং সে শব্দ ভালই লাগত তার।

কঙ্গনার মতে মসজিদ হোক বা গুরুদ্বার, গীতাপাঠ হোক বা আজান- যে কোনও ধর্মীয় স্থান ও রীতিই তার পছন্দের। তবে সেটা একান্তই তার নিজের বিশ্বাস। অন্য কারও বিশ্বাস সম্পর্কে তিনি বলতে পারবেন না। তবে সোনু যা বলছেন, যে বিষয়টি তুলে আনতে চাইছেন, তাও শোনা উচিত ও বিবেচনা করা উচিত বলেই মনে করছেন অভিনেত্রী।

তার মতে, প্রত্যেকর মতামত বিশ্বাস আলাদা। আর তাই তিনি আজানের শব্দ শুনতে ভালবাসেন বলেই সোনু যা বলেছেন, তা শোনা উচিত নয় এমনটা মনে করেন না। বরং সোনুর মতামতকেও শ্রদ্ধা জানানো উচিত বলেই মত অভিনেত্রীর।