কমলা দাসের বায়োপিকে থাকছেন না বিদ্যা বালান !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:০৭:০৪ পূর্বাহ্ণ, শনিবার, ২২ এপ্রিল ২০১৭
  • ৭৪৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

কবি কমলা দাসের বায়োপিকে অভিনয় করার কথা ছিল বেগমজান খ্যাত বলিউড অভিনেত্রী বিদ্যা বালানের, বিদ্যা নিজেই এ কথা জানিয়েছিলেন। কিন্তু হঠাৎ করে কী হলো যে তিনি এ ছবি থেকে সরে আসলেন। এত দিন চলেছিল নানা জল্পনা-কল্পনা। গুজবও বেশ কিছু ছড়িয়ে পড়েছিল। তবে এবার বিদ্যা বালান নিজেই এ ব্যাপারে মত প্রকাশ করলেন।

বেগমজান বিদ্যা বলেন, যা ছড়িয়েছে, সেগুলো নেহাতই গুজব। এগুলোতে কোনো সত্যতা নেই। তিনি আরও বলেন, পরিচালক কামালউদ্দিন মুহাম্মদের সঙ্গে কিছু ব্যাপারে আমি একমত হতে পারিনি। এই আমার অভিনয় না করার কারণ। অন্য কিছু না।

তবে বিদ্যা মনে করেন, কামালউদ্দিন সিনেমাটি ভালোই বানাবেন। কবি কমলা দাস কারও ভালোবাসার, শ্রদ্ধার, সম্মানের মানুষ ছিলেন। এই মানুষটিকে পর্দায় মঞ্জু ওয়ারিয়র ভালোমতোই ফুটিয়ে তুলবেন, এই বিদ্যার বিশ্বাস। নির্মাতা কামাল ও অভিনেত্রী মঞ্জুর জন্য তাঁর শুভ কামনা সব সময় থাকবে।

সম্প্রতি বিদ্যা বালানের বেগম জান ছবিটি মুক্তি পেয়েছে। তাতে বিদ্যার অভিনয় দর্শক-সমালোচকের প্রশংসা কুঁড়ালেও বক্সঅফিসে ততটা সাড়া জাগাতে ব্যর্থ হয়েছে।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

ট্যাগস :

কমলা দাসের বায়োপিকে থাকছেন না বিদ্যা বালান !

আপডেট সময় : ১১:০৭:০৪ পূর্বাহ্ণ, শনিবার, ২২ এপ্রিল ২০১৭

নিউজ ডেস্ক:

কবি কমলা দাসের বায়োপিকে অভিনয় করার কথা ছিল বেগমজান খ্যাত বলিউড অভিনেত্রী বিদ্যা বালানের, বিদ্যা নিজেই এ কথা জানিয়েছিলেন। কিন্তু হঠাৎ করে কী হলো যে তিনি এ ছবি থেকে সরে আসলেন। এত দিন চলেছিল নানা জল্পনা-কল্পনা। গুজবও বেশ কিছু ছড়িয়ে পড়েছিল। তবে এবার বিদ্যা বালান নিজেই এ ব্যাপারে মত প্রকাশ করলেন।

বেগমজান বিদ্যা বলেন, যা ছড়িয়েছে, সেগুলো নেহাতই গুজব। এগুলোতে কোনো সত্যতা নেই। তিনি আরও বলেন, পরিচালক কামালউদ্দিন মুহাম্মদের সঙ্গে কিছু ব্যাপারে আমি একমত হতে পারিনি। এই আমার অভিনয় না করার কারণ। অন্য কিছু না।

তবে বিদ্যা মনে করেন, কামালউদ্দিন সিনেমাটি ভালোই বানাবেন। কবি কমলা দাস কারও ভালোবাসার, শ্রদ্ধার, সম্মানের মানুষ ছিলেন। এই মানুষটিকে পর্দায় মঞ্জু ওয়ারিয়র ভালোমতোই ফুটিয়ে তুলবেন, এই বিদ্যার বিশ্বাস। নির্মাতা কামাল ও অভিনেত্রী মঞ্জুর জন্য তাঁর শুভ কামনা সব সময় থাকবে।

সম্প্রতি বিদ্যা বালানের বেগম জান ছবিটি মুক্তি পেয়েছে। তাতে বিদ্যার অভিনয় দর্শক-সমালোচকের প্রশংসা কুঁড়ালেও বক্সঅফিসে ততটা সাড়া জাগাতে ব্যর্থ হয়েছে।

সূত্র: আনন্দবাজার পত্রিকা