নিউজ ডেস্ক:
ঢাকার বিভিন্ন স্থানে গত কয়েকদিন ধরেই ‘বস টু’ ছবির শুটিং করছেন কলকাতার জনপ্রিয় অভিনেতা জিৎ। আজ এফডিসিতে দুুপুর থেকে শুটিং করবেন। সারাদিন শুটিং শেষে রাতেই কলকাতা ফিরবেন জিৎ।
বাবা যাদব পরিচালিত এ ছবিতে জিতের বিপরীতে কাজ করছেন নুসরাত ফারিয়া ও শুভশ্রী। ছবিটি বাংলাদেশ থেকে প্রযোজনা করছে জাজ মাল্টিমিডিয়া।
নুসরাত ফারিয়া বলেন, এফডিসিতে জিৎ এর পাশাপাশি আমিও শুটিংয়ে অংশ নিব। আমার বিশ্বাস, ছবিটি দর্শক পছন্দ করবেন।
২০১৩ সালে ভারতের পশ্চিমবঙ্গে মুক্তি পায় জিৎ ও শুভশ্রী অভিনীত ছবি তামিল ছবির রিমেক ‘বস: বর্ন টু রুল’। ছবিটির রিমেক হিসেবে ‘বস টু’ নির্মাণ করা হচ্ছে। ছবিটি এবারের ঈদে মুক্তি পাচ্ছে। গত বছর জিৎ ও নুসরাত ফারিয়ার ‘বাদশা : দ্য ডন’ ছবিটি মুক্তি পায়।